কোর্ট ইনসাইড

আদালতে উপস্থিত জাপানি দুই শিশু


প্রকাশ: 13/12/2021


Thumbnail

জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের পর বিচারকের নির্দেশে বাবা ইমরান শরীফ বেলা ১১টার দিকে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে আপিল বিভাগে উপস্থিত হয়েছেন। 

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে জাপানি মায়ের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শিশুদের বাংলাদেশি বাবা ইমরান শরীফকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

আপিল বিভাগের নির্দেশ থাকার পরেও দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে হস্তান্তর না করায় শিশুদের বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো। সোমবার (১৩ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। গতকাল দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে ১৩ ও ১৪ ডিসেম্বর জাপানি মায়ের জিম্মায় রাখতে নির্দেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে ১৫ ডিসেম্বর দুই শিশুকে আদালতে নিয়ে আসতে বলা হয়। 

এ বিষয়ে নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছিলেন, আদালত অবমাননার বিষয়টি আপিল বিভাগে উপস্থাপন করা হবে।

আইনজীবী শিশির মনির বলেন, গতকাল রাত ১০টার মধ্যে দুই শিশুকে মায়ের জিম্মায় দিতে আপিল বিভাগের নির্দেশনা ছিল। শিশুদের আনতে গেলেও তাদের মায়ের জিম্মায় দেওয়া হয়নি। এ কারণে আমরা আদালত অবমাননার আবেদন করেছি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭