ইনসাইড গ্রাউন্ড

মাঠের অনুশীলনে বাংলাদেশ দল, যা বললেন ডমিঙ্গো


প্রকাশ: 21/12/2021


Thumbnail

জল্পনা-কল্পনা আর শঙ্কা উড়িয়ে নিউজিল্যান্ডের মাটিতে অবশেষে মাঠে নামার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। চার দেয়ালের বন্দি জীবন পেরিয়ে ১১ দিন পর ব্যাট-বল নিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। কিউইদের দেশ থেকে পাঠানো ভিডিও বার্তায় এসব জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা থেকে লিংকন ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করে বাংলাদেশ। মাঠে আসতে পেরে মুমিনুলরা উচ্ছ্বসিত জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘বাইরে বের হতে পারার অনুভূতি অসাধারণ। ১১ দিন হোটেলে বন্দি থাকা খুবই চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য। ছেলেরা রৌদ্রোজ্জ্বল একটি দিনে মাঠে আসতে পেরে খুব খুশি।’

ওয়ার্ম-আপের পর ফুটবল দিয়ে শুরু হয় বাংলাদেশের অনুশীলন। এরপর নেটে ব্যাটিং অনুশীলনে নামেন মুমিনুল-লিটন দাসরা। থ্রোয়ারের মাধ্যমে ব্যাটিং সেরেছেন টেস্ট অধিনায়ক। আর লিটনকে বোলিং করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আলাদা নেটে মুশফিকুর রহিমও ব্যাটিং করেন। তাকে বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। শুরুর দিনে জড়তা কাটিয়ে পুরোদমে ফেরার চেষ্টা ছিল সবার মাঝেই।

ডমিঙ্গো বলেন, ‘আগামী দুই-তিন দিন হাই ইনটেনসিটি অনুশীলন হবে ব্যাটিং-বোলিংয়ের। টাওরাঙ্গা গিয়ে টেস্টের আগে ৬ দিন অনুশীলনের সুযোগ পাব আমরা। আশা করি সবাই ছন্দে ফিরতে পারবে টেস্টে নামার আগে, যেমন ইনটেনসিটি দরকার তা নিশ্চিত করতে পারবে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭