ইনসাইড বাংলাদেশ

চান্দগাঁওয়ে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ


প্রকাশ: 20/12/2021


Thumbnail

চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানা এলাকায় স্বামীর নির্যাতনে মাহমুদা খানম আঁখি নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আঁখির স্বামী আনিসুল ইসলামকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

গতকাল রোববার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঁখির মৃত্যু হয়। এরপর হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়।

মাহমুদা খানম আঁখি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আনিসুল ইসলাম পেশায় আইনজীবী। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য আঁখিকে নির্যাতন করতেন আনিসুল। কয়েকদিন আগে প্রচুর মারধর করেন।

আঁখির ভগ্নীপতি আবুল কালাম বলেন, দুই বছর আগে আনিসের সঙ্গে আঁখির বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য তার ওপর নির্যাতন করে আসছিলেন আনিস। এক সপ্তাহ আগেও আঁখিকে মারধর করেন। এতে আঁখি পেটে মারাত্মক আঘাত পান।একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আঁখি মারা যাওয়ার পর স্বামী আনিসুলকে আটক করে পুলিশে দিয়েছে স্বজনরা। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বলেন, আঁখির মৃত্যুর ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭