ইনসাইড গ্রাউন্ড

শঙ্কা কাটিয়ে কাল থেকে অনুশীলনে টাইগাররা


প্রকাশ: 20/12/2021


Thumbnail

১২ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছানোর পর থেকেই কোয়ারেন্টিন করছে বাংলাদেশ দল। অথচ এবারের নিউজিল্যান্ড সফরে মুমিনুলদের কোয়ারেন্টিন করার কথা সাত দিন। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও বাংলাদেশ দলের নিউজিল্যান্ডগামী বিমানের এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় পাল্টে গেছে হিসাব–নিকাশ। কোয়ারেন্টিন থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ দলকে চতুর্থবারের মতো করোনা নেগেটিভ বাধ্যতামূলক। গতকাল সেই চতুর্থ করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন ক্রিকেটাররা। যেখানে দলের সবাই নেগেটিভ হওয়ায় আগামীকাল থেকে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আজ সকালে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। দলের অনুশীলন প্রসঙ্গে সুজন বলেন, ‘আগামীকাল সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুবিধাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’  বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে মাউন্ট মঙ্গানুইতে নতুন বছরের প্রথম দিন। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭