ইনসাইড গ্রাউন্ড

ভ্যাকসিন না নেওয়া হলে খেলোয়াড়দের সাথে চুক্তি নয়: ক্লপ


প্রকাশ: 20/12/2021


Thumbnail

ইপিএলে আবারও ভয় ধরাচ্ছে করোনার সংক্রমণ। মূল দলের একাধিক ফুটবলার ও সাপোর্টিং স্টাফ কোভিড পজিটিভ হওয়ায়, স্থগিত করা হয় ১৭তম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রেন্টফোর্ডের মধ্যকার ম্যাচ। করোনার কারণে আগেই বন্ধ করে দেয়া হয়েছিল ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ড। গত সপ্তাহে কোভিড পজিটিভ এসেছিল প্রিমিয়ার লিগের ৪২ ফুটবলার ও সাপোর্টিং স্টাফের। টটেনহ্যামের দুটো ম্যাচ করতে হয় স্থগিত। এরপর যা হানা দেয় লেস্টারের তাঁবুতে। এবার চোখ রাঙাচ্ছে ইউনাইটেডকে। সব মিলিয়ে কোভিডের ছোবলে এলোমেলো ইপিএলের সূচি।

এমন একটা অবস্থায় লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন করোনা ভ্যাকসিন না নেওয়া কোনো ফুটবলারের সঙ্গে লিভারপুল চুক্তি করবে না। শুধু ক্লপ একা নন অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ড, ক্রিস্টাল প্যালেসের কোচ প্যাট্রিক ভিয়েরাও এ বিষয়ে সহমত প্রকাশ করেছেন। তাদের মতে প্রিমিয়ার লিগে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন যেভাবে বাড়ছে, এখন করোনা ভ্যাকসিন একটি আবশ্যক বিষয় হয়ে পড়েছে। 

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, লিগের সঙ্গে যুক্ত ৬৮ শতাংশ ফুটবলার, কোচ এবং কোচিং স্টাফের ডাবল ভ্যাকসিন নিয়েছে। তবু সোমবার রেকর্ড সংখ্যক লিগের সঙ্গে যুক্ত ৪২ জন আক্রান্ত হওয়ার উদ্বেগ ছড়িয়েছে। এমন একটা অবস্থায় ক্লপ বলছেন, ‘আমরা এই মুহূর্তে কোনো ফুটবলারকে চুক্তিবদ্ধ করার পরিস্থিতিতে যাইনি। তবে আমি চিন্তা করেছি এবং দেখেছি চুক্তির ক্ষেত্রে এই ভ্যাকসিন নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে।’ 

একজন করোনা আক্রান্তের সংস্পর্শে পুরো দল এলোমেলো হয়ে যেতে পারে। তাই ভ্যাকসিন না নেওয়া একজন খেলোয়াড়কেও দলে ভেড়াতে চান না ক্লপ, ‘যদি কোনো ফুটবলারের ভ্যাকসিন না নেওয়া থাকে তাহলে তিনি আমাদের সবার বিপদের কারণ। সবদিক চিন্তা করে এটা বলতেই হবে ভ্যাকসিন না নেওয়া ফুটবলারদের সঙ্গে লিভারপুলের  চুক্তিবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭