ওয়ার্ল্ড ইনসাইড

অর্থাভাবে ট্যাক্সি চালাতেন পুতিন


প্রকাশ: 13/12/2021


Thumbnail

পৃথিবীতে কষ্টে থাকেনি এমন লোক বোধহয় কমই পাওয়া যাবে। তেমনি একজন মানুষ রাশিয়া তথা পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ভ্লাদিমির পুতিন। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সব সময় চুপ থাকা মানুষটি 'রাশিয়া: নিউ হিস্টরি' নামের এক ডকুমেন্টারিতে নিজের কথা বলতে গিয়ে জানালেন অর্থকষ্টে একসময় ট্যাক্সিও চালিয়েছিলেন তিনি। 

আর সেখানেই দুঃখপ্রকাশ করে পুতিন ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনকে ঐতিহাসিক রাশিয়ার মৃত্যু হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে সোভিয়েত রাশিয়ার পতনের পর নিজের ব্যক্তিগত সংকটের কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। 

পুতিন জানিয়েছেন, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর অর্থনৈতিক সংকটে পড়ে বাড়তি কাজ হিসেবে ট্যাক্সি চালিয়েছিলেন তিনি। তিনি বলেন, আমি কিছুসময় মুনলাইট (দ্বিতীয় কোনো কাজ) করতে বাধ্য হতাম। আমি ট্যাক্সি চালাতাম। এই বিষয়ে কথা বলা অপ্রীতিকর। কিন্তু এটা আসলে হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭