লিট ইনসাইড

মাসুদ রানা বিতর্কের অবসান: হাইকোর্টের রায় প্রকাশ


প্রকাশ: 13/12/2021


Thumbnail

বাংলাদেশের পাঠকদের কাছে মাসুদ রানা একটি আবেগের নাম। ১৯৬৬ সালে ধ্বংস-পাহাড় বইটি থেকে বাংলাদেশি এক দুর্ধর্ষ এক স্পাইয়ের জন্ম। সেখান থেকেই একে একে এসেছে পাঠকদের হাতে মাসুদ রানার বিভিন্ন মিশন। সারা বিশ্ব ঘুরে এসেছে পাঠকেরা মাসুদ রানার হাত ধরে। কোমলে কঠোরে মেশা এই চিরনবীন পাঠকের হাতে তুলে দিয়েছেন কাজী আনোয়ার হোসেন, পাঠকের কাছে শ্রদ্ধেয় কাজীদা। 

তবে ২০১৯ সালের ২৯ জুলাই শেখ আব্দুল হাকিম 'মাসুদ রানা' সিরিজের ২৬০টি এবং 'কুয়াশা' সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশ কপিরাইট অফিসে দাখিল করেন।

পাঠকেরা তো বটেই, গোটা বইপাড়া এই বিষয়টি নিয়ে বিব্রতবোধ করেছিল। মামলা রায়ের সময় নানাভাবে পেছানো হয়েছিল। 
তবে আজ সোমবার (১৩ ডিসেম্বর) মাসুদ রানা সিরিজের কপিরাইট কাজী আনোয়ার হোসেনের নয় বলে জানিয়েছেন হাইকোর্ট। আদেশে বলা হয়েছে, মাসুদ রানা সিরিজের ২৬০টি ও কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক স্বত্ব বিশিষ্ট কথাসাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিমের।

২০১৯ সালের ২৯ জুলাই শেখ আব্দুল হাকিম ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি করেন। সেবা প্রকাশনীর মালিক কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশ কপিরাইট অফিসে দাখিল করেন। এক বছরেরও বেশি সময় ধরে আইনি লড়াই শেষে গত বছরের ১৪ জুন বাংলাদেশ কপিরাইট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দেন। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে লেখক কাজী আনোয়ার হোসেন রিট করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছিলেন।

উল্লেখ্য, বিশিষ্ট কথাসাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম চলতি বছরের ২৮ আগস্ট রাজধানীর মাদারটেকের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আবদুল হাকিমের জন্ম। ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭