ইনসাইড গ্রাউন্ড

করোনা আক্রান্ত টেনিসের ‘বিস্ময় বালিকা’ রাডুকানু


প্রকাশ: 15/12/2021


Thumbnail

প্রথমবারের মতো ইউএস ওপেনে খেলতে এসেই হৈ-চৈ ফেলে দেওয়া এমা রাডুকানু রেকর্ড বুকে ঝড় তুলে ৫৩ বছর পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে জেতেন গ্র্যান্ড স্লাম শিরোপা। তবে জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে বড় ধাক্কা খেলেন রাডুকানু। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এখন কোর্ট থেকে ছিটকে গেছেন তিনি। করোনার কারণে এখন আবুধাবিতে অনুষ্ঠেয় মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ থেকেও সরে যেতে হচ্ছে রাডুকানুকে। আবুধাবির সেই প্রতিযোগিতায় অলিম্পিকে সোনা জেতা বেলিন্ডা বেনচিচের সঙ্গে খেলার কথা ছিল তাঁর। 

কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসার খবরটি সোমবার নিজেই জানান রাডুকানু। বাধ্য হয়ে প্রতিযোগিতাটি থেকে সরে দাঁড়াতে হওয়ায় ভীষণ হতাশ তিনি। তবে দ্রুত সেরে ওঠার ব্যাপারে আশাবাদী এই টিনএজার। তিনি লিখেন, “আবু ধাবিতে সমর্থকদের সামনে আমি খেলতে মুখিয়ে ছিলাম। নিয়ম অনুযায়ী আমি নিজেকে আইসোলশনে রেখেছি। আশা করি দ্রুত সেরে উঠব।”

টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত ইউএস ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়েন গত নভেম্বরে ১৯ বছর পূর্ণ করা রাডুকানু। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭