ইনসাইড গ্রাউন্ড

বর্ণবাদের শিকার সাবেক বেলজিয়ান তারকা ভিনসেণ্ট


প্রকাশ: 20/12/2021


Thumbnail

রোববার (১৯ ডিসেম্বর) বেলজিয়ান লিগে ক্লাব ব্রুগের বিরুদ্ধে ম্যাচ শেষে বর্ণবাদের শিকার হয়ে তীব্র বিরক্তি নিয়ে মাঠ ছেড়েছেন অ্যান্ডারলেখট কোচ ভিনসেণ্ট কোম্পানি। রোববার ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামে বেলজিয়ান প্রো লিগের খেলায় তার দল ক্লাব ব্রুগের মুখোমুখি হয় এবং ম্যাচ ২-২ গোলে ড্র হয়।

ম্যাচ চলাকালীন ক্লাব ব্রুগের কিছু সমর্থক অ্যান্ডারলেখট কোচ কোম্পানিকে উদ্দেশ্য করে ‘কালো বানর’ বলে চিৎকার করতে থাকে। “আমি খুব বিরক্ত এবং অপমানিত বোধ করছি। আ্মাকে এবং আমার স্টাফকে পুরো ম্যাচ জুড়ে বর্ণবাদী মন্তব্য ছুড়ে দেয়া হয়েছে। এমনকি খেলোয়াড়দের উদ্দেশ্যে করেও বর্ণবাদী মন্তব্য করা হয়েছে।” বলেছেন এই সাবেক ম্যানচেস্টার সিটি ও বেলজিয়ামের অধিনায়ক।

 ক্লাব ব্রুগে সকল ধরনের বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এই সমর্থকরা ক্লাবের আদর্শ এবং মূল্যবোধের বিরোধী। অ্যান্ডারলেখটও এক বিবৃতিতে এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭