ইউক্রেনে মানবতা বিরোধী অপরাধ করার অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকেই দেশটিতে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগ ওঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শিশুদের জোরপূর্বক ইউক্রেন থেকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেভনা লোভা-বেলোভার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
পুতিন আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ আদালত
মন্তব্য করুন
যুদ্ধ-বিগ্রহ ও বৈশ্বিক অস্থিরতাসহ
নানান কারণে বর্তমানে কঠিন সমস্যা মোকাবিলা করছে বিশ্ব অর্থনীতি— আর এমন সময়ে
এখন সবার নজর এক দিকে, সেটি
হলো যুক্তরাষ্ট্রে।
গত ১৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের দু’টি ব্যাংক বন্ধ হয়ে গেছে। আর এ কারণে অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বৃদ্ধির পরই যুক্তরাষ্ট্রের দু’টি বন্ধ হয়ে গেছে। সুদহার বৃদ্ধির ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় রয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম। আর এ সুদহার বৃদ্ধির বিষয়টি পুরো বিশ্বকে ধাক্কা দিয়েছে, বাড়িয়ে দিয়েছে অর্থনৈতিক মন্দার শঙ্কা।
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ব্যয়ের লাগাম টানতে গত বছর থেকে সুদহার বৃদ্ধি করে যাচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। মার্কিন ব্যাংকিং খাতের এ নিয়ন্ত্রক ব্যাংক জানিয়েছে, সুদহার বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। আজ বুধবার (২২ মার্চ) এ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাবে ফেডারেল রিজার্ভ।
তবে প্রশ্ন হলো, যখন অর্থনীতির ঝুঁকি বেড়েই চলছে, তখন ফেডারেল রিজার্ভ কী এটি অব্যাহত রাখতে পারবে?
মাত্র দুই সপ্তাহ আগে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল জানান, ব্যাংককে হয়ত সুদহার বৃদ্ধি করেই যেতে হবে। এমনকি সুদহার যে পরিমাণ ও যে সময়ের মধ্যে বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছিল, সেটি তারও কম সময়ের মধ্যে হবে। কারণ হিসেবে তিনি বলেছিলেন, মুল্য নিয়ন্ত্রণ রাখার কার্যক্রম থমকে যাচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত ১২ মাসে দ্রব্যপণ্যের মূল্য ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে— যা স্বাভাবিক ২ শতাংশ বৃদ্ধির চেয়ে অনেক বেশি।
তবে বিনিয়োগকারীদের ধারণা, ব্যাংকিং খাতে যে অস্থিরতা চলছে সেটির মধ্যে বর্তমান অর্থনৈতিক বাজারকে উপেক্ষা করে ফেডারেল রিজার্ভ বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না।
কয়েকজন বিশ্লেষক মনে করছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আজ সুদহার নতুন করে ০ দশমিক ২৫ পয়েন্ট বৃদ্ধি করতে পারে। আবার এক পয়েন্টও না বাড়াতে পারে।
তবে সিদ্ধান্ত যাই হোক, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল তার সমালোচকদের সন্তুষ্টি করতে পারবেন, এমন সম্ভাবনা কম।
অক্সফোর্ড ইকোনোমেকিসের প্রধান অর্থনীতিবিদ রায়ান সুইট বলেছেন, ‘গত কয়েক বছরের মধ্যে ফেডারেল রিজার্ভের জন্য এটি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হতে যাচ্ছে।’ রায়ান সুইটের ধারণা, সুদহার ০ দশমিক ২৫ শতাংশ বাড়ানো হতে পারে।
তিনি আরও বলেছেন, ‘পাওয়েলকে অর্থনীতি নিয়ে দুই হাতে খেলতে হবে। বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে হবে তিনি এক হাতে সুদহার বৃদ্ধি করে মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করতে পারবেন। অপরদিকে অন্য হাত ব্যবহার করে অর্থনৈতিক ব্যবস্থার চাপ মোকাবিলা করতে পারবেন।’
‘তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি হতে যাচ্ছে, যেটি হলো যোগাযোগ। আর এক্ষেত্রে ফেডারেল রিজার্ভের পূর্ব ইতিহাস ভালো নয়।’ বলেছেন রায়ান সুইট।
মন্তব্য করুন
জলবায়ু সঙ্কটের তীব্রতার কথা করে উল্লেখ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কঠোর এবং জরুরি পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘভিত্তিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে আন্তঃসরকারি প্যানেল বা আইপিসিসি। সোমবার (২১ মার্চ), তাদের ষষ্ঠ মূল্যায়ন রিপোর্টের চূড়ান্ত কিস্তি প্রকাশ করেছে জাতিসংঘভিত্তিক এই সংগঠনটি। রিপোর্টে বলা হয়েছে, কঠোর ব্যবস্থা নিলে, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিকে ১.৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে আটকে রাখা যেতে পারে।
বিজ্ঞানীদের মতে, আইপিসিসির এই রিপোর্টে জলবায়ু পরিবর্তনের সর্বশেষ অবস্থার আপডেট রয়েছে। শুধু তাই নয়, গোটা বিশ্বের সরকারগুলিকে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ করতে সাহায্য করবে এই রিপোর্টটি। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বা ইউএনএফসিসিসি-র অধীনে ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুসারে, বিশ্বের ১৯০টিরও বেশি দেশ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি বছরে ২ ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখার অঙ্গীকার নিয়েছিল। পরবর্তী সময়ে লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে, বিশ্ব-উষ্ণায়ন ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০৩০ সালের মধ্যে এক বছরে পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রির বেশি বাড়তে পারে। এর ৫০-৫০ সম্ভাবনা রয়েছে। আইপিসিসির চেয়ারম্যান হোয়েসুং লি বলেছেন, “প্রতি ডিগ্রি উষ্ণায়ন বৃদ্ধির ফলে দ্রুত বিপদ বাড়ছে। আরও তীব্র তাপপ্রবাহ, ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য চরম আবহাওয়া অবস্থা মানব স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের জন্য ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলবায়ু-নির্ভর খাদ্য এবং জলের ঘাটতি আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। জলবায়ু বিষয়ে কার্যকর এবং ন্যায়সঙ্গত পদক্ষেপকে মূলধারায় আনতে পারলে, শুধুমাত্র প্রকৃতি এবং মানব সম্পদের ক্ষতিই কমে না, অন্যান্য সুবিধাও পাওয়া যাবে।”
জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক প্ল্যাটফর্ম, কনসালটেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ বা সিজিআইএআর-এর ডিরেক্টর ডা. অদিতি মুখোপাধ্য়ায় বলেছেন, অনেক দেশেই কার্বন নির্গমনের পরিমাণ অনেক কম। তাই ঐতিহাসিকভাবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার বিষয়ে তাঁরা মনে করতে পারে তাঁদের দায়িত্বও অনেক কম। কিন্তু, জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে এমন দেশেই সবথেকে বেশি পড়েছে। তাই, খুব বেশি কার্বন নির্গমন করিনি বলে আমাদের খুব বেশি পদক্ষেপ নিতে হবে না, এটা বলা যাবে না।
এই রিপোর্টে প্রতিটি দেশকে জাতীয় প্রেক্ষাপট ও পরিস্থিতি অনুযায়ী জরুরি ভিত্তিতে কী কী ব্যবস্থা নিতে হবে, তা বলা হয়েছে। খাদ্য, জল, ক্ষুদ্র কৃষকদের কীভাবে রক্ষা করা যাবে এবং তার জন্য কী কী পদক্ষেপ করা যেতে পারে, রিপোর্টে সেই দিকে মনোযোগ দেওয়া হয়েছে। তাই এই রিপোর্টটি সবার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলেই মনে করছেন ডা. অদিতি মুখোপাধ্য়ায়।
প্রতিবেদনে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লগ্নি ৩ থেকে ৬ গুণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে করা পদক্ষেপগুলিকে একত্রিত করে কার্বন নির্গমন কমাতে বৃহত্তর সুবিধা প্রদানকারী পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন।
জলবায়ু বিপর্যয় আর্কটিক বৈশ্বিক উষ্ণতা
মন্তব্য করুন
চীনের
শান্তি পরিকল্পনা প্রস্তাব ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এটাও বলেন, ‘যখন পশ্চিম ও কিয়েভ প্রস্তুত
থাকবে, তখনই এটি সম্ভব।’
মঙ্গলবার (২১ মার্চ) দ্বিতীয় দফায় মস্কোতে বৈঠক করেন দুই শীর্ষ নেতা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং দেশ দুটির সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা হয় এতে। তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে শান্তি পরিকল্পনার প্রস্তাব গুরুত্ব পেয়েছে।
গত মাসে প্রকাশ্যে আসা চীনের ওই শান্তি পরিকল্পনা প্রস্তাবে স্পষ্টভাবে রাশিয়াকে ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়নি। ১২-দফার এই শান্তি পরিকল্পনা প্রস্তাবে শান্তি আলোচনা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার আহ্বান জানানো হয়।
কিন্তু ইউক্রেন যেকোনো আলোচনার শর্ত হিসেবে রাশিয়াকে তার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করার ওপর জোর দিচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার বলেন, রাশিয়ার সেনা প্রত্যাহার করার আগে যুদ্ধবিরতির আহ্বান ‘কার্যকরভাবে রাশিয়ার বিজয়ের অনুমোদন দেওয়াকে সমর্থন করবে।’
শির সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘চীনের শান্তি পরিকল্পনার প্রস্তাব ইউক্রেনের সংঘাত নিষ্পত্তির ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে, যখনই পশ্চিম ও কিয়েভ এর জন্য প্রস্তুত হবে।’
তবে রাশিয়া এখনো অপর পক্ষ থেকে এমন ‘প্রস্তুতি’ দেখতে পায়নি।
রুশ নেতার পাশে দাঁড়িয়ে শি বলেন তার সরকার শান্তি ও সংলাপের পক্ষে। তিনি আবারও দাবি করেন ইউক্রেনের সংঘাতের বিষয়ে চীনের একটি ‘নিরপেক্ষ অবস্থান’ রয়েছে।
দুই শীর্ষ নেতা দেশ দুটির মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং রাজনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। তিন দিনের সফরে মস্কোতে অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরপরই ক্রেমলিন সফরে গেছেন শি জিনপিং। ওয়াশিংটন শি জিনপিংয়ের এই সফরের নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে তারা বলছে, বেইজিং মস্কোকে আরও অপরাধ করার জন্য ‘বিশেষ সুরক্ষা’ প্রদান করছে।
মন্তব্য করুন
পাকিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৯ জন নিহত ও আরও অন্তত তিন শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শক্তিশালী এই ভূমিকম্পে পাকিস্তানের পাশাপাশি কাপলো আফগানিস্তান ও ভারত।
মঙ্গলবার (২১ মার্চ) এ ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি)।
কম্পন অনুভূত হয়েছে ইসলামাবাদ, লাহার, রাওয়ালপিন্ডি, কুয়েত্তা, পেশওয়ারসহ আরও বেশ কয়েকটি প্রদেশে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের শহর জুরম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিকে, পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের নিকটবর্তী এলাকায়।
সন্ধ্যার দিকে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ৩০ সেকেন্ড। ভূমিকম্পের আঘাতের পর আবারও আফটারশক হয়। আফটারশকে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।
খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ছাদ, প্রাচীর ও বাড়ি ধসের ঘটনায় ২ জন মারা গেছে সেখানে এবং ছয়জন আহত হয়েছেন। প্রদেশে আটটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া আরও অন্যান্য প্রদেশে হতাহতের ঘটনা ঘটেছে। ধসে পড়েছে ঘরবাড়িসহ নানা স্থাপনা।
ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রতিষ্ঠানকে যে কোনো জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ভারতের নয়াদিল্লি ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলেও অনুভূত হয় এ ভূ-কম্পন।
আফগানিস্তানে ভূমিকম্পের ফলে মঙ্গলবার রাতে কম্পন অনুভূত হয় উত্তর ভারতের বিভিন্ন জায়গাতেও। রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকাসহ জম্মু-কাশ্মির, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়। দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন স্থায়ী হয়েছিল ৪০-৫০ সেকেন্ড। প্রসঙ্গত, গত বছর ৬.১ মাত্রার এক ভূমিকম্পে আফগানিস্তানে এক হাজারের বেশি লোক নিহত হয়েছিল।
মন্তব্য করুন
মন্তব্য করুন
জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক প্ল্যাটফর্ম, কনসালটেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ বা সিজিআইএআর-এর ডিরেক্টর ডা. অদিতি মুখোপাধ্য়ায় বলেছেন, অনেক দেশেই কার্বন নির্গমনের পরিমাণ অনেক কম। তাই ঐতিহাসিকভাবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার বিষয়ে তাঁরা মনে করতে পারে তাঁদের দায়িত্বও অনেক কম। কিন্তু, জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে এমন দেশেই সবথেকে বেশি পড়েছে। তাই, খুব বেশি কার্বন নির্গমন করিনি বলে আমাদের খুব বেশি পদক্ষেপ নিতে হবে না, এটা বলা যাবে না।
গত মাসে প্রকাশ্যে আসা চীনের ওই শান্তি পরিকল্পনা প্রস্তাবে স্পষ্টভাবে রাশিয়াকে ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়নি। ১২-দফার এই শান্তি পরিকল্পনা প্রস্তাবে শান্তি আলোচনা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার আহ্বান জানানো হয়। কিন্তু ইউক্রেন যেকোনো আলোচনার শর্ত হিসেবে রাশিয়াকে তার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করার ওপর জোর দিচ্ছে।
আফগানিস্তানে ভূমিকম্পের ফলে মঙ্গলবার রাতে কম্পন অনুভূত হয় উত্তর ভারতের বিভিন্ন জায়গাতেও। রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকাসহ জম্মু-কাশ্মির, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়। দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন স্থায়ী হয়েছিল ৪০-৫০ সেকেন্ড। প্রসঙ্গত, গত বছর ৬.১ মাত্রার এক ভূমিকম্পে আফগানিস্তানে এক হাজারের বেশি লোক নিহত হয়েছিল।