আজ স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমি-ফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। তবে ম্যাচের পূর্বে লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা জেগেছে। ম্যাচের দিন অনুশীলনে দেখা যায়নি বার্সেলোনা অধিনায়ককে।
কোর্দোবায় বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় ফাইনালে ওঠার লড়াইয়ে সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে কোচ রোনাল্ড কুমান জানিয়েছিলেন, গত শনিবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচের পর মেসিসহ কয়েক জন খেলোয়াড়ের অল্প কিছু সমস্যা আছে।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অনুশীলনে ছিলেন মেসি। তবে বুধবার অনুশীলনে দেখা যায়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। সোসিয়েদাদের বিপক্ষে তিনি খেলবেন কি না, তা স্পষ্ট নয়।