ওয়ার্ল্ড ইনসাইড

প্রথম আমিরাত সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী


প্রকাশ: 13/12/2021


Thumbnail

সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রবিবার সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান এবং দেশটির যুবরাজ দুবাইয়ের শাসক জায়েদ আল নাহিয়ান তাকে স্বাগত জানান। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুবরাজ জায়েদ আল-নাহিয়ানের ব্যক্তিগত প্রাসাদে তার সঙ্গে বৈঠক করেন।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করলেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পর গত ১৪ জুলাই আরব আমিরাত তেল আবিবে নিজেদের দূতাবাস খুলেছে।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সংযুক্ত আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এই সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে সংগঠনটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭