চরম অর্থ সংকটে পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন সরকার। বর্তমানে মার্কিন সরকারের ঋণ সীমা হল ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। যে সীমায় গত জানুয়ারিতেই পৌঁছে গেছে বাইডেন সরকার।
দেশটির অর্থ মন্ত্রণালয় সোমবার আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ঋণ সীমা বাড়ানো না হলো আগামী ১ জুন থেকেই এই অর্থ সংকটের ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে মার্কিন সরকার।
পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রেও ঋণ সীমা নির্ধারণ করা আছে। এর বাইরে দেশটির সরকার ঋণ নিতে পারে না। স্বাস্থ্য খাত, সামরিক খাতসহ সবকিছু স্বাভাবিকভাবে চালানোর জন্য মার্কিন সরকার ঋণ নিয়ে থাকে। ঋণ সীমা না বাড়লে দেশটির অর্থ মন্ত্রণালয় জুনের শুরু থেকেই সরকারি বেতন, বিলসহ অন্যান্য অর্থ দিতে পারবে না বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ঋণ সীমা বাড়ানোর জন্য কয়েকদিন ধরেই দৌড়ঝাঁপ করছে। কিন্তু এটি আটকে রেখেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা। বর্তমানে দেশটির সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকান পার্টির হাতে। ঋণ সীমা বাড়াতে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। ফলে বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
এ নিয়ে গত তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো কংগ্রেসের কাছে চিঠি লিখেছেন অর্থমন্ত্রী জানেত ইয়েলেন। তৃতীয় চিঠিতে তিনি বলেছেন, জুনের শুরু থেকে সরকারি বেতনসহ অন্যান্য বিল দিতে হয়তবা সক্ষম হবেন না তারা। যদি ১ জুনের মধ্যে ঋণ সীমা বাড়ানো না যায় তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনও সরকার খেলাপি হবে।
এদিকে এ বিষয়টির ওপর বেশি সময় দিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন তার অস্ট্রেলিয়া সফর স্থগিত করেন। অস্ট্রেলিয়ার সিডনিতে কোয়াড নেতাদের সঙ্গে বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, সোমবার ঋণ সীমা নিয়ে কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট বাইডেন।
মন্তব্য করুন
শিখ নেতা হত্যা যুক্তরাষ্ট্র কানাডা ভারত
মন্তব্য করুন
কানাডায়
শিখ নেতা হরদীপ সিং
নিজ্জর হত্যাকাণ্ডের গোয়েন্দা তথ্য ভারতকে অনেক
আগেই দেওয়া হয়েছে বলে দাবি করেছেন
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই হত্যাকাণ্ডের তদন্তে
তার দেশ ভারতের সহযোগিতা চায় বলেও জানান তিনি।
শুক্রবার (২৩
সেপ্টেম্বর) রাজধানী
অটোয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে
ট্রুডো এ কথা বলেন।
তিনি
বলেন, “গত সোমবার আমি
(পার্লামেন্টে) যা বলেছি, সে
বিষয়ক গোয়েন্দা তথ্য আমরা অনেক
আগেই ভারতকে দিয়েছিলাম, বেশ কয়েক সপ্তাহ
আগে।”
ট্রুডো
বলেন, “ব্যাপারটি খুবই গুরুতর এবং
আমরা এই ইস্যুতে ভারতের
সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে ইচ্ছুক।
আমরা আশা করছি, ভারত
এই হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতা করবে।”
ভারত
থেকে কানাডায় গিয়ে সেখানকার নাগরিকত্ব
অর্জনকারী হরদীপ সিং নিজ্জর ভারতের
খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্তান টাইগার ফোর্স এবং শিখস ফর
জাস্টিস কানাডা শাখার শীর্ষ নেতা ছিলেন। গত
১৮ জুন দেশটির ব্রিটিশ
কলাম্বিয়া প্রদেশের রাজধানী ভ্যানকুভারের একটি গুরুদুয়ারার সামনে
নিহত হন তিনি।
নিজ্জরের
হত্যার জন্য ভারতকে সরাসরি
দায়ী করে গত ১৮
সেপ্টেম্বর কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে
ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভাষণে তিনি বলেন, এই
অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ তার কাছে রয়েছে।
এর প্রভাব পড়ে দুই দেশের
কূটনৈতিক সম্পর্কে। এরই মধ্যে উভয়
দেশ পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে কূটনীতিক বহিষ্কার করেছে। স্থগিত হয়েছে মুক্তি বাণিজ্য চুক্তির আলোচনা। ভ্রমণ সতর্কতাও জারি করেছে দেশ
দুটি। সেই সঙ্গে ভারত
কানাডার নাগরিকদের ভিসা প্রদান স্থগিত
ঘোষণা করেছে।
মন্তব্য করুন
আট বছরের শিশুর
উপস্থিত বুদ্ধিতে বাঁচল আপ শিয়ালদা থেকে শিলচরগামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনের কয়েক শতাধিক যাত্রী। নিজের জীবনের ঝুঁকি
নিয়ে ছোট্ট মোরসেলিম শেখ সুপারফাস্ট ট্রেনটিকে রক্ষা করেছে। এ ঘটনা এখন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। এতে রীতিমত স্তম্ভিত রেলকর্তারা।
শক্রবার
(২২ সেপ্টেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের মালদহে এ ঘটনা ঘটেছে।
জানা
গেছে, দুপুর সাড়ে ৩টায় দুরন্ত
গতিতে আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস
ছুটে যাচ্ছিল। মালদা জেলার ভালুকা রোড স্টেশনের পেরোতেই
বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। সেই সময় ট্রেন
লাইনের পাশ দিয়ে বাড়ি
ফিরছিল আট বছরের এই
শিশুর। সে হঠাৎ লক্ষ্য
করে আপ লাইনে বেশ
কিছু অংশের মাটি সরে গেছে।
তড়িঘড়ি
করে নিজের পড়নে লাল গেঞ্জি
খুলে ট্রেনের ট্রাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে।
লাল সংকেত দেখে চালক ইমার্জেন্সি
ব্রেক কষেন। ট্রেনটিকে কোনওরকমে দাঁড় করান চালক।
আর বড় বিপদ থেকে
রক্ষা পায় ট্রেনটি। জীবন
রক্ষা পায় ট্রেনের কয়েকশ
যাত্রীর। এরপর রেলকর্মীরা ছুটে
এসে আপ লাইন মেরামতি
করেন। পরে ট্রেনটি সুষ্ঠুভাবে
গন্তব্যে পৌঁছয়।
মোরসেলিম
শেখ জানায়, যে বাড়ি ফিরছিল।
তখন সে দেখে রেল
লাইনের ধারে মাটি সরে
খালের মতো হয়ে গেয়েছে।
পরে সে তার গায়ে
থাকা লাল গেঞ্জি খুলে
আমি ড্রাইভারের দিকে দেখানোর চেষ্টা
করে। এরপর ট্রেনটি থেমে
যায়।
এদিকে
এই ছোট্ট ছেলের কৃতিত্বে খুশি গোটা পরিবার।
ছেলেটির মা বলেন, আমাকে
বাড়ি এসে ও পুরো
ঘটনাটি সে জানায়। আমরা
খুব খুশি। আমার ছেলে বুদ্ধি
করে এতগুলো লোকের প্রাণ বাঁচিয়েছে।
অপরদিকে
এই কিশোরের কৃতিত্বে খুশি স্থানীয় বাসিন্দারাও।
ছেলেটির তাৎক্ষণিক বুদ্ধিকে সাধুবাদ জানিয়েছেন সবাই। রেলের কর্মকর্তারাও মোরসেলিম শেখকে ধন্যবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন
৪৪ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্ঘটনার
কবলে পড়েছে একটি স্কুল বাস। এ দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর
আহত হয়েছেন আরও পাঁচজন। বাসের সামনের টায়ারে ত্রুটি দেখা দেওয়ার পর বাসটি রাস্তা থেকে
ছিটকে খাদে পড়ে যায় বলে মনে করা হচ্ছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য
জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভাড়া করা বাসটি শিক্ষার্থীদের
নিয়ে লং আইল্যান্ড থেকে একটি ব্যান্ড ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে চলন্ত অবস্থায় সামনের
টায়ারে ত্রুটি দেখা দেওয়ার পর বাসটি রাস্তা থেকে ছিটকে যায় এবং ওয়াওয়ায়ান্ডা শহরের
কাছে একটি খাদে পড়ে যায়। এই ঘটনার তদন্ত চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, বাসে ৪৪ জন আরোহী ছিলেন। তাদের
উদ্ধার করার পর চিকিৎসার জন্য ছয়টি আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে দুর্ঘটনায়
নিহত দুই ব্যক্তি হচ্ছেন- জিনা পেলেটিয়ের (৪৩) এবং বিট্রিস ফেরারি (৭৭)।
স্কুলের ওয়েবসাইট অনুসারে, নিহত জিনা পেলেটিয়ের
কাজ করতেন স্কুলের মিউজিক প্রোগ্রামে। নিউইয়র্ক শহর থেকে উত্তর দিকে প্রায় দুই ঘণ্টার
দূরত্বে স্থানীয় সময় প্রায় দুপুর ১টা ১০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে দুর্ঘটনাস্থলে
উদ্ধার কাজ চালানোর জন্য পুলিশ হাইওয়ে বন্ধ করে দেয়।
বিবিসি বলছে, ফার্মিংডেল হাই স্কুল থেকে ৩০০ জন
শিক্ষার্থীকে পেনসিলভেনিয়ার গ্রিলিতে একটি সঙ্গীত শিবিরে নিয়ে যাওয়ার জন্য ছয়টি বাস
ভাড়া করা হয়েছিল। দুর্ঘটনাকবলিত এই বাসটি ছিল সেগুলোরই একটি।
ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর বাসটির পাশের
জানালা ভাঙ্গা এবং ভেতরে আটকে পড়া লোকদের উদ্ধার করতে সেখানে একটি মই লাগানো রয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শিক্ষার্থীদের বহন করা ওই বাসটি কয়েক মিনিটের মধ্যে আক্ষরিক অর্থে ৫০-ফুট গভীর (১৫ মিটার) গিরিখাতে পড়ে যায়। এটি বিস্ময়কর ঘটনা।’
তিনি বলেছেন, যদিও প্রাথমিকভাবে মনে হচ্ছে সম্ভবত বাসের ত্রুটিপূর্ণ সামনের টায়ারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তারপরও এই বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। বাসে থাকা বেশিরভাগ শিক্ষার্থীর বয়স ছিল ১৪ বা ১৫ বছর।
এদিকে ধ্বংসস্তূপ থেকে তাদের সবাইকে উদ্ধার করতে ৪৫ মিনিট সময় লেগেছে বলে জানিয়েছে গভর্নর বলেন।
যুক্তরাষ্ট্র সড়ক দুর্ঘটনা নিহত আহত বিশ্ব সংবাদ
মন্তব্য করুন
পরিবারের সদস্যদের
বেঁধে তাদের সামনেই তিন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের
পানিপথে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী,
সংঘবদ্ধ এই ধর্ষণের ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে। অভিযুক্তরা ছুরি ও অন্যান্য ধারালো
অস্ত্রে সজ্জিত ছিল। তারা প্রথমে পরিবারটির সদস্যদের রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর তিন
নারীকে ধর্ষণ করে বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
বুধবার সেখান থেকে এক কিলোমিটার দূরে আরও একটি ঘটনা ঘটে। হামলায় নিহত হয় এক অসুস্থ নারী। এসময় আহত হয় তার স্বামী। পুলিশের ধারণা দুইটি ঘটনার সঙ্গেই একই ব্যক্তিরা জড়িত। দুই ক্ষেত্রেই শারীরিক নির্যাতন ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে পানিপথের
মাতলাউদা থানার স্টেশন হাউজ অফিসার বিজয় বলেন, দুটি ঘটনাই একই গ্রামে ঘটেছে। এ বিষয়ে
তদন্ত শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন
৪৪ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি স্কুল বাস। এ দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। বাসের সামনের টায়ারে ত্রুটি দেখা দেওয়ার পর বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।