ইনসাইড গ্রাউন্ড

চোট সারাতে গিয়ে যুবাদের শিক্ষক রোহিত!


প্রকাশ: 18/12/2021


Thumbnail

চোট সারাতে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন রোহিত শর্মা। রিহ্যাব করার ফাঁকেই শিক্ষক হিসেবে দেখা গেল তাঁকে। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ক্লাস নিলেন ভারতের ওপেনার। শুক্রবার এই ছবি পোস্ট করেছে বিসিসিআই।

হ্যামস্ট্রিংয়ে চোটের জেরে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর চোট সারতে তিন-চার সপ্তাহ লাগতে পারে। কিন্তু এনসিএ-তে গিয়ে সময় নষ্ট করলেন না রোহিত। ‘বহুমূল্য পরামর্শ’ দিলেন ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে। বিসিসিআই ছবি পোস্ট করে লিখেছে, ‘বহুমূল্যের পরামর্শ। ভারতের সাদা বলের নেতা রিহ্যাবের ফাঁকে সময় বের করে বেঙ্গালুরুর এনসিএ-তে প্রস্তুতিরত অনূর্ধ্ব-১৯ দলকে পরামর্শ দিলেন।’

কদিন পরেই এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে যাবে ভারত অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ ক্রিকেটারদের ক্লাস নিলেন রোহিত। উত্তরসূরিদের নানা ধরনের টোকা দিয়েছেন ‘দ্য হিটম্যান’। সে সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লিখেছে, ‘মহামূল্যবান পরামর্শ। ভারতের সাদা বলের নেতা পুনর্বাসনের ফাঁকে সময় বের করে বেঙ্গালুরুর এনসিএতে প্রস্তুতিরত অনূর্ধ্ব-১৯ দলকে পরামর্শ দিলেন।’ 

বাংলাদেশকে ৫ রানে হারিয়ে গত বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকায় সেই ভারতকে হারিয়েই প্রথমবার বিশ্বকাপ জেতে আকবর আলীর বাংলাদেশ। ফাইনালে বরাবরই ‘জোরকপালে’ রোহিতের টোটকায় উত্তরসূরিরা এবার বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করতেই পারে!


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭