টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে শুক্রবারে অনুশীলনের নামছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো সূচী অনুযায়ী তাদের বৃহস্পতিবারে অনুশীলনের নামার কথা ছিল।
বিসিবি`র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলনের ক্লিয়ারেন্স পেয়ে গেছি। বৃহস্পতিবার থেকে তাদের অনুশীলনের কথা থাকলেও ওইদিন তারা করছে না। শুক্রবার থেকে করবে।’
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে গত রোববার ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আন্তর্জাতিক ভ্রমণের নিয়ামানুযায়ী স্বাগতিক দেশে পৌঁছে দলের সবাই আপাতত টিম হোটেলে কোয়ারেনটাইনে আছেন।