যখনই মনে হচ্ছিল, আরও একবার অল্পেই আটকে যাবে বেক্সিমকো ঢাকার ইনিংস, তখনই দৃশ্যপটে আবির্ভুত হলেন ইয়াসির আলি রাব্বি ও আকবর আলি। দুজন মিলে ঝড়ো ব্যাটিং করে ঢাকার সংগ্রহকে পৌঁছে দিলেন ১৭৫ রানে।
ইয়াসির আলি করেন ৩৯ বলে ৬৭ রান। তার ইনিংসে ছিল ৯ চার আর এক ছক্কা। আরেক তরুণ ব্যাটসম্যান আকবর আলী করেন ২৩ বলে ৪৫ রান। তাদের দুইজনের উপর ভর করেই ঢাকার সংগ্রহ আজ বিশাল রুপ নেয়।