ইনসাইড পলিটিক্স

প্রধানমন্ত্রীর নির্দেশেই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হলেন ওবায়দুল কাদের


প্রকাশ: 14/12/2021


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত তিনদিন ধরেই অসুস্থ। তিনি গতকাল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে তিনি অসুস্থ বোধ করেন। তার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর এক ধরণের নিউমোনিয়া হয়েছে এবং হাতে-পায়ে পানি জমেছিল।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু মেডিক্যালের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর বাসায় যান। এসময় তারা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি হতে অস্বীকৃতি জানান।

ওবায়দুল কাদের বলেন, বাসায় বিশ্রাম নিলে তিনি ঠিক হয়ে যাবেন।

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে এবং রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও তিনি ফুল দিতে যাননি। এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ওবায়দুল কাদেরের চিকিৎসকদের সাথে কথা বলে প্রধানমন্ত্রীকে ফোন করেন। প্রধানমন্ত্রী তখন ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর  নির্দেশে পরে ওবায়দুল কাদের হাসপাতালে যান এবং এখন তিনি মেডিক্যাল বোর্ডের অধীনে ভর্তি আছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭