২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেললেও এবার সেমি ফাইনাল থেকেই ছিটকে পড়েছে বাংলাদেশ। তাই এবার দর্শক আসনে বসেই তাজিকিস্তান ও ফিলিস্তিনের মধ্যকার বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল উপভোগ করতে হবে বাংলাদেশকে। স্বাগতিক দেশ বাংলাদেশ ফাইনালে না থাকলেও ঠিকই খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে সিলেটে। গ্রুপ পর্ব শেষ হলে সেমি ফাইনালের ম্যাচগুলো নিয়ে যাওয়া হয় কক্সবাজার। ফাইনালের আগে পর্যন্ত ঢাকায় কোনো খেলা অনুষ্ঠিত হয়নি।
বাংলা ইনসাইডার/এসএকে