ইনসাইড গ্রাউন্ড

সেই ট্রাফিক সার্জেন্টের প্রতি শচীনের কৃতজ্ঞতা প্রকাশ


প্রকাশ: 18/12/2021


Thumbnail

ট্রাফিক পুলিশের কাজকে অনেকে অমানবিকও বলে থাকেন। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকে প্রতিদিন রাস্তা সচল রাখতে হয়। এর মাঝে বাকি কাজের সময় কই? সম্প্রতি ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এক বন্ধু সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে সেই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এক ট্রাফিক পুলিশ।

অ্যম্বুলেন্সের অপেক্ষায় না থেকে অটোরিক্সা যোগে দ্রুত হাসপাতালে নেওয়ার কারণে কারণে প্রাণে বেঁচে যান শচীন টেন্ডুলকারের বন্ধু। এই ঘটনায় কৃতজ্ঞতা জানাতে ভুলেননি শচীন। যে পুলিশ তার বন্ধুকে হাসপাতালে নিয়ে যান, শচীন তার সঙ্গে দেখা করেন। তাকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে সবার জন্য বার্তা দেন, এই ধরনের মানুষদের জন্যই পৃথিবীটা এত সুন্দর।

শচীন টুইটারে লিখেন, 'আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছেন, যারা তাদের কর্তব্য এভাবেই পালন করে আসছেন। এই ধরনের মানুষদের জন্যই পৃথিবীটা এত সুন্দর।' শচীন জানিয়েছেন, দুর্ঘটনায় তার বন্ধুর মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই ট্রাফিক পুলিশ খেয়াল রেখেছিলেন সেখানে যেন আর আঘাত না লাগে। যা প্রশংসনীয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭