ইনসাইড বাংলাদেশ

ওমিক্রন নিয়ে প্রধানমন্ত্রীর সতর্ক থাকার নির্দেশ


প্রকাশ: 13/12/2021


Thumbnail

মহামারী করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন নিয়ে সারা বিশ্বজুড়ে নতুন করে ব্যাপক আকারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্বের বহু দেশে হু হু করে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। আমাদের দেশেও দুজনের সরিলে ধরা পড়েছে ওমিক্রন। এমতাবস্থায় ‘ওমিক্রন’ নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রীসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রীসভা বৈঠকে শেখ হাসিনা বিশেষ কোনো নির্দেশনা দিয়েছে কিনা- সচিবালয়ে মন্ত্রীসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানতে চাইলে মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘আজকে বিশেষ করে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই কেয়ারফুল (সতর্ক) থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭