ওয়ার্ল্ড ইনসাইড

আকাশছোঁয়া আবাসিক ভবন বানাচ্ছে আমিরাত

প্রকাশ: ১০:১৮ এএম, ২৪ নভেম্বর, ২০২২


Thumbnail

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে তৈরি হচ্ছে নতুন আরেকটি আকাশচুম্বী ভবন। আগে থেকেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার জন্য শহরটি বিখ্যাত। এবার সেখানে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন তৈরি করা হচ্ছে। ভবনটির নাম হবে ‘বিনঘাটি জ্যাকব অ্যান্ড কোম্পানি রেসিডেন্সেস’। তবে এটি ‘হাইপারটাওয়ার’ নামেও পরিচিতি পেয়েছে। ভবনটি তৈরিতে কাজ করছে দেশটির আবাসিক খাতের প্রতিষ্ঠান বিনঘাটি ও ঘড়িনির্মাতা জ্যাকব অ্যান্ড কোম্পানি।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনের নকশা উন্মুক্ত করা হয়। পরে তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, রেকর্ড গড়ার জন্যই তারা এই ভবন তৈরি করছে। এই ভবন হবে ১০০ তলা। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনটির অবস্থান যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের ফিফটি সেভেনথ স্ট্রিটে। এটি ৯৮ তলা।

ভবনটির নির্মাতারা বলছেন, তাঁদের তৈরি হাইপারটাওয়ারটি ম্যানহাটানের ৪৭২ মিটার উঁচু ভবনটিকে ছাড়িয়ে যাবে।

বিনঘাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ বিনঘাটি বলেন, ‘আবাসন খাতে অনন্য নকশা ও স্থাপত্যের নজির স্থাপন করে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিনঘাটি। গয়না ও ঘড়ির দুনিয়ায় একই কথা খাটে জ্যাকব অ্যান্ড কোম্পানির ক্ষেত্রেও। আমাদের উভয় ব্র্যান্ডই সীমানা ভেঙে তাদের লক্ষ্য অর্জন করার ইচ্ছা পোষণ করেছে।’

নকশা অনুযায়ী, নতুন এই সুউচ্চ আবাসিক ভবনের দৃষ্টিনন্দন দিক হবে এর ওপরে বসানো বিশেষ মুকুট। এতে হীরাসদৃশ চূড়া বসানো হবে।

বিলাসবহুল এ ভবনের বাসিন্দাদের জন্যও থাকছে নানা সুবিধা। নিজস্ব গাড়িসেবা, নিরাপত্তা প্রহরী, ব্যক্তিগত শেফের মতো নানা ব্যবস্থা। এ ছাড়া বিশেষ সুইমিংপুল, লাউঞ্জ, প্রাইভেট ক্লাবসহ নানা সুবিধা রাখার পরিকল্পনা করছেন এর নির্মাতারা।

দুবাইয়ের ব্যস্ত ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত বিজনেস বের কেন্দ্রস্থলে এই ভবনটি তৈরি করা হবে। ভবনটির সবচেয়ে ওপরের তলায় বিলাসবহুল ও স্বতন্ত্র পেন্ট হাউস তৈরি করা হবে। কবে নাগাদ এই ভবন উন্মুক্ত করা হবে, তার কোনো ঘোষণা দেয়নি এর উদ্যোক্তারা।


আবাসিক ভবন   আমিরাত  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প!

প্রকাশ: ১১:৪৮ এএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

গত শনিবারের পর আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। স্থানীয় সোমবার ভোর ৪টার দিকে দেশটিতে আবারও এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। এ নিয়ে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে ফিলিপাইনের মিন্দানাওতে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সবশেষ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

ইউএসজিএস জানিয়েছে, মিন্দানাও দ্বীপের হিনাতুয়ান পৌরসভা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল)।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা বলেছে, ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সুনামির কোনও আশঙ্কা নেই।

এর আগে রবিবার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রবিবার আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

জিএফজেড বলছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

এর আগে গত শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে মিন্দানাও ও এর আশপাশের এলাকাও।

ওই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। দেশটির সুরিগাও দেল সুর, দাভাও ওরিয়েন্টালের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সুনামি সতর্কতা বাতিল করে বাসিন্দাদের বাড়িঘরে ফেরার অনুমতি দেয় দেশটির ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস।

সূত্র: আরব নিউজ, এএফপি, রয়টার্স


ফিলিপাইন   ভূমিকম্প  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

লোহিত সাগরে মার্কিন রণতরীসহ বাণিজ্যিক জাহাজে আবারও হামলা

প্রকাশ: ১০:৩৫ এএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

আবারও লোহিত সাগরে মার্কিন রণতরীসহ একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) লোহিত সাগরে এসব জাহাজে হামলা হয়। এ হামলা কোথা থেকে করা হয়েছে তা তারা এখনও নিশ্চিত হতে পারেনি। হামাস ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের জাহাজে এসব ধারাবাহিক হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, আমরা মার্কিন রণতরী ইউএসএস কার্নিসহ বাণিজ্যিক জাহাজে হামলার ব্যাপারে আমরা সজাগ রয়েছি। জাহাজটি আমাদের পরিসেবায় আসলে আরও তথ্য জানানো হবে।

এর আগে রোববার সকালে ব্রিটিশ সেনাবাহিনী লোহিত সাগরে ড্রোন হামলা ও বিস্ফোরণ সন্দেহের খবর জানিয়েছিল।

পেন্টাগন জানিয়েছে, এ হামলা কোথা থেকে করা হয়েছে তা তারা নিশ্চিত হতে পারেনি। তবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। বিগত কিছুদিন ধরেই তারা জাহাজকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

এর আগে গত ১৯ নভেম্বর লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ জব্দ করার দাবি করেছিল ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথির মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেছিলেন।

হুথির মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ইসরায়েলি জাহাজটিকে লোহিত সাগর থেকে জব্দ করা হয়েছে। এরপর ক্রুদেরসহ জাহাজটিকে উপকূলে সরিয়ে আনা হয়েছে। আমরা ক্রুদের সঙ্গে ইসলামী নিয়মনীতি মেনে আচরণ করছি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে হুথিদের এই ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এটিকে তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলেও আখ্যা দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জব্দ করা জাহাজটির একটি ব্রিটিশ কোম্পানির। এটি একটি জাপানি কোম্পানির অধীনে পরিচালিত হয়ে আসছে। জাহাজটির মালিকানা ইসরায়েলের নয়।

আইডিএফ জানিয়েছে, জব্দ করা জাহাজটির নাম গ্যালাক্সি লিডার। এটি আন্তর্জাতিক বেসামরিক ক্রুদের নিয়ে তুরস্ক থেকে ভারত যাচ্ছিল। জাহাজটিতে কোনো ইসরায়েলি নেই।

হুথির মুখপাত্র জানান, গাজা এবং পশ্চিম তীরে আমাদের ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে আগ্রাসন এবং নৃশংস অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা সামরিক অভিযান অব্যাহত রাখব।

এর আগে ইসরায়েলের জাহাজ দেখলেই হামলার হুমকি দিয়েছিল ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী। তারা জানিয়েছিল, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলা করা হবে।


মার্কিন রণতরী   যুদ্ধজাহাজ   জাহাজ   হামলা   লোহিত সাগর  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

তানজানিয়ায় ভারী বর্ষণের জেরে বন্যা ও ভূমিধস, নিহত অন্তত ৪৭

প্রকাশ: ০৯:০৭ এএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের মতে এই ঘটনায় আহত হয়েছেন ৮০ জন। দেশটির হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাতের জেরে এই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবেলায় এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য তানজানিয়ায় জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য তানজানিয়ায় জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন প্রেসিডেন্ট সামিয়া হাসান। প্রতিকূল আবহাওয়ায় ওই অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি জানিয়েছে, বন্যাকে তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক বিপদ বলা হয়ে থাকে। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকেন। মূলত পূর্ব আফ্রিকার দেশগুলো ২০২৩ সালে বন্যা এবং ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত মাসে তানজানিয়ায়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। পূর্ব আফ্রিকার এই দেশের কিছু অংশের ফসলও ভেসে গেছে এবং মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব পড়েছে।

এদিকে চলতি মাসে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে তানজানিয়ার আবহাওয়া সংস্থা।


আফ্রিকা   বন্যার খবর   ভূমিধস   নিহত   বিশ্ব সংবাদ  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

৩ শহরে ভোট পাহারা দিয়ে রাখতে বললেন ট্রাম্প

প্রকাশ: ০৮:৪৩ এএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের তিনটি শহরে ভোট পাহারা দিয়ে রাখতে বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিকের ঘাঁটিবলে পরিচিত ফিলাডেলফিয়াসহ তিনটি শহরে ভোট পাহারা দেয়ার জন্য আহ্বান জানান

গত নির্বাচনে ব্যাপক জালিয়াতিহয়েছে উল্লেখ করে স্থানীয় সময় শনিবার (২ ডিসেম্বর) ডোনাল্ড ট্রাম্প এই আহ্বান জানান। এদিন আইওয়াতে দুটি ইভেন্টে তিনি বক্তৃতা করেন।

ফলাফল নির্ধারণের জন্য কেন্দ্রে কেন্দ্রে ভোট যাচাই করা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোট পাহারা দেওয়া। এ জন্য আপনাদের ডেট্রয়েটে যাওয়া উচিত, ফিলাডেলফিয়ায় যাওয়া উচিত, আটলান্টায় যাওয়া উচিত।

তবে ট্রাম্প এসব ভোট-যুদ্ধক্ষেত্রেভোট পাহারা দিতে কাকে যেতে বলছেন তা স্পষ্ট নয়। তার একজন প্রচারাভিযানের একজন সহযোগী বলেছেন, নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে কাজ করা ভোট-পর্যবেক্ষক এবং স্বেচ্ছাসেবকদের উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন ট্রাম্প। 

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি হেরে গেলে ফলাফল পাল্টে দিতে বিভিন্ন বেআইনি উদ্যোগ নেন। যদিও তার সেই উদ্যোগ সফল হয়নি। তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দায়িত্ব গ্রহণ করেন।

তারপর ট্রাম্পের এমন বেআইনি পদক্ষেপকে ফৌজদারি অপরাধ আখ্যা দিয়ে মামলা করা হয়। সেই মামলায় প্রেসিডেন্ট হিসেবে অনাক্রম্যতা চেয়ে আদালতে আবেদন করেছিলেন ট্রাম্প। তবে আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন।


ডোনাল্ড ট্রাম্প   প্রেসিডেন্ট নির্বাচন  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রের কুইন্সে ছুরি হামলায় শিশুসহ ৪ জন নিহত

প্রকাশ: ০৮:৩০ এএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স শহরে ছুরিকাঘাতে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে পুলিশ ওই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। রোববার (৪ ডিসেম্বর) সকালের দিকে পুলিশ ফোনকল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে আগুনে জ্বলতে থাকা একটি বাড়িতে ভুক্তভোগীদের খুঁজে পায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারী পুলিশের ওপরও ছুরিকাঘাত করে, পরে তাকে গুলি করা হয়। এছাড়া সন্দেহভাজন এই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

জ্যামাইকা হাসপাতালে এক ব্রিফিংয়ে পুলিশ জানায়, তারা ৯১১ নম্বরে কল পেয়েছিলেন। তাতে এক তরুণী জানায়, তার কাজিন তাদের পরিবারের সদস্যদের হত্যা করছে। এই ফোন পাওয়ার পর দুই পুলিশ কর্মকর্তাকে বিচ ২২ স্ট্রিটের ঠিকানায় পাঠানো হয়। সেখানে গিয়ে তারা দেখেন এক ব্যক্তি লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছেন।

পরে ওই দুই পুলিশ কর্মকর্তা হেঁটে যাওয়া ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করতেই সে ছুরি বের করে এক কর্মকর্তার ঘাড় ও বুকে আঘাত করেন এবং আরেক কর্মকর্তার মাথায় আঘাত করেন। এরপর আরও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির সামনে ১১ বছরের একটি মেয়েকে আহত অবস্থায় দেখতে পায়। তবে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

এ ঘটনার পর নিউ ইয়র্কের দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভেতরে আরও তিনটি মৃতদেহ পায়। এদের মধ্যে ১২ বছর বয়সের একটি ছেলে, ৪৪ বছর বয়সী এক নারী এবং ৩০ বছর বয়সী এক পুরুষ রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রান্নাঘরে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার হয়েছে।

সূত্র: রয়টার্স


মার্কিন যুক্তরাষ্ট্র   নিউইয়র্ক   কুইন্স  


মন্তব্য করুন


বিজ্ঞাপন