কালার ইনসাইড

দেশ আমাদের অনেক দিয়েছে, এবার দেশকে দেয়ার পালা: নিপুণ


প্রকাশ: 16/12/2021


Thumbnail

সময়টা ১৯৭১ সালের ২৫শে মার্চ, ঐ রাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকাসহ সমগ্র বাংলাদেশে গণহত্যা চালায়। এই গণহত্যায় শুধুমাত্র ঢাকাতেই ৬ থেকে ৭ হাজার সাধারণ মানুষ সেই রাতে প্রাণ হারায়। বাংলাদেশে এই দিনটি জাতীয় গণহত্যা দিবস নামে পরিচিত। সেই দিন রাত ১২ টার পর (২৬শে মার্চ প্রথম প্রহরে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধ শুরু হয়।

২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করায় ১৯৭২ সাল থেকেই বাংলাদেশ ২৬শে মার্চ কে "স্বাধীনতা দিবস" হিসাবে পালন করে আসছে। অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ বিজয় অর্জন করে। এই দিনটি ১৯৭২ সাল থেকে বাংলাদেশ বিজয় দিবস হিসাবে পালন করছে। ২০২১ সালে স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধে বিজয় অর্জনের ৫০ বছর পূর্ণ হয়। তাই স্বাধীনতার ৫০তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালকে "সুবর্ণজয়ন্তী" হিসাবে পালন করা হচ্ছে।

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে দেশের নাগরিকরা প্রত্যাশা করছেন এক ভিন্ন বাংলাদেশের। অন্যান্যদের মতো স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে দেশের শোবিজ তারকাও নিজেরদের প্রত্যাশার কথা জানাচ্ছেন। সেই কাতারে আছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শক প্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। 

বাংলা ইনসাইডারের সাথে কথা হলে নিপুণ  স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিজের প্রত্যাশা নিয়ে বলেন, অনেক ত্যাগের বিনিময় বাংলাদেশ অর্জন হয়েছে। সেই বাংলাদেশ আজ পঞ্চাশ বছরে পদার্পন করেছে, এটা সত্যিই আমাদের জন্য আনন্দের ও গর্বের। এ দেশ অনেক দিয়েছে এবার দেশকে দিতে হবে। জাতির জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের কন্যা দেশ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭