ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে ধর্ষণ নিয়ে সাংসদের আপত্তিকর মন্তব্য, সমালোচনার ঝড়


প্রকাশ: 17/12/2021


Thumbnail

ভারতের কর্ণাটকের জ্যেষ্ঠ এক কংগ্রেস নেতা ধর্ষণকে ‘অনিচ্ছাকৃত সম্মতির’ সঙ্গে তুলনা করে ‘একটা কথা আছে যে যখন ধর্ষণ অনিবার্য, তখন তা উপভোগ করুন’ -এমন আপত্তিকর মন্তব্য করেছেন। 

গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের বিধায়ক কে আর রমেশ কুমার ওই আপত্তিকর মন্তব্য করেন। রমেশ কুমার কর্ণাটক বিধানসভার সাবেক স্পিকার। 

কর্ণাটকে নারীর বিরুদ্ধে অপরাধের হার বেশি। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত রাজ্যে ১ হাজার ১৬৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

গত আগস্টে কর্ণাটকের মাইসোরের ললিথাদ্রিপুরায় একটি দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রাজ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

দলবদ্ধ ধর্ষণের ঘটনাটির পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র তীব্র সমালোচনা মুখে পড়েছিলেন। তিনি বলেছিলেন, ভুক্তভোগী নারী ও তাঁর পুরুষ বন্ধুর নির্জন স্থানে যাওয়া উচিত হয়নি।

আরাগা জ্ঞানেন্দ্র আরও বলেছিলেন, ধর্ষণের ঘটনা ঘটেছে মাইসেরে। আর এখানে বিরোধী কংগ্রেস তাঁকে ধর্ষণের চেষ্টা করছে। এ ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কংগ্রেস। তুমুল সমালোচনার পর মন্ত্রী তাঁর মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭