ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে লবিইস্টের মাধ্যমে স্থাপিত ‘জিয়াউর রাহমান ওয়ে’ বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৯ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২১


Thumbnail

জোট সরকারের সময় বাংলাদেশ থেকে তারেক জিয়া সহ বিএনপি নেতৃবৃন্দ যে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছিল, সেই তহবিল থেকে লবিয়িস্টদের  মাধ্যমে অর্থ খরচ করে বিএনপি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যাল্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর সিটিতে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামে যে রাস্তার নামকরণ করিয়েছিলো, যুক্তরাষ্ট্র সরকারী কর্তৃপক্ষ সেটি বাতিল করেছে। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার  (৯ সেপ্টেম্বর) বিকেলে এবং বাংলাদেশ সময় শুক্রবার ভোরবেলায় বাল্টিমোর ডিপার্টমেন্ট অব ট্রন্সপোর্টেশন এবং বাল্টিমোর সিটি মেয়র অফিস যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করে। 

লবিইস্টদের মাধ্যমে বিপুল অর্থ খরচ করে একজন স্বৈরশাসক ও খুনীর নামে রাস্তার নামকরণ স্থানীয় বাংলাদেশী কমিউনিটিসহ অনেকেই মেনে নিতে পারেনি । তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলো।

আপত্তিকারীদের বক্তব্য ছিল, বাংলাদেশে জাতির পিতার হত্যার ষড়যন্ত্রে যুক্ত, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী, সামরিক- বেসামরিক অসংখ্য ব্যক্তিকে ঠান্ডা মাথায় হত্যাকারী, স্বৈরশাসক জেনারেল জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মতো কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কোন রাস্তার নামকরণ হতে পারে না ।

অভিযোগকারীদের বক্তব্য শুনে যুক্তরাষ্ট্রের সরকারী কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করে । এই বিষয়ে তাঁরা একটি ভার্চুয়াল শুনানির আয়োজন করেন। শুনানির পূর্বে বাংলাদেশ থেকে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং কয়েকজন আইনজ্ঞ জিয়াউর রহমান সম্পর্কে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাসহ একটি সাংবিধানিক ও আইনি মতামত যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে প্রেরণ করেন। সেখানে দেখানো হয়, বাংলাদেশের সুপ্রিম কোর্ট জিয়াকে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছিল যদিও মৃত্যুজনিত কারণে আইনি সীমাবদ্ধতার কারণে তার বিচার করা যায়নি । সাংবিধানিক ও আইনি মতামতে বলা হয়, সুপ্রিম কোর্ট জিয়াকে অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে চিহ্নিত করে তার শাসনামলকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছে। সর্বোচ্চ আদালতের রায়ে জিয়াকে অসংখ্য সামরিক- বেসামরিক ব্যক্তির  হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয় । বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী- খুনীদের  সরকারী চাকুরীতে নিয়োগসহ তাদের কে সুরক্ষা দেয়া সহ তাদের সাথে সার্বিক যোগসাজশে জিয়া রাষ্ট্র পরিচালনা করছিলো।

এমনকি স্বপরিবারে জাতির পিতার হত্যার বিচার রহিতকরণে জিয়ার পরামর্শে ও সমর্থনে ইনডেমনিটি অর্ডিন্যান্স নামে যে অসভ্য আইন জারী হয়েছিল, ঐ অবৈধ আইনকে বৈধকরণ ও সুরক্ষা দেয়ার জন্য ১৯৭৯ সালে জিয়া সংবিধানের পঞ্চম সংশোধনী পাশ করেছিল।

আইনি মতামতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশে যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার জন্য একটি বিপ্লব সংঘটিত হয়েছিল, সেই দেশে সংবিধান লংঘনকারী কোন খুনী- স্বৈরশাসক যাকে তার দেশের সর্বোচ্চ আদালত খুনী ও অবৈধ স্বৈরশাসক হিসেবে ঘোষণা করেছে, তার নামে  কোন রাস্তার নামকরণ হতে পারে না । যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে এই সাংবিধানিক ও আইনি মতামত গ্রহণযোগ্য মনে হয়েছিল । পরে ভার্চুয়াল শুনানীতে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বিষয়টির আইনি, নৈতিক ও বাস্তবিক দিক বিবেচনা করে জিয়ার নামে রাস্তার নামকরণ বাতিল করেন। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাল্টিমোর ডিপার্টমেন্ট অব ট্রন্সপোর্টেশন এবং বাল্টিমোর সিটি মেয়র অফিস।

বাংলাদেশ থেকে যে সাংবিধানিক ও আইনি মতামত প্রেরণ করা হয়েছিল, সেটির খসড়া প্রস্তুত করেছিলেন বিচারপতি সামসুদ্দিন চৌধুরী, ড۔ সেলিম মাহমুদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং অ্যাডভোকেট কুমার দেবুল।

ভার্চুয়াল শুনানিতে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের পক্ষে লেজিসলেটিভ অ্যাফেয়ার্স ম্যানেজার লিয়াম ডেভিস এবং বাল্টিমোর মেয়র অফিসের পক্ষে ডিরেক্টর অব ইমিগ্র্যান্ট অ্যাফেয়ার্স ক্যাটরিনা রড্রিগস লিমা এবং বিচারপতি সামসুদ্দিন চৌধুরী, শামীম চৌধুরী, ড۔ প্রদীপ রঞ্জন কর, মোহাম্মদ আলী সিদ্দিকী, অধ্যাপক এম এ আরাফাত প্রমুখ অংশ নিয়েছেন l



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

৭০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা

প্রকাশ: ০৬:০৯ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

সরকারের ব্যয়ভার কমাতে আগামী কয়েক মাসের মধ্যে ৭০ হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই।

স্থানীয় সময় মঙ্গলবার বুয়েনস আইরেসে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে মাইলি এমনটি জানান। 

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ছাড়াও মাইলি গণ কর্মসূচি স্থগিত, প্রাদেশিক সরকারের কিছু ফান্ডিং বন্ধ ও প্রায় দুই লাখের বেশি সামাজিক কল্যাণ পরিকল্পনা বাতিল করার কথা জানান। এগুলোকে তিনি দুর্নীতিগ্রস্ত প্রকল্প হিসেবে আখ্যায়িত করেন। 

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্টের চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা জানানোর পর আন্দোলনে নেমেছে দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়নগুলো। গত মঙ্গলবার একটি ইউনিয়ন জানায়, তাদের অধীনে থাকা কিছু সরকারি কর্মী আন্দোলন শুরু করেছে।   

আর্জেন্টিনার সরকারি কর্মী প্রায় ৩৫ লাখ। দেশটি বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ২১১ দশমিক ৪ শতাংশ। 


আর্জেন্টিনা   প্রেসিডেন্ট   জ্যাভিয়ের মিলেই  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ঐতিহ্যবাহী পদ্ধতিতে আলবেনিয়ানদের রোজা

প্রকাশ: ০৬:০০ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহ্যবাহী পদ্ধতিতে রোজা রাখা এবং ইফতার করার প্রচলন রয়েছে আলবেনিয়ার রোমা মুসলিম সম্প্রদায়ের মধ্য। 

তারা গানের সঙ্গে রোজা রাখে এবং ইফতার করে। রমজান মাসে প্রতিদিন দুই দিক ঘেরা ঢোল বাজিয়ে রাস্তার ওপর নেচে গেয়ে মিছিল করা হয়। ঘরোয়া পরিবেশে এই বিশেষ ঢোলটি সম্পূর্ণ হাতে তৈরি করা হয়। এর নাম লোদ্রা। লোদ্রা তৈরিতে ব্যবহৃত হয় ভেড়া বা ছাগলের চামড়া। মুসলিম পরিবারগুলো তাদের ইফতার শুরু ও উদ্যাপন করতে বাড়ির ভেতরে এই ঐতিহ্যবাহী গান-বাজনার আয়োজন করে এবং প্রতিবেশীদের দাওয়াত দেয়। 

অন্যদিকে, রমজান মাসে আলবেনিয়ানরা ফ্লাকি পেস্টি পাই নামক এক ধরণের খাবার খায়। এটি তৈরি করা হয় মাংস ও পালং শাক দিয়ে। রান্নার পর দইসহ ঠাণ্ডা বা গরম দুভাবেই পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী এই খাবারটি। আবার, দুধ, পনির, মাখন ও ডিম দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় একটি পাস্তা। 

এছাড়া, ইফতার বা সেহেরিতে মিষ্টান্ন হিসেবে পেকটুলা খেতেও পছন্দ করেন দেশের মুসলিমরা। খাবারটি মূলত ক্রিমসস কিংবা পনিরে ভরা সুস্বাদু মিষ্টি।  

আবার, এমাম বেলদি নামক বেগুন ও রসুন মিশ্রিত আরও একটি ডিস রমজান মাসে খাবার টেবিলে বেশ জনপ্রিয় দেশটিতে। 

অন্যান্য দেশের মতো আলবেনিয়াতেও রাতে এশার নামাজের সাথে তারাবিহ পরতে মুসল্লিরা মসজিদে একত্রিত হয়। রমজানে দান সতগাকেও বেশ গুরুত্ব দেয়া হয় এ দেশে।


আলবেনিয়া   রোজা   ইফতার   রমজান   সংস্কৃতি  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিবিড় পর্যবেক্ষণ

প্রকাশ: ০৩:৪০ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারসহ ভারতের বিভিন্ন ইস্যু যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।  

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টির কিছু ব্যাংক একাউন্ট জব্দ করার অভিযোগ সম্পর্কেও অবহিত যুক্তরাষ্ট্র। 

সাংবাদিক তার কাছে জানতে চান- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে তলব করেছে ভারত। এর প্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া কী এবং বিরোধী দলের ব্যাংক একাউন্ট জব্দ করাসহ ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাল পরিস্থিতিকে কীভাবে দেখেন? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেখানকার পরিস্থিতিকে 'জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের ওপর দমনপীড়ন একটি সঙ্কটজনক পয়েন্টে এসে পৌঁছেছে' বলে অভিহিত করেছে।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবে বলছি- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারসহ এসব বিষয়ে আমরা অব্যাহতভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কংগ্রেস পার্টির কিছু ব্যাংক একাউন্ট আয়কর বিষয়ক কর্তৃপক্ষ জব্দ করেছে বলে অভিযোগের বিষয়েও আমরা অবহিত। এটা করার ফলে আসন্ন নির্বাচনে কার্যকর প্রচারণা চালানো তাদের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এর প্রতিটি ইস্যুতে সময়মতো অবাধ, স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে উৎসাহিত করি আমরা। আর প্রথম প্রশ্নের জবাবে বলতে হয়, কূটনৈতিক কোনও প্রাইভেট আলোচনা নিয়ে আমি কথা বলব না। তবে অবশ্যই প্রকাশ্যে আমি যেটা বলব তা হল, আমরা সুষ্ঠু, স্বচ্ছ এবং সময়মতো আইনি প্রক্রিয়াকে উৎসাহিত করি। আশা করি এতে কারও কোনও আপত্তি থাকা উচিত নয়। একই বিষয় আমরা প্রাইভেটলিও ক্লিয়ার করব।


ভারত   ইস্যু   যুক্তরাষ্ট্র   ম্যাথিউ মিলার  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অর্থ নেই ভারতীয় অর্থমন্ত্রীর

প্রকাশ: ০২:১০ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

নিজের পর্যাপ্ত অর্থ না থাকায় লোকসভা নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। দেশটির ক্ষমতাসীন দল বিজেপি তাকে অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে, এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।  

বুধবার(২৭, মার্চ) এক সম্মেলনে ভারতীয় অর্থমন্ত্রী বলেন, এক সপ্তাহ বা ১০ দিন ভাবার পর তিনি ফিরে গিয়ে জানান 'খুব সম্ভবত না'। নির্বাচন করার মতো পর্যাপ্ত অর্থ তার নেই।    এছাড়া অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু; এটি নিয়েও তার সমস্যা আছে। নির্বাচনে জয় পাওয়ার যে কয়েকটি নির্ণায়ক রয়েছে, সেগুলো নিয়েও প্রশ্ন রয়েছে...আপনি কি এই গোত্রের অথবা এই ধর্মের? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, না, তিনি মনে করেন না তিনি এটা করতে পারবেন।  

এছাড়াও, নির্মলা বলেন, 'তিনি খুবই খুশি, কারণ, বিজেপি তার যুক্তিটি গ্রহণ করেছে। অর্থাৎ, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।'

সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয় অর্থমন্ত্রীর কেন নির্বাচন করার মতো পর্যাপ্ত অর্থ নেই। জবাবে তিনি জানান, ভারতের অর্থসম্পদ তার নয়। তিনি বলেন, আমার বেতন, আমার আয় এবং আমার সঞ্চয় আমার এবং এগুলো ভারতের সম্পদ নয়।

নির্মলা সীতারামণ ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য। মূলত এমএলএ-রা রাজ্যসভার সদস্যদের নির্বাচন করে থাকেন। এ বছর রাজ্যসভার বেশ কয়েকজন সদস্যকে লোকসভা নির্বাচনের টিকিট দিয়েছে বিজেপি। আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হবে, যা সাত ধাপে ২ জুন পর্যন্ত চলবে। নিজে নির্বাচন না করলেও বিজেপির অন্যান্য প্রতিদ্বন্দ্বিদের নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন নির্মলা।


নির্বাচন   লোকসভা নির্বাচন   রাজ্যসভা   ভারত   অর্থমন্ত্রী  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

‘গাজায় দেখা দিচ্ছে দুর্ভিক্ষ’

প্রকাশ: ১২:০০ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

অনাহার ও অসুস্থতা গাজার অধিবাসীদের ধ্বংস করে দিচ্ছে। তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ এখনই নিতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গ্রেব্রেয়াসুস বলেছেন, ‘ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণে গাজায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। ’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই দুর্ভিক্ষ এড়াতে খাদ্য ও চিকিৎসা সামগ্রী সরবরাহ তরান্বিত করাসহ গাজায় স্বাস্থ্য সুবিধা প্রদান ব্যবস্থাকে রক্ষার আবেদন জানিয়েছেন।

গাজা উপত্যকার উত্তর অংশে গাজা সিটি এবং শাতি ও জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলায় আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া গাজা শহরের আল শিফা মেডিকেল কমপ্লেক্সের আশপাশের এলাকাগুলোতে কামানের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।   

অন্যদিকে, কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরে দুজন নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে এবং পরে তাদের মরদেহ বুলডোজার দিয়ে মাটি চাপা দেয়। উপকূল ধরে হেঁটে যাবার সময় একজন ফিলিস্তিনিকে সাদা কাপড় নাড়তেও দেখা যায় ভিডিওটিতে।

গাজায় আকাশ থেকে ফেলা সাহায্য সামগ্রী সংগ্রহ করতে গিয়ে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া সাগর থেকে আরও ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। ৮ অক্টোবরের পর হেজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে এটিই সবচেয়ে বেশি প্রাণহানির সংখ্যা।   

অন্যদিকে, গাজায় দক্ষিণাঞ্চরের রাফাহ শহরে স্থল অভিযান শুরুর পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ইসরায়েল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে নতুন সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনা বাতিল করে দেওয়ার কয়েকদিনের মধ্যে এই নতুন প্রস্তাবটি পাওয়া গেল।

গতকাল বুধবার রাতে চতুর্থ দিনের মতো গাজায় ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রতিবাদে জর্ডানের রাজধানী আম্মানে শত শত বিক্ষোভকারী অবস্থান বজায় রেখেছে। বিক্ষোভকারীরা এ সময় গাজার অধিবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে ফিলিস্তিনি পতাকা উড়ায়। বিক্ষোভকারীরা প্রতিবাদের অংশ হিসেবে জর্ডানকে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বাতিলেরও আহ্বান জানায়।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা   ডব্লিউএইচও   গাজা   দুর্ভিক্ষ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন