ইনসাইড বাংলাদেশ

মালদ্বীপে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ফেরানোর পথ খুলছে: মন্ত্রিপরিষদ সচিব


প্রকাশ: 19/12/2021


Thumbnail

মালদ্বীপের কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

রোববার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 

মালদ্বীপের কারাগারে ৪৩ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি রয়েছেন। একই সঙ্গে দেশটিতে ৪০ জন বাংলাদেশির বিচার চলছে। তবে বাংলাদেশে কোনো মালদ্বীপের নাগরিক কারাবন্দি নেই বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে গেলে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি। আগামী ২২ ডিসেম্বর মালদ্বীপ সফরে যাবেন প্রধানমন্ত্রী।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশি বন্দিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর হবে। কারণ মালদ্বীপে আমাদের কিছু প্রিজনার (কারাবন্দি) আছেন। মালদ্বীপেরও কিছু ছেলেমেয়ে এখানে (বাংলাদেশে) পড়ালেখা করেন। তারাও যদি এখানে কোনো অপরাধে জড়িন হন, তাদেরকেও প্রয়োজন হলে ওই দেশে নিয়ে যাওয়া হবে। এজন্য বন্দিবিনিময় চুক্তি হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মালদ্বীপে যদি কোনো বাংলাদেশি কারাবন্দি থাকেন তাহলে মালদ্বীপ বাংলাদেশকে অনুরোধ করতে পারে তাদেরকে দেশে ফিরিয়ে নিতে। বাংলাদেশও বলতে পারে যে আমার নাগরিক বন্দি আছে তাদের ফেরত দাও। ওই বন্দি ব্যক্তি নিজেও আবেদন করতে পারেন যে আমাকে আমার দেশে পাঠিয়ে দাও, আমার দেশে বন্দি থাকবো।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭