ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী রাকিবুল


প্রকাশ: 20/12/2021


Thumbnail

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান মনে করেন, করোনার কারণে পুরোদমে প্রস্তুতি নেয়া না গেলেও বিশ্বকাপ ও  এশিয়া কাপের আগে যথেষ্ট প্রস্তুতি নিতে পেরেছে বাংলাদেশ। তিনি আরও মনে করেন, এবারের বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ দল। 

২০২০ বিশ্বকাপের আগে যুবারা প্রায় দুই বছর একসাথে ছিল। ফলে বোঝাপড়া ছিল ভালো, ফলাফল হিসেবে ধরা দিয়েছে বিশ্বজয়। এবার আগেরবারের মত লম্বা সময় প্রস্তুতি বা খেলার সুযোগ না হলেও রাকিবুল মনে করছেন, বড় মঞ্চের জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা নিতে পেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ।

তিনি বলেন, ‘গতবার যখন আমরা গিয়েছিলাম তখন ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছি। খেলোয়াড় হিসেবে আমি নতুন ছিলাম, এবার একটু পুরোনো। গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই দলের ক্রিকেটারদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করেছি। আর আমাদের দলটাও ভালো আছে, আশা করি আমরা ভালো করব।’

করোনার কারণে এবারের দলটি আগের দলের মত প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। তবে ভালো করার পথে এটি বাধা হয়ে উঠবে বলে মনে করেন না রাকিবুল।

তিনি জানান, ‘গতবার তো এরকম কোভিড পরিস্থিতি ছিল না। কোভিডের কারণে আমরা যেমন প্রস্তুতি নিতে পারিনি, বাকি দলগুলোরও কিন্তু একই অবস্থা। আমরা গত ২-৩ মাসে কয়েকটা সিরিজ খেলেছি, আমি মনে করি এটাও খারাপ না। আমাদের যথেষ্ট প্রস্তুতি হয়েছে। এশিয়া কাপের আগে যে ক্যাম্পটা করলাম এটাও সাহায্য করবে।’

রাকিবুল আরও বলেন, ‘ঐ যে বললাম কোভিডের জন্য সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। গত কয়েক মাসে আমরা চেষ্টা করেছি প্রস্তুতি নেওয়ার। সুতরাং আমরা যতটুকু পেরেছি চেষ্টা করব ওটা নিয়েই ভালো কিছু করার।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭