ওয়ার্ল্ড ইনসাইড

পুতিনের গ্যাস রপ্তানিতে লাগাম টানায় দুশ্চিন্তার ভাঁজ প্রযুক্তি বিশ্বে

প্রকাশ: ০৯:০৫ এএম, ২৪ জুন, ২০২২


Thumbnail পুতিনের গ্যাস রপ্তানিতে লাগাম পড়ানোয় দুশ্চিন্তার ভাঁজ প্রযুক্তি বিশ্বে

ইউক্রেন যুদ্ধ যে শুধু মাত্র দুই দেশের সীমানার মাঝে সীমাবদ্ধ থাকে নি তা যুদ্ধ শুরু সাথে সাথেই টের পায় গোটা বিশ্ব। কমলা লেবুর আকৃতির এই বিশ্ব এখন একা চলার নীতিতে বিশ্বাসী না। কারণ বিশ্ব জানে কেউ পিছনে পড়ে গেলে দিন শেষে তার দায়টুকু বহন করতে হবে তার নিজেকেই। ইউক্রেনকে সাথে নিয়ে চলার নীতিতে যখন এই বিশ্বের বড় বড় খেলোয়াড়রা রাশিয়ার বিরুদ্ধে একত্রিত হয়েছে তখন এই যুদ্ধ সীমানা ছাড়িয়ে দুই দেশেরই। ইউক্রেনকে বহনকরার নীতিতে যে তারা নিজেরাই নিজেদের দিকে বিপদ টেনে আনছে তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে আরো। কারণ সব সময় সব ক্ষেত্রেও একসাথে চল নীতি যে ঠিক কার্যকর নয় তা প্রমাণ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

যে তেল-গ্যাস রপ্তানি আটকে দিয়ে যে রাশিয়া বিপদে ফেলার নীতি গ্রহণ করেছিলো পশ্চিমা বিশ্ব সেই নীতিই এখন হিতে বিপরীত আকারে তাদের দিকেই ধেয়ে আসছে আরো দ্রুত গতিতে। ইতিমধ্যে আগুন চড়েছে বিশ্ব তেলের বাজারে। চাইলেই এত সহজে গ্যাস পাওয়া সম্ভব না বলে গ্যাস রপ্তানিতে রাশিয়াকে কোন বাধা দেয় নি যে ইউরোপ এখন সেখানে গ্যাসের রপ্তানি নিম্নমুখী করা শুরু করেছে রাশিয়া নিজেই। 

শিল্পকারখানা কিংবা বাসাবাড়িতে রপ্তানি করা গ্যাস রাশিয়া এখন আস্তে আস্তে সরবরাহ করা কমিয়ে নিয়ে না আসলেও গ্যাস নিয়েই দেশটি পশ্চিমা বিশ্বের সাথে কিছুটা ভিন্ন পন্থায় খেলা শুরু করেছে। আর যার প্রভাব পড়তে পারে বিশ্বে চিপ নির্মাণকারী শিল্পখাতে। কারণ চিপ শিল্পের জন্য প্রয়োজনীয় বিশেষ বিরল গ্যাসের রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন যৌথভাবে। যুদ্ধের পর গত মে মাস থেকে এই বিশেষ গ্যাস রপ্তানি কমিয়ে দিতে শুরু করেছে রুশ সরকার। 

সেমিকন্ডাক্টর বা চিপখাত বেশ কিছুদিন থেকেই টালমাটাল অবস্থার মধ্য দিয়ে চলছিলো। প্রথমে করোনার ধাক্কা। এই সময়টায় সারা বিশ্বে বেশ ভালো রকমের চীপ বা সেমিকন্ডাক্টরের সংকট তৈরি হয়। স্মার্ট ফোন থেকে শুরু করে গাড়ি শিল্পে যা ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। উৎপাদন কমেছে প্রয়োজনীয় গৃহস্থালির ইলেক্ট্রনিক পণ্য থেকে গাড়ি নির্মাণেও। এই ঘাটতি কিছুটা পুষিয়ে নিয়ে আসতে না আসতেই এখন শুরু হলো ইউক্রেন যুদ্ধ। এর ফলে বিশ্ববাজারে ইলেক্ট্রনিক পণ্যর থেকে শুরু করে বাড়তে পারে মোবাইল, গাড়ির দামও। 

হিলিয়াম, নিয়ন, আর্গন বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। এই গ্যাসগুলোকে বলা হয় নোবল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এরা অন্য মৌলের সঙ্গে বিক্রিয়া করে না বলে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আর এই গ্যাস উৎপাদনে বিশ্বে শীর্ষে রাশিয়া। এই গ্যাসগুলো গবেষণা কিংবা চীপ নির্মাণে অতীব জরুরী। 

লিথোগ্রাফি নামক প্রক্রিয়ায় সেমিকন্ডাক্টর উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়ন। গ্যাসটি একটি লেজার থেকে উৎপাদিত আলোর তরঙ্গদৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে সিলিকনের ওপর বিশেষ গঠন তৈরি করে, যা মূলত একে চিপে রূপান্তরিত করে।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি হামলা শুরু করে রাশিয়া। এর পরপরই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কিছু পাল্টা নিষেধাজ্ঞা ও নানা পণ্য ও সেবা রপ্তানি বন্ধ করে দিয়েছেন। তার মধ্যে মস্কোর সাম্প্রতিক পদক্ষেপ হচ্ছে এই বিরল গ্যাস রপ্তানি সীমিত করা। 

রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে, গত মে মাসের শেষের দিক থেকে হিলিয়াম, নিয়ন ও আর্গন গ্যাসের রপ্তানি সীমিত করতে শুরু করে রাশিয়া। এ তিনটি গ্যাস স্মার্টফোন থেকে শুরু করে ওয়াশিং মেশিন, গাড়িসহ বিভিন্ন ভোক্তা পণ্যে ব্যবহৃত চিপ তৈরিতে কাজে লাগে। বেশ কিছু দিন ধরে প্রযুক্তি দুনিয়ায় চিপের বেশ সংকট তৈরি হয়েছে।

প্রযুক্তি শিল্পের পরামর্শক প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়া ও ইউক্রেন একত্রে পুরো চিপ শিল্পের জন্য প্রয়োজনীয় নিয়ন গ্যাসের ৩০ শতাংশ সরবরাহ করত। সেমিকন্ডাক্টর শিল্প ও এর গ্রাহকেরা যখন বড় ধরনের সরবরাহ সংকটের মুখে ঠিক তখনই রাশিয়ার পক্ষ থেকে বিরল গ্যাসের রপ্তানি সীমিত করার ঘোষণা দেওয়া হয়।

গাড়ি উৎপাদন পরামর্শদাতা প্রতিষ্ঠান এলএমসি অটোমোটিভের তথ্য অনুযায়ী, গত বছর চিপ সংকটের কারণে এক কোটি ইউনিট কম গাড়ি তৈরি হয়েছে। তবে এ বছরের দ্বিতীয়ার্ধে গাড়ি উৎপাদন বেড়ে যাওয়ার প্রত্যাশা ছিল।

এলএমসি অটোমোটিভের বৈশ্বিক উৎপাদন বিভাগের পরিচালক জাস্টিন কক্স বলেন, নিয়ন গ্যাসের সরবরাহ সীমিত করে দেওয়াটা দুশ্চিন্তার কারণ। তবে এটা গাড়ি শিল্পের জন্য আকস্মিক কোনো ঘটনা নয়। আট বছর আগে যখন ইউক্রেন থেকে ক্রিমিয়াকে আলাদা করেছিল রাশিয়া তখন থেকেই এ খাতে আবার সরবরাহ বিঘ্ন হওয়ার আশঙ্কা ছিল।


বাজার গবেষণা প্রতিষ্ঠান টেকচেটের জ্যৈষ্ঠ প্রযুক্তি বিশ্লেষক জোনাস সানডকোভিস্ট বলেন, যুদ্ধের আগে রাশিয়ার ইস্পাত কারখানার উপজাত হিসেবে কাঁচা নিয়ন সংগ্রহ করা হতো। এরপর তা পরিশোধনের জন্য ইউক্রেনে পাঠানো হতো। সোভিয়েত যুগের শুরু থেকেই এই দুটি দেশ নোবল গ্যাসের শীর্ষ উৎপাদক। বিশ্বের পরাশক্তি দেশগুলো সামরিক ও মহাকাশ প্রযুক্তিতে এর ব্যবহার করত।

এদিকে ইউক্রেন যুদ্ধের ফলে গ্যাস উৎপাদন সক্ষমতার দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে। ইউক্রেনের মারিওপোল, ওডেসাসহ বিভিন্ন এলাকায় রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই অঞ্চল থেকে পণ্য রপ্তানি কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বেড়েই চলেছে নোবেল গ্যাসের দাম

বেইন অ্যান্ড কোম্পানির সহযোগী পিটার হানবারি বলেন, নিয়ন গ্যাসের জন্য রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভরশীলতা ছিল ৮০ থেকে ৯০ ভাগ পর্যন্ত। কিন্তু ২০১৪ সালের পর থেকে তা এক তৃতীয়াংশে নামিয়ে এনেছেন নির্মাতারা।

রাশিয়ার গ্যাস রপ্তানি সীমিত করার প্রভাব কতোটা পড়বে, তা এখনই বলা সম্ভব নয়। হানবারি বলেন, এখন পর্যন্ত বৈশ্বিক চিপ তৈরির প্রক্রিয়া এ যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হয়নি। খুব শিগগিরই এর প্রভাব দেখা নাও যেতে পারে।

জোনাস সানডকোভিস্ট বলেন, বন্দরনগরী মারিওপোল ও ওডেসায় গ্যাস বিশুদ্ধিকরণ সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে সেমিকন্ডাক্টর শিল্পের উদ্যোক্তারা ২০১৪ সালের পর থেকে ধীরে ধীরে রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভরতা কমাতে শুরু করেছিলেন। ইউক্রেনে হামলার পর থেকে এই প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।

তবে চিপ নির্মাতাদের যদি রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে হয় এবং অন্য উৎস খুঁজতে হয় তবে তাদের খরচ পড়ে যাবে অনেক বেশি। সানডকোভিস্ট বলেন, নিয়নসহ নোবল গ্যাসের দাম নির্ণয় করা কঠিন। কারণ, এগুলো দীর্ঘমেয়াদি চুক্তিতে সরবরাহ করা হয়ে থাকে। তবে টেকচেটের তথ্য অনুযায়ী, নিয়ন গ্যাসের দাম ইতিমধ্যে পাঁচগুণ বেড়ে গেছে। এ বছরের শুরু থেকেই এর দাম বেড়েছে। শিগগিরই তা কমবে বলে মনে হয় না। যেকোনো নতুন চুক্তির ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধের প্রভাব অবশ্যই পড়বে।

দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইতিমধ্যে সমস্যায় পড়তে শুরু করেছে। কারণ দেশটিকে গ্যাস আমদানি করতে হয়। যুক্তরাষ্ট্র, ইউরোপ বা জাপানের মতো বড় গ্যাস কোম্পানির স্বল্পতাও রয়েছে দেশটির।

গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, গত বছর চিপ রপ্তানির হিসাবে যুক্তরাষ্ট্রের ইনটেলকে ছাড়িয়ে যায় স্যামসাং। বিশ্বের আরেক বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজির পক্ষ থেকে বলা হয়, নিয়ন গ্যাসের দাম বাড়ছে। তবে তাদের কাছে আগামী কয়েক মাসের চিপ তৈরির মতো গ্যাস রয়েছে।

গ্যাসের মূল্য বৃদ্ধিতে সুফল ভোগ করবে চীন

মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, রাশিয়া অবন্ধুসুলভ দেশগুলোতে নিষ্ক্রিয় গ্যাস রপ্তানি সীমিত করার সুফল ভোগ করবে চীন। ২০১৫ সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পে ব্যাপক বিনিয়োগ করেছে চীন। এর মধ্যে রয়েছে শিল্পপণ্য থেকে নিষ্ক্রিয় গ্যাস আলাদা করার মতো যন্ত্রপাতিও। চীন এখন এই গ্যাসের রপ্তানিকারক। 

বাজার গবেষণা প্রতিষ্ঠান টেকচেটের জ্যেষ্ঠ প্রযুক্তি বিশ্লেষক জোনাস সানডকোভিস্ট বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে নিষ্ক্রিয় গ্যাসের জন্য সবাই এখন চীনের দিকে ছুটবে। চীন এখন তাদের গ্যাস চড়া দামেই বাজারে বিক্রি করে মুনাফা করবে।

সেমিকন্ডাক্টর   চীন   রাশিয়া  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

অতিরিক্ত তাপে বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

প্রকাশ: ০৩:০৮ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

অতিরিক্ত তাপের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ১৮ হাজার ৯৭০ জন শ্রমজীবী মানুষের মৃত্যু হচ্ছে। গতকাল সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রকাশিত এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

২০২০ সালের তথ্য-উপাত্তের ভিত্তিতে এই হিসাব তুলে ধরা হয়েছে। প্রতিবেদন বলা হয়, ২০০০ সালের তুলনায় ২০২০ সালে প্রায় ৩৫ শতাংশ বেশি কর্মী অতিরিক্ত তাপের কারণে ঝুঁকিতে পড়েছেন। তাপমাত্রা ও শ্রমশক্তি বাড়ার কারণে এ সংখ্যা বেড়েছে বলে ধারণা প্রকাশ করা হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সব অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি দেখা যাচ্ছে। ৩৪০ কোটি শ্রমশক্তির মধ্যে ২৪০ কোটি মানুষই কোনো না কোনোভাবে অতিরিক্ত তাপের সংস্পর্শে আসছেন। অর্থাৎ, বৈশ্বিক শ্রমশক্তির ৭০ শতাংশের বেশি মানুষ অতিরিক্ত তাপের সংস্পর্শে আসছেন। 

প্রতিবেদনে অতিরিক্ত তাপ, আলট্রাভায়োলেট রেডিয়েশন, চরম আবহাওয়া, কর্মক্ষেত্রে বায়ুদূষণ, পরজীবী-ব্যাকটেরিয়া-ভাইরাসবাহিত রোগ এবং অ্যাগ্রোকেমিক্যাল (কৃষি খাতে ব্যবহার করা রাসায়নিক)—এ ছয় ক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্যঝুঁকির তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, অতিরিক্ত তাপের পাশাপাশি বন্যা, খরার মতো চরম আবহাওয়ায় বাংলাদেশসহ কয়েকটি দেশে হতাশা, উদ্বেগ, সব বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা, পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) বা মানসিক আঘাতজনিত দুশ্চিন্তা ও মাদকাসক্তি বাড়ছে। দুর্যোগের মধ্যে জরুরি কাজে নিয়োজিত কর্মী, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিসের কর্মী, জেলে, কৃষি ও নির্মাণশ্রমিকদের মধ্যেও নাজুক মানসিক অবস্থা দেখা যাচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা যা আছে, তা যথেষ্ট নয়। অনেক দেশ তাপ থেকে সৃষ্ট রোগকে ‘পেশাগত রোগ’ বলে স্বীকৃতি দিয়েছে। ঝুঁকির ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থায় আছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবীরা। ঝুঁকি থাকলেও আর্থিক কারণে তাঁরা অতিরিক্ত গরমের মধ্যেও কাজ করেন।

প্রতিবেদন প্রসঙ্গে আইএলওর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ (ওএসএইচ) দলের প্রধান মানাল আজি বলেন, এটা এখন স্পষ্ট যে জলবায়ু পরিবর্তন কর্মীদের উল্লেখযোগ্য হারে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এই ঝুঁকিগুলোর বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় নীতি গ্রহণ ও কার্যকলাপবিষয়ক যা যা করা হয়, তার মধ্যে অবশ্যই পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে হবে।

আইএলও   আন্তর্জাতিক শ্রম সংস্থা  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

আজ রাতেই দেখা মিলবে গোলাপী চাঁদের

প্রকাশ: ০৩:০০ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদকে ‘পিঙ্ক মুন’ বা ‘গোলাপি চাঁদ’ নামে ডাকা হয়। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতের আকাশে এই চাঁদের দেখা মিলবে। এছাড়া আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই চাঁদ দেখা যাবে।
এপ্রিলের পূর্ণিমার চাঁদের আরও নাম রয়েছে। যেমন- ‘ফিশ মুন’ (মাছ চাঁদ), ‘গ্রাস মুন’ (ঘাস চাঁদ) ও ‘এগ মুন’ (ডিম চাঁদ)।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে পূর্ণ গোলাপি চাঁদের দেখা মিলবে। অন্যদিকে ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই গোলাপি চাঁদ পূর্ণরূপে দেখার সুযোগ পাওয়া যাবে আগামীকাল বুধবার।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝবরাবর অবস্থান করে, তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। তবে নাম গোলাপি হলেও এপ্রিলের এই পূর্ণ চাঁদের রং কিন্তু পুরোপুরি গোলাপি নয়। কোথাও কোথাও কমলা রঙেও চাঁদটি দেখা যেতে পারে। রাত বাড়ার একপর্যায়ে চাঁদটি উজ্জ্বল সাদা রং ধারণ করবে। এছাড়া ধোঁয়াসহ আবহাওয়াগত নানা কারণে এই চাঁদ চোখে গোলাপি রঙে দেখা দেবে না। সাধারণত সোনালি রঙেই তা দেখা যাবে।

বিশ্বজুড়ে পূর্ণিমার চাঁদের বিভিন্ন নাম রয়েছে। আর এসব নাম এসেছে বিভিন্ন ঋতু, ঐতিহাসিক ফসল, এমনকি কোনো প্রাণীর বিচিত্র আচরণ থেকে। গোলাপি চাঁদ নাম এসেছে আমেরিকা অঞ্চলে বসন্তের শুরুতে ফোটা একটি বুনো ফুল থেকে।


গোলাপী   চাঁদ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

লোকসভার প্রথম এমপি বিজেপির মুকেশ দালাল

প্রকাশ: ০১:৫৬ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। সাত দফার এই নির্বাচন শেষ হবে আগামী ১ জুন। ভোট গণনা ৪ জুন। 

এমপি হিসেবে নির্বাচিত হলেন দলের সুরাত কেন্দ্রের প্রার্থী মুকেশ কুমার চন্দ্রকান্ত দালাল। নির্বাচনী ময়দান থেকে তার প্রতিপক্ষরা সরে দাঁড়ানোয় ওয়াক ওভার পেয়েছেন ৬২ বছর বয়সী দালাল। সোমবারই তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জয়ের সনদও তুলে দেয়া হয়। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকেশের এই জয়ের পরই গুজরাট রাজ্যের বিজেপি সভাপতি সি.আর পাতিল তাকে অভিনন্দন জানিয়েছেন।

রবিবার এই কেন্দ্রে মুকেশের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়নপত্র বাতিল করে দেয় রিটার্নিং অফিসার সৌরভ পারধি। কারণ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিন প্রস্তাবকের কেউই নির্বাচনী কর্মকর্তার সামনে উপস্থিত ছিলেন না ফলে প্রার্থীর সমর্থনে মনোনয়নপত্রে স্বাক্ষরও করতে পারেননি। পরবর্তীতে সুরাত কেন্দ্রে নীলেশের পরিবর্তিত প্রার্থী হিসেবে সুরেশ পাডশালাকে মনোনয়ন দেয় কংগ্রেস। কিন্তু তার মনোনয়নপত্রও অবৈধ বলে গণ্য হয়। স্বাভাবিকভাবেই নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে বেরিয়ে যায় কংগ্রেস। 


লোকসভা   বিজেপি   মুকেশ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

গাজার এক গণকবরে মিলল ৩০০ লাশ

প্রকাশ: ১২:৪১ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস শহরের একটি হাসপাতালে গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২২ এপ্রিল) ফিলিস্তিনি বেসরকারি প্রতিরক্ষা বিভাগ এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

খান ইউনিসের বেসরকারি প্রতিরক্ষা বিভাগের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলেমান সোমবার সিএনএনকে বলেছেন, গত শনিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পেয়েছেন তারা। এই গণকবর থেকে সোমবার আরও ৭৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৮৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বেশ কয়েকটি লাশের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কারও গায়ে মাঠেই ফাঁসি দেওয়ার চিহ্ন রয়েছে। এ ছাড়া তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা আমরা জানি না। বেশিরভাগ লাশই পচে গেছে।

এর আগে খান ইউনিস বেসরকারি প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এবং এই অনুসন্ধান মিশনের প্রধান রায়েদ সাকার সিএনএনকে বলেছিলেন, গত ৭ এপ্রিল ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর তারা আরও ৪০০ নিখোঁজ মানুষের লাশের সন্ধান করছেন।

গত ৭ এপ্রিল দক্ষিণ গাজার এই শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েলি সামরিক বাহিনী। শহরে থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পরই এই গণকবরের সন্ধান পাওয়া যায়।


ফিলিস্তিন   লাশ   গণকবর   গাজা  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সবাই নিহত

প্রকাশ: ১২:৩৮ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

মালয়েশিয়ায় মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টার দুটির সব আরোহী নিহত হয়েছে। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর একটি অনুষ্ঠানের মহড়ায় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।

স্থানীয় মিডিয়ার খবরে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই এদের মধ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায়।

মালয়েলিয়ার লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ বেঁচে নেই।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, ওই দুটি হেলিকপ্টারে অন্তত ১০ জন ক্রু ছিলেন। তাদের সকলেই নিহত হয়েছেন।

হেলিকপ্টার দুটির মধ্যে এইচওএম এম৫০৩-৩ মডেলটিতে সাতজন ব্যক্তি ছিলেন। ধারণা করা হচ্ছে এটি বিধ্বস্ত হয়ে রানওয়েতে পড়েছে। এছাড়া ফেননেক এম৫০২-৬ মডেলের হেলিকপ্টারটিতে তিনজন ব্যক্তি ছিলেন। এটি বিধ্বস্ত হয়ে কাছাকাছি একটি সুইমিং পুলে পড়েছে।

দেশটির ফায়ার এন্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের খবর পায়।


মালয়েশিয়া   মাঝ   আকাশ   দুই হেলিকপ্টার   সংঘর্ষ   নিহত  


মন্তব্য করুন


বিজ্ঞাপন