ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রের আপত্তিতে চীনা প্রকল্পের কাজ বন্ধ করে দিলো আমিরাত


প্রকাশ: 13/12/2021


Thumbnail

যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মাঝে সংযুক্ত আরব আমিরাতে চলমান চীনের স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধের আদেশ দিয়েছে দেশটি। এর আগে আমিরাতে কয়েক দফা সফর ও বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। আমিরাতে চীনের কার্যক্রম শুরু হওয়ার পরপরই ওয়াশিংটনের কয়েকটি গোয়েন্দা সংস্থার সতর্কতার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমিরাতের উপর এ চাপ প্রয়োগ করা হয়। 

চলতি বছরের নভেম্বরে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে চীনা একটি নৌবন্দরের ভেতরে গোপন স্থাপনা তৈরি করছে চীন। যুক্তরাষ্ট্র ব্যাপক চাপের মাধ্যমে ওই কাজ বন্ধ করতে সক্ষম হয়। 

আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, চীনারা আমিরাতের ওই জায়গা সামরিক কাজে ব্যবহার করতে পারে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে। তারপরই কাজটি বন্ধ করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে আমিরাত সরকারের কূটনৈতিক উপদেষ্টা আনওয়ার গার্গাশের বরাত দিয়ে বলা হয়, আমিরাত মনে করে না চীন ওই স্থাপনা সামরিক কিংবা নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহার করবে। 

জানা গেছে, চীন ওই নৌবন্দরে সামরিক সুবিধা নিতে পারে, গোয়েন্দাদের এমন সতর্কতায় বাইডেন প্রশাসন ঘনিষ্ঠ মিত্র আমিরাতকে সতর্ক করে জানায়, কাজটি চলতে থাকলে দুই দেশের সম্পর্কে ফাটল ধরতে পারে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত আমিরাতের দূতাবাসের মুখপাত্র বলেন, আমিরাতে চীনা সামরিক ঘাঁটি তৈরিতে কোনো ধরনের চুক্তি, পরিকল্পনা, আলোচনা কিংবা কোনো আগ্রহই আমাদের নেই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭