ইনসাইড গ্রাউন্ড

অভিমানে পিএসএল থেকে সরে দাঁড়ালেন আকমল


প্রকাশ: 13/12/2021


Thumbnail

অভিমানে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) থেকে সরে দাঁড়ালেন উইকেট কিপার ব্যাটার কামরান আকমল। পিএসএলে আকমলকে সিলভার ক্যাটাগরিতে রাখা হয়েছিল আর তাতেই তিনি অভিমান করে বসেন এবং না খেলার সিদ্ধান্ত নেন। 

এক টুইটের মাধ্যমে পিএসএলে পেশোয়ার জালমির হয়ে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আকমল। সিলভার ক্যাটাগরি তরুণ ক্রিকেটাররা প্রত্যাশা করে, এটাও সংশ্লিষ্টদের মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক।

তিনি লেখেন, 'শেষ ছয়টা মৌসুম অসাধারণ একটা সফর আমার জীবনের। আমার ভালো এবং খারাপ সময়ে পাশে থাকার জন্য আকরাম ভাই, শহীদ আফ্রিদি, ড্যারেন সামি এবং ওয়াহাব রিয়াজকে ধন্যবাদ। পেশোয়ার জালমির জন্য শুভকামনা। ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা আমার পাশে থাকার জন্য।'

পরবর্তীতে ইউটিউব চ্যানেলে কথা বলার সময় পেশোয়ার জালমি ম্যানেজমেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'দয়া করে আমায় ছেড়ে দিন। এই ক্যাটাগরি আমার জন্য নয়, বরং তরুণরাই এতে উপকৃত হবে। আমি কোনো সহানুভূতি চাই না।'


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭