ইনসাইড গ্রাউন্ড

৩৮ হাজার কোটি টাকার লোভে দ্বি-বার্ষিক ফুটবল বিশ্বকাপের ভাবনা


প্রকাশ: 22/12/2021


Thumbnail

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রতি দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করতে চায়৷  এই সিদ্ধান্তে সদস্য দেশগুলো আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবে বলে জানিয়েছে ফুটবলের এই অভিভাবক সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।  সোমবার (২০ ডিসেম্বর) এক ভার্চুয়াল গ্লোবাল সামিটের আয়োজন করে ফিফা। সেখানেই দ্বি-বার্ষিক বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন ইনফান্তিনো। ফিফার ২১১ সদস্য দেশের ২০৭ জন সদস্য দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সামিটে। 

ইনফান্তিনোর দাবি, এই আয়োজন বাস্তবায়িত হলে ফিফার আয় ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় সাড়ে ১১ বিলিয়ন ডলার হবে। অর্থাৎ ফিফার রাজস্ব আয় বাড়বে আরও ৩৮ হাজার কোটি টাকা। সদস্য দেশগুলোও আর্থিকভাবে লাভবান হবে। সেই বাড়তি আয় আফ্রিকা, এশিয়া আর দক্ষিণ আমেরিকার ফেডারেশনগুলোর মাঝে ভাগ করে দেওয়া হবে। এই অঞ্চলের দেশগুলো অনেকটাই ফিফার তহবিলের উপর নির্ভরশীল।

যদিও এমন পরিকল্পনার বিরোধীতা করছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সদস্য দেশগুলো। উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন এই আয়োজন বাস্তবায়িত হলে টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭