পশ্চিমা বিশ্বে দুই দিনের সাপ্তাহিক ছুটি শুরু হচ্ছে আজ থেকে। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই ৪৮ ঘণ্টার মধ্যে সুইজারল্যান্ডের বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইসকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ টিকে থাকতে বড় কিছু করতে হবে, তা না হলে ভেঙেও পড়তে পারে তারা।
পশ্চিমা ব্যাংক খাতে অস্থিরতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের তিন দিনের ব্যবধানে দুটি ব্যাংক বন্ধ হওয়ার পর গত সপ্তাহে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইস তারল্য বাড়াতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নেয়। সেই রেশ কাটতে না কাটতে এবার জানা গেল, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট সুইসকে ইউবিএস এজির সঙ্গে একীভূত হতে পরামর্শ দিয়েছে। খবর রয়টার্সের।
এদিকে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পাওয়ার খবরে ক্রেডিট সুইসের শেয়ারদর বাড়লেও শুক্রবার আবার কমেছে। সামগ্রিকভাবে ব্যাংকের শেয়ারদর পতন অব্যাহত আছে।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট সুইস ও ইউবিএসকে একীভূত হওয়ার পরামর্শ দিলেও তারা এ ব্যাপারে নিমরাজি। আবার কেন্দ্রীয় ব্যাংকের হাতে এমন ক্ষমতা নেই, যাতে তারা ব্যাংক দুটিকে একীভূত হতে বাধ্য করতে পারে। ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ এ সপ্তাহে পৃথক বৈঠক করবে বলেও জানা গেছে।
ক্রেডিট সুইসের প্রধান আর্থিক কর্মকর্তা দীক্ষিত যোশী এ সপ্তাহে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করে ব্যাংকের কৌশলগত অবস্থান ঠিক করবেন।
রয়টার্স জানিয়েছে, এই পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশের অন্তত চারটি ব্যাংক ক্রেডিট সুইসের সঙ্গে লেনদেনের বিষয়ে সীমাবদ্ধতা জারি করেছে, যেমন সোসিয়েত জেনারেল এসএ ও ডয়েচে ব্যাংক।
এদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের বেশ কয়েকজন সাংসদ এসভিবির পতনে পেছনে বৃহৎ বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের হাত আছে কি না, তা খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা ও বিচার বিভাগকে অনুরোধ জানিয়েছেন।
তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক বন্ধের পর যে আশঙ্কা ছড়িয়েছিল, তা আরও ঘনীভূত হয় বুধবার সুইজারল্যান্ডের ব্যাংক ক্রেডিট সুইসের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার খবরে। বৃহস্পতিবার জানা গেল, আর্থিক সংকটে আছে আমেরিকারই ফার্স্ট রিপাবলিক ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থার কড়া নজরদারিতে ছিল তারা। তবে সান ফ্রান্সিসকোভিত্তিক এ ব্যাংকের পতন ঠেকাতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক। জে পি মরগ্যান ও সিটি গ্রুপের নেতৃত্বে ১১টি ব্যাংক ফার্স্ট রিপাবলিককে ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার আমানত দিচ্ছে।
সংশ্লিষ্ট মহলের মতে, উচ্চ নীতি সুদের জমানায় ব্যাংকিং শিল্পের একাংশ আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে, তা স্পষ্ট। ফলে অনেক বিশ্লেষক যা–ই বলুন না কেন, এই পরিস্থিতি ২০০৮ সালের আর্থিক মন্দার স্মৃতি ফিরিয়ে আনছে, যখন বিশ্বজুড়ে একের পর এক ব্যাংক দেউলিয়া হয়েছিল।
শেয়ারের দরপতন চলছে
এদিকে বৃহস্পতিবার ক্রেডিট সুইসের শেয়ারদর বাড়লেও শুক্রবার আবারও তাদের শেয়ারদর পড়েছে ৮ শতাংশ। ১৩ থেকে ১৫ মার্চ ব্যাংকটি থেকে ৪৫ কোটি ডলার আমানত তুলে নিয়েছেন আমানতকারীরা।
একই সঙ্গে শুক্রবার যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোর রক্তক্ষরণ অব্যাহত ছিল। সেদিন তাদের এসঅ্যান্ডপি ব্যাংক ইনডেক্সের পতন হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। গত দুই সপ্তাহে এই সূচকের পতন হয়েছে ২১ দশমিক ৫ শতাংশ। ২০২০ সালের মার্চ মাসে করোনাভাইরাসজনিত লকডাউনের পর তাদের শেয়ারদর আর কখনো এতটা পড়েনি।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ১১টি ব্যাংকের কাছ থেকে কলমানি পাওয়া ফার্স্ট রিপাবলিক ব্যাংকের। শুক্রবার তাদের শেয়ারদর কমেছে ৩২ দশমিক ৮ শতাংশ। এতে গত ১০ অধিবেশনে তাদের শেয়ারদর কমেছে ৮০ শতাংশের বেশি।
কেন বন্ধ হলো দুটি ব্যাংক
গত বছরের শুরুতেই ফেডের নীতি সুদহার ছিল শূন্যের কাছাকাছি। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় গত এক বছরে ফেড আটবার নীতি সুদহার বাড়িয়েছে। এতে বাণিজ্যিক ঋণ ও বন্ডের সুদহার বেড়েছে। ঋণ ও বন্ডের সুদহার বৃদ্ধির সম্মিলিত ফলাফল হচ্ছে, বিনিয়োগকারীদের ঝুঁকি এড়িয়ে নিরাপদ জায়গায় বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাওয়া। অর্থাৎ বিনিয়োগকারীরা ভাবছেন, ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক প্রকল্পে বিনিয়োগ না করে বরং বন্ডে বিনিয়োগ করাই ভালো, আরামে সুদ খাওয়া যাবে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সিলিকন ভ্যালির স্টার্টআপ কোম্পানিগুলো। স্টার্টআপগুলো সিলিকন ভ্যালি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে রাখা আমানত ভাঙতে শুরু করেছে। ফলে সিলিকন ভ্যালি ব্যাংকের আমানতে টান পড়েছে। এ বাস্তবতায় এসভিবি গত বুধবার ২১ বিলিয়ন বা ২ হাজার ১০০ কোটি ডলারের বন্ড বিক্রি করে, যার সিংহভাগই ছিল ট্রেজারি বন্ড। এর সুদহার ছিল ১ দশমিক ৯, অথচ ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার প্রায় ৩ দশমিক ৯। এ কারণে বন্ড বিক্রি মুখ থুবড়ে পড়ে। এতে তাদের ক্ষতি হয় ১৮০ কোটি ডলার।
এরপর সেই ক্ষতি পোষাতে ৯ মার্চ এসভিবি ২২৫ কোটি ডলার সমমূল্যের ইকুইটি বিক্রির ঘোষণা দেয়। বলা যায়, এটা ছিল কফিনে শেষ পেরেক ঠোকার মতো। তখন হুড়মুড়িয়ে আমানত তুলে নিতে শুরু করেন আমানতকারীরা। পতন ঘটে ৪০ বছরের পুরোনো এই ব্যাংকের। তার জেরে তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যায় সিগনেচার ব্যাংক।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
রাজকীয় আয়োজন ও ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার (১ জুন) বিয়ে করেছেন জর্ডানের ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ। সৌদি আরবের স্থপতি রাজওয়া আল সেইফকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ।
তাদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন বিশ্বের অন্যান্য দেশের রাজপরিবারের সদস্যরা। রাজকীয় এ বিয়েটি হয় রাজধানী আম্মানের মধ্য শতকের জাহরান প্রাসাদে। ঐতিহ্যগতভাবে বেশ গুরুত্বপূর্ণ এ প্রাসাদেই বিয়ে হয়েছিল জর্ডানের বর্তমান রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এবং রানি রানিয়ার। এছাড়া রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বাবা সাবেক রাজা হোসেন বিন তালালের বিয়েও এই একই প্রাসাদে হয়েছিল।
নব দম্পতি হোসেন বিন আব্দুল্লাহ এবং রাজওয়া আল সেইফ দু’জনের বয়সই বর্তমানে ২৮ বছর। তাদের এ বিয়েতে মোট ১৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। যার মধ্যে রয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
এছাড়া নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার রানি ম্যাক্সিমা, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং ক্রাউন প্রিন্সেস এলিজাবেথ, ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডরিক এবং ক্রাউন প্রিন্সেস ম্যারি এতে যোগ দিয়েছিলেন।
যুবরাজের বিয়ে নিয়ে জর্ডানের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন দম্পতিকে কাছ থেকে এক নজর দেখতে অনেক মানুষ প্রাসাদের বাইরে ভীড় করেন।
মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের দায়িত্বে রয়েছে রাজপরিবার। বর্তমান রাজা আব্দুল্লাহ দুইয়ের শাসন অবসান হলে আল-আকসার দায়িত্ব পাবেন ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ।
এদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় জর্ডানের অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে কিছুট অর্থনৈতিক সমস্যা দেখা গেছে।
সূত্র: দ্য নিউ আরব, দ্য গার্ডিয়ান, আল জাজিরা
রাজকীয় আয়োজন বিয়ে জর্ডান ক্রাউন প্রিন্স
মন্তব্য করুন
বিয়ের আসর। বসে আছেন বর ও কনে, শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতাও। হঠাৎই বেজে উঠল বরের মোবাইল ফোন। সেই ফোন পেয়েই বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গেলেন বর। তার অভিযোগ, ফোনটি করেছেন কনের প্রাক্তন প্রেমিক। তাকে বিয়ে না করার জন্য হুমকি দিয়েছেন। এরপর কনের পরিবারের অনুরোধেও কাজ হয়নি। বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান তরুণ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কনের বাড়ি সিদ্ধার্থনগরে। সম্প্রতি ওই তরুণের সঙ্গে তার বিয়ে স্থির হয়। নির্ধারিত দিনে বিয়ে করতে আসেন বর। বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়। মালাবদল হয়। এরপরই বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান বর। তিনি অভিযোগ করেন, তার মোবাইলে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। ফোনে তাকে বলা হয়, ‘আপনি যাকে বিয়ে করছেন, সে আমার। বিশ্বাস করতে না চাইলে কিছু ছবি এবং ভিডিও, পাঠালাম, দেখুন।’
এরপরই তরুণের মোবাইলে কিছু ছবি এবং ভিডিও পাঠানো হয়।
তারপর বিয়ের বাকি অনুষ্ঠান শেষ না করে বেরিয়ে যান বর। বিয়ের আসর থেকে কেউ একজন থানায় ফোন করেন। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। কনের পরিবার, গ্রামের প্রধানের সঙ্গে মিলে পুলিশ বরকে বোঝানোর চেষ্টা করে, বারবার অনুরোধ করে, যাতে বিয়েটা তিনি না ভাঙেন। যদিও লাভ হয়নি। বিয়ের আসর থেকে বরযাত্রীদের নিয়ে বেরিয়ে যান ওই তরুণ। যিনি বিয়ে ভাঙিয়েছেন, তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন কনের বাবা। ইতোমধ্যে সেই ‘প্রেমিক’ যিনি বরের মোবাইলে ছবি এবং ভিডিও পাঠিয়েছিলেন, তাকে আটক করেছে পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের পর অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: ওড়িশা টিভি
মন্তব্য করুন
একজন নারী তার এক বছরের শিশুকে ভুল করে গাড়ির ভিতরে ফেলে রেখে অফিসে চলে গিয়েছিলেন। সেটি ছিল সকাল আটটার ঘটনা। বিকেল পাঁচটায় অফিস শেষ হয় তার। দীর্ঘ এই ৯ ঘণ্টা তার মনেই পড়েনি সন্তানের কথা। কাজ শেষে গাড়ির দরজা খুলতেই ধাক্কা খান ওই নারী। কারণ, এই সময়ে ওই শিশুটি তখনও ওই গাড়ির পিছনের সিটেই শুয়েছিল। কিন্তু ততক্ষণে তার দেহ নিথর হয়ে গেছে। এ ঘটনায় শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওই দেশের ওয়াশিংটনের পুয়ালাপে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অসহ্য গরমে বদ্ধ গাড়ির ভিতরের তাপমাত্রা প্রায় ১১০ ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে ফেলেছিল। ৯ ঘণ্টা ধরে ওই বদ্ধ গাড়ির গরমে থেকেই মৃত্যু হয়েছে শিশুটির।
পুলিশ আরও জানায় জানায়, শিশুটিকে ভুলে গাড়িতে রেখেই কর্মক্ষেত্রে চলে যান ওই নারী। তবে তিনি তার জন্মদাত্রী মা নন। শিশুটির পালক-মা তিনি। পুয়ালাপের গুড সামারিটান হাসপাতালে ওই নারী একজন অস্থায়ী কর্মী। শিশুটিকে সঙ্গে নিয়ে হাসপাতালেই কাজ করতে এসেছিলেন তিনি। কিন্তু ভুলে সন্তানকে গাড়িতে ফেলে রেখেই কাজে চলে যান।
ফিরে এসে শিশুটিকে ওই অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যান ওই নারী। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
সূত্র: সিএনএন
মন্তব্য করুন
বিয়ের আসর। বসে আছেন বর ও কনে, শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতাও। হঠাৎই বেজে উঠল বরের মোবাইল ফোন। সেই ফোন পেয়েই বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গেলেন বর। তার অভিযোগ, ফোনটি করেছেন কনের প্রাক্তন প্রেমিক। তাকে বিয়ে না করার জন্য হুমকি দিয়েছেন। এরপর কনের পরিবারের অনুরোধেও কাজ হয়নি। বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান তরুণ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের।
একজন নারী তার এক বছরের শিশুকে ভুল করে গাড়ির ভিতরে ফেলে রেখে অফিসে চলে গিয়েছিলেন। সেটি ছিল সকাল আটটার ঘটনা। বিকেল পাঁচটায় অফিস শেষ হয় তার। দীর্ঘ এই ৯ ঘণ্টা তার মনেই পড়েনি সন্তানের কথা। কাজ শেষে গাড়ির দরজা খুলতেই ধাক্কা খান ওই নারী। কারণ, এই সময়ে ওই শিশুটি তখনও ওই গাড়ির পিছনের সিটেই শুয়েছিল। কিন্তু ততক্ষণে তার দেহ নিথর হয়ে গেছে। এ ঘটনায় শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওই দেশের ওয়াশিংটনের পুয়ালাপে এই মর্মান্তিক ঘটনা ঘটে।