ইনসাইড গ্রাউন্ড

নতুন কোচ নিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৩ পিএম, ২১ জানুয়ারী, ২০২০


Thumbnail

রুবেল-মুস্তাফিজদের নতুন পেস বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক ক্যারিবিয়ান ওটিস গিবসন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত তালিকায় থাকা সবচেয়ে উপরের নাম ওটিস গিবসনই পেতে যাচ্ছেন সে দায়িত্ব। এমনকি দলের সঙ্গে আগামীকাল পাকিস্তানেও যাবেন তিনি।

জানা গেছে, বর্তমানে ইংল্যান্ডে থাকা গিবসনের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে বিসিবি, নেওয়া হয়ে গেছে তার পাকিস্তানের ভিসাও। ইংল্যান্ড থেকেই গিবসন ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টির আগে সরাসরি লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন। গিবসন যাওয়ায় এইচপি দলের পেস বোলিং কোচ চম্পাকা রমানায়াকে আর পাকিস্তান যাচ্ছেন না।

গত বিশ্বকাপের পর কোর্টনি ওয়ালশের সঙ্গে চুক্তি শেষ করে বিসিবি। এরপর দক্ষিণ আফ্রিকান শার্ল ল্যাঙ্গাফেল্ট যোগ দেন এই দায়িত্বে। নিজ দেশের জাতীয় দলের প্রস্তাব পেয়ে তিনি বিসিবির চাকরি ছেড়ে দিলে একজন পেস বোলিং কোচ খুঁজছিল বিসিবি। আর বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লার কোচ হয়ে আসা গিবসন নিজেই জানিয়েছিল টাইগারদের বোলিং কোচ হবার আগ্রহের কথা।

টাইগারদের পেস বোলিং কোচ হলেও এর আগে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন ওটিস গিবসন। এর আগে (২০০৭-২০১০) ও পরে (২০১৫-১৭) দুই দফা ইংল্যান্ডের বোলিং কোচ হিসাবে কাজ করেছেন তিনি। ২০১৭ সালে গিবসন দক্ষিণ আফ্রিকা দলের কোচ হিসাবে দায়িত্ব নেন, যে দায়িত্ব শেষ হয় ২০১৯ সালে।

বাংলা ইনসাইডার/এসএম



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে খেলা নিয়ে যা জানালেন সুনিল নারিন

প্রকাশ: ০৩:৫৫ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

চলছে আইপিএলের ১৭তম আসর। যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরু থেকেই জ্বলে উঠেছেন ‍সুনিল নারিন। ব্যাট হাতে যেমন চালাচ্ছেন তাণ্ডব, তেমনি বল হাতে প্রতিপক্ষ দলের ব্যাটারদের রীতিমতো ভড়কে দিচ্ছেন। তবে নারিনের এমন পারফরম্যান্সে অনেকের মনে তৈরি হয়েছে কৌতুহলী প্রশ্ন যে, নারিন কি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন?

ভক্তদের সেই কৌতুহলী প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছেন নারিন। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে খেলবেন কিনা, তা নিজেই জানিয়ে দিয়েছেন।

তবে নারিনের উত্তর শুনে হয়তো অনেক ভক্তরই মন খারাপ হবে। কারণ, গত সপ্তাহে কলকাতার হয়ে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো এই ক্যারিবীয় অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, তিনি আর জাতীয় দলের জার্সিতে খেলবেন না। নারিন জানান, তার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দরজা বন্ধ।

জাতীয় দলের জার্সিতে ফেরা নিয়ে নারিন বলেন, ‘আমি সত্যিই খুশি যে সম্প্রতি আমার পারফরম্যান্স অনেককে প্রকাশ্যে তাদের অবসর ভেঙে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে। আমি সেই সিদ্ধান্ত (জাতীয় দলের হয়ে না ফেরা) নিয়ে সন্তুষ্ট। আমি কখনই হতাশ হতে চাই না। সেই দরজাটি এখন বন্ধ এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুনে যারা মাঠে নামবে আমি তাদের সমর্থন করবো।’-যোগ করেন নারিন।

তিনিও আর বলেন, ‘যে ছেলেরা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে এবং আমাদের দুর্দান্ত ভক্তদের দেখানোর যোগ্য যে তারা আরেকটি শিরোপা জিততে সক্ষম- আমি আপনাদের শুভ কামনা জানাই।’

গত সপ্তাহে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৬ বলে ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নারিন। তবে নারিনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ম্লান করে পাল্টা সেঞ্চুরি হাঁকিয়ে রাজস্থানকে জয় এনে দেন জস বাটলার।

আইপিএলের চলতি মৌসুমে কলকাতার হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি নারিন। ২২.১১ গড়ে বোলিং করে শিকার করেন ৯ উইকেট। তার দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন ওয়েস্ট ইন্ডিজের বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক রভম্যান পাওয়েল।

২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন নারিন। তবে ২০১৯ সাল থেকেই ওয়েস্ট ইন্ডিজের জার্সি খেলেননি তিনি। আর জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছেও নেই নারিনের।


সুনিল নারিন   ওয়েস্ট ইন্ডিজ   কলকাতা নাইট রাইডার্স  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

এল ক্লাসিকোর সেই ম্যাচ পুনরায় আয়োজনের দাবি বার্সাপ্রধানের

প্রকাশ: ০৩:১৯ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

এল ক্লাসিকো মানেই ফুটবল দুনিয়ার শীর্ষ এক লড়াই। যেখানে থাকে টান টান উত্তেজনা, থাকে বাড়তি উন্মাদনা। লা লিগার দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এই লড়াইয়ে হয়ে থাকে নানা ঘটনার ঘনঘটা।

গত রোববার রাতেও জমজমাট একটি এল ক্লাসিকো উপভোগ করেছে ফুটবল দুনিয়া। গোল, পাল্টা গোলের ম্যাচে শেষ মুহূর্তে জুড বেলিংহামের গোলে ৩-২ ব্যবধানে জয় পায় রিয়াল। তবে সবকিছুকে ছাপিয়ে এই ম্যাচে আলোচনার শীর্ষে উঠেছে গোললাইন প্রযুক্তি।

বার্সা কোচ জাভি হার্নান্দেজ দাবি করেছে, খেলার মাঠে গোললাইন প্রযুক্তি না থাকার কারণে অবিচারের শিকার হয়েছেন তারা। না হয় খেলার ফলাফল অন্যরকম হতে পারতো।

ঘটনাটি ম্যাচের ২৮ মিনিটের। তখন খেলা চলছে ১-১ সমতায়। এমন সময় বার্সা তারকা রাফিনহার কর্নার থেকে আসা বল রিয়ালের জাল লক্ষ্য করে শট নেন লামিন ইয়ামাল। সেই বল ফিরিয়ে দেন রিয়ালের গোলরক্ষক আন্দ্রেয়ে লুনিন।

বার্সার খেলোয়াড়রা দাবি করেন, বলটা গোললাইনের ভেতর থেকে নিয়ে এসেছেন লুুনিন। কিন্তু রেফারি গোল না দিয়ে বার্সার পক্ষে পুনরায় কর্নারের সিদ্ধান্ত দেন। রেফারির এই সিদ্ধান্তটিই মানতে পারছে না বার্সা।

বিতর্কিত এই ঘটনা নিয়ে বরাবরের মতোই আলোচনা-সমালোচনায় মেতে উঠেছেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে পক্ষে-বিপক্ষে নানা মত দেন তারা।

এদিকে রিয়ালের বিপক্ষে এই ম্যাচটি পুনরায় আয়োজনের কথা বলছেন বার্সাপ্রধান হুয়ান লাপোর্তা। তিনি বলেন, লামিনের গোল নিয়ে ভিএআর প্রযুক্তির ভুল প্রমাণিত হয়, তাহলে ম্যাচটি পুনরায় আয়োজন করা উচিত।

সোমবার এক বিবৃতিতে লাপোর্তা বলেন, ‘ম্যাচে বেশ কিছু বিতর্কিত ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলোর মধ্যে একটি ঘটনা ছিল বেশি গুরুত্বপূর্ণ এবং যা খেলার ফলাফল পরিবর্তন করে দিতে পারে।

‘আমি লামিন ইয়ামালের ‘‘ফ্যান্টম গোল’’- এর কথা বলছি। একটি ক্লাব হিসাবে আমরা নিশ্চিত হতে চাই সেখানে কী ঘটেছিল। এই কারণেই আমরা ঘটনার ফুটেজ এবং অডিও সংগ্রহের জন্য অবিলম্বে অনুরোধ করব।’-যোগ করেন লাপোর্তা।

লাপোর্তা আরও বলেন, ‘যদি একবার এসব প্রমাণাদি বিশ্লেষণ করা হয়, তাহলে ক্লাব বুঝতে পারে যে ঘটনার পুনর্বিবেচনায় একটি ত্রুটি তৈরি করা হয়েছে। আমরা অবশ্যই কোনও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ছাড়াই পরিস্থিতিকে পরিবর্তন করার সব দরকারি ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘যদি এটি নিশ্চিত হয় যে, এটি সত্যিকার অর্থেই গোল ছিল তাহলে আমরা সামনে এগিয়ে যাব এবং ম্যাচটি পুনরায় আয়োজনের অনুরোধ করবো। যেমনটি ভিএআর ত্রুটির কারণে ইউরোপের অন্য একটি খেলায় ঘটেছে।’

জাভি ও বার্সার গোলরক্ষক মার্ক আন্দ্রে লা লিগার খেলায় গোললাইন প্রযুক্তি না থাকাকে বিব্রতকর বলে উল্লেখ করেছেন। সূক্ষ্মভাবে খেলা পরিচালনার জন্য লা লিগা কর্তৃপক্ষকে গোললাইন প্রযুক্তি বসানোর অনুরোধ জানিয়েছেন তারা।


বার্সালোনা   রিয়াল মাদ্রিদ   লা লিগা   এল ক্লাসিকো  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

যে একাদশ নিয়ে লখনৌর বিপক্ষে মাঠে নামতে পারে চেন্নাই

প্রকাশ: ০২:৪৬ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

বিকল্প হিসেবে দল পেলেও চলমান আইপিএলে মুস্তাফিজের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১১ উইকেট শিকার বাঁহাতি এই পেসারের। এতে করে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষের দিকেই রয়েছেন তিনি।

এমন পরিস্থিতিতে আজ দিনের একমাত্র ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের ঘরের মাঠে লখনৌর বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচেও মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। চিপকের এই মাঠে ৩ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন টাইগার পেসার। আজকেও তাই টাইগার পেসার থেকে দুর্দান্ত কিছুই প্রত্যাশা থাকবে চেন্নাইয়ের।

জাতীয় দলের দায়িত্ব থাকার কারণে এবারের আইপিএলের পুরো আসর খেলা হবে ফিজের। লখনৌর বিপক্ষে মাঠে নামার আগে মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে মন্তব্য করেছেন মাইক হাসি। তার চলে যাওয়াকে দুঃখজনক হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

চেন্নাই কোচ বলেন, ‘মুস্তাফিজের স্লোয়ার বলটা অসাধারণ। এটা খেলা বেশ কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে। দেশের ডাকে সাড়া দিয়ে যখন সে চলে যাবে আমরা দুঃখ পাব। মুস্তাফিজ যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই। আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত।’

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ:

রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিবাম দুবে (ইমপ্যাক্ট), মঈন আলি, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা।


আইপিএল   চেন্নাই সুপার কিংস   লখনৌ সুপার জায়ান্টস   ঋতুরাজ   লোকেশ রাহুল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ইতিহাসে ২০তম লিগ শিরোপা জিতল ইন্টার মিলান

প্রকাশ: ০১:৫৬ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

জিতলেই নিশ্চিত হবে শিরোপা, এমন সমীকরণ সামনে দাঁড়িয়ে পাঁচ ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২০তম বারের মতো সিরি আ শিরোপা জিতেছে ইন্টার মিলান। গতকাল রাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে এবারের শিরোপা ঘরে তুলেছেন লাউতারো মার্টিনেজরা।

এদিন ম্যাচের ১৮ মিনিটেই ফ্রান্সিসকো অ্যাসারবির গোলে এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই আবারও গোল করে ইন্টার মিলান। ৪৯ মিনিটে এসি মিলানের জাল কাঁপান মার্কাস থ্ররাম। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান।

কিন্তু ৮০ মিনিটে ইন্টার মিলানের একটি গোল শোধ করে দেন এসি মিলানের ফিকায়ো তোমোরি। তবে শেষ পর্যন্ত ম্যাচের মূল সময়ে আর সমতায় ফিরতে পারেনি ইন্টার মিলান।

অতিরিক্ত সময়ে শুরু হয় লালকার্ডের নাটকীয়তা। ৯৩ মিনিটে এসি মিলানের তোমারির এক ফাউলকে কেন্দ্র করে বাক-বিতণ্ডায় জড়ানোর দায়ে দুই দলের দুই খেলোয়াড়কে লালকার্ড দেখান রেফারি।

লালকার্ড দেখেন ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রাইস, আর এসি মিলানের থিও হার্নান্দেজ। এতে ১০ দলে পরিণত হয় দুই দল।

এর ৪ মিনিট পর আবারও তর্ক-বিতর্ক। এবার লালকার্ড দেখেন শুধু এসি মিলানের খেলোয়াড় ডেভিড ক্যালাবরিয়া। তিনি মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় এসি মিলান। ফলে বাকি এক গোল আর এসি মিলানের পক্ষে শোধ করা সম্ভব হয়নি। ২-১ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে ইন্টার মিলান।

শিরোপা জিতে ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা মার্টিনেজ বলেন, ‘আমি দলের খেলোয়াড়দের বলেছিলাম যে, আমরা নিজেদেরকে এমন পরিস্থিতিতে খুঁজে পেয়েছি যা আগে কখনো ঘটেনি। আমাদের এই সুযোগের সদ্ব্যবহার করা দরকার ছিল। কারণ চারপাশে দেখুন, পুরো স্টেডিয়াম এখন আমাদের।’


ইন্টার মিলান   সিরি আ   এসি মিলান  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশে টাইগারদের নতুন কোচ মুশতাক

প্রকাশ: ০১:৪৩ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশ জাতীয় দলে প্রায় দীর্ঘ সময় ধরেই ছিল না কোন স্পিন বোলিং কোচ। গত বছরের ৩০ নভেম্বর শ্রীলংকার সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি শেষের পর থেকেই ফাঁকা ছিল এই গুরুত্বপূর্ণ পদ। তবে এবার সাকিব-মিরাজদের অভিভাবক হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক তারকা লেগস্পিনার মুশতাক আহমেদ।

আর দায়িত্ব পাওয়ার পরই গতকাল সোমবার (২২ এপ্রিল) বিকেলে বাংলাদেশে এসে পৌঁছেছেন মুশতাক। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নিজের অভিযান শুরু করবেন সাবেক তারকা লেগ স্পিনার। টাইগারদের নতুন এই স্পিন কোচের চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আন্তর্জাতিক আসর।

এর আগে ৫৩ বছর বয়সী সাবেক এই পাকিস্তানি তারকা বেশ কয়েকটি জাতীয় দলের স্পিন বিভাগ সামলেছেন। ২০০৮–১৪ ইংল্যান্ড, ২০১৮-১৯ ওয়েস্ট ইন্ডিজ ও ২০২০-২২ পাকিস্তান জাতীয় দলের স্পিন কোচ ছিলেন মুশতাক আহমেদ। এছাড়া ২০১৪-১৬ সময়কালে তিনি বোলিং পরামর্শক ছিলেন পাকিস্তানের।

বিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে মুশতাক আহমেদ বলেন, ‘বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হওয়া আমার জন্য অনেক বেশি সম্মানের। আমি আমার দায়িত্ব পালনের দিকে পুরো মনোযোগ দিচ্ছি এবং অর্জিত অভিজ্ঞতা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি সবসময়ই বিশ্বাস করি তারা (বাংলাদেশ) বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দলগুলোর একটি।’

বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে সাকিব আল হাসানদের নতুন এই কোচ বলেন, ‘তারা যেকোনো দলকেই হারাতে পারে, কারণ তাদের সেই সামর্থ্য, সম্পদ ও প্রতিভা আছে। আমি চেষ্টা করব আমার এই বিশ্বাসটাই তাদের মাঝেও ছড়িয়ে দিতে। বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত।’

উল্লেখ্য, ১৯৯২ সালে পাকিস্তানের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মুশতাক আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৪ ওয়ানডে খেলে তার শিকার ১৬১ উইকেট। এছাড়া ৫২ টেস্ট খেলে এই লেগস্পিনার ১৮৫ উইকেট নিয়েছেন। তবে চোটের কারণে মুশতাকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা ভালো হয়নি। এরপরও অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়ে গিয়েছিলেন মুশতাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার উইকেট ১ হাজার ৪০৭টি। ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০৪ বার, ম্যাচে ১০ উইকেট ৩২ বার।


মুশতাক আহমেদ   বাংলাদেশ ক্রিকেট   রঙ্গনা হেরাথ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন