শিশুদের শরীরে অ্যান্টিবায়োটিকের কর্মক্ষমতা প্রায় ৫০% কমে গেছে বলে দাবি করেছে একদল বিশ্ববিদ্যালয়ের গবেষক। সম্প্রতি সিডনি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। শিশুদের ক্ষেত্রে এন্টিবায়োটিকের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলে শরীরে এন্টিবায়োটিকের প্রয়োগ করা হয়। গবেষণার তথ্যানুযায়ী এন্টিবায়োটিকের কার্যক্ষমতা কমতে থাকলে ঝুঁকিতে পড়বে শিশুরা।
ব্যাকটেরিয়ার ভিতর এন্টিবায়োটিকের প্রতিরোধক্ষমতা গড়ে উঠলে অ্যান্টিবায়োটিক তার কার্যক্ষমতা হারায়। এন্টিবায়োটিকের বিকল্প হিসেবে এখনও নতুন ও কার্যকর চিকিৎসা তৈরি হয়নি। ফলে এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
অ্যান্টিবায়োটিক মূলত রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। শিশুরা যখন ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে বিভিন্ন সমস্যায় ভোগে, তখন তাদের প্রায়ই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে দ্রুত কাজ করে। এগুলো ৪৮ ঘন্টা পর্যন্ত কার্যকর হয় এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও প্রজননকে বাধা দিতে পারে বা ব্যাকটেরিয়া কোষগুলিকে মেরে ফেলতে পারে। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা শিশুদের জন্য খুবই জরুরি।
যেমন; শিশুদের ক্ষেত্রে কানের সমস্যা খুব দেখা যায়। কানের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটলে মিউকাস মেমব্রেন ফুলে যায়, বিশেষ করে শ্রবণ নলের ভেতরে যা গলার দিকে যায়। যেহেতু এই টিউবগুলো বাধাগ্রস্ত হয় এবং শ্লেষ্মা আর নিষ্কাশন করতে সক্ষম হয় না, তাই কানের পর্দায় চাপ তৈরি হয়, যা ছোট বাচ্চাদের জন্য খুব বেদনাদায়ক হতে পারে। অ্যান্টিবায়োটিক দ্রুত তা রোধ করতে পারে।
বর্তমানে অ্যান্টিবায়োটিকের তেমন কোনো নির্ভরযোগ্য বিকল্প নেই। কখনও কখনও সহযোগী হিসেবে ঘরোয়া টোটকা কাজে লাগে। কিছু প্রাচীন সনাতনী পদ্ধতি ব্যাবহার করেও ব্যাকটেরিয়া প্রতিরোধ করা যায় তবে মূল কথা হলো, অ্যান্টিবায়োটিক এখনও সেরা ও সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান।
অ্যান্টিবায়োটিক শিশু গবেষণা সিডনি বিশ্ববিদ্যালয় ব্যাকটেরিয়া
মন্তব্য করুন
ভারতের বেঙ্গালুরুর ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ই-মেইলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পাঠানো ই-মেইলে দাবি করা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে। এমন মেইল পেয়েই সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানায় স্কুল কর্তৃপক্ষ। এরপর ‘সন্দেহজনক বস্তুর’ খোঁজে স্কুলগুলোতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
তবে, ওই ৪৪টি স্কুলে এখন পর্যন্ত কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে। তবে এমন হুমকির পর চারদিকে, বিশেষ করে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বেঙ্গালুরু পুলিশের কমিশনার বি দিয়ানন্দ বলেন, হুমকিগুলো প্রতারণা বলে মনে হলেও পুলিশ কোনো সুযোগ নিচ্ছে না এবং দোষীদের খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।
এতে স্কুল কর্তৃপক্ষ বলছে, আমরা আজ স্কুলে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন। আমাদের স্কুল অজানা সূত্র থেকে নিরাপত্তা হুমকি পেয়েছে।
এতে স্কুল কর্তৃপক্ষ আরও বলছে, যেহেতু আমরা স্কুলের শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি, তাই আমরা অবিলম্বে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার অভিভাবকদের আশ্বস্ত করে বলেছেন, সতর্কতামূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে, এবং অভিভাবকদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। পুলিশ তদন্ত করবে। আমি তাদের নির্দেশ দিয়েছি।
গত বছরও বেঙ্গালুরুর বেশ কয়েকটি স্কুলে একই ধরনের হুমকি ই-মেইল এসেছিল। কিন্তু সেগুলোর সবকটিই পরে ভুয়া হুমকি বলে প্রমাণিত হয়।
ভারত বেঙ্গালুরু স্কুল বোমা হামলা হুমকি অভিভাবক
মন্তব্য করুন
এবার বছর শেষ হওয়ার এক মাস আগেই জলবায়ু সম্মেলন কপ-২৮ এ বিশ্ব আবহাওয়া সংস্থা চলতি বছরকে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর বলে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কপ-২৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জলবায়ু সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বৈশ্বিক এ উষ্ণায়ন বিশ্বনেতাদের শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেয়ার মত অবস্থা। আমরা বৈশ্বিক জলবায়ু ভেঙে পড়ার বাস্তব চিত্র চোখের সামনে দেখতে পাচ্ছি।’
বছরের বিগত মাসগুলোর পরিসংখ্যান দেখে ২০২৩ সাল শেষ হওয়ার আগেই এ বছরটিকে সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার অনুমান করেছিলেন বিজ্ঞানীরা। অক্টোবর মাসের গড় উষ্ণতা দেখার পরই বিজ্ঞানীরা ২০২৩ উষ্ণতম বছর হতে চলেছে বলে নিশ্চিত হন। শিল্পবিপ্লবের আগে অর্থাৎ, ১৮৫০-১৯০০ সালের মধ্যে অক্টোবরের গড় উষ্ণতা যা ছিল, তার চেয়ে গত মাসে উষ্ণতা ০ দশমিক ৪ ডিগ্রি বেশি ছিল। অনেকের কাছে এই মাত্রা নগণ্য মনে হলেও জলবায়ু বিজ্ঞান তা মনে করছে না।
আর কেবল অক্টোবর নয়। একইভাবে বিশ্বের গড় উষ্ণতা বেড়েছিল গত সেপ্টেম্বরেও। চলতি বছরের সেপ্টেম্বরের উষ্ণতা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিজ্ঞানীদের কাছে। ইউরোপভিত্তিক জলবায়ুবিষয়ক পর্যবেক্ষক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের এক প্রতিবেদনে ২০২৩ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হতে চলার পূর্বাভাস দেওয়া হয় এমাসের শুরুতেই।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এর গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট ২০২৩ অনুসারে, চলতি বছরের প্রথম ১০ মাসে বিশ্বব্যাপী তাপমাত্রা ছিল গড়ে প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। রেকর্ডটি একমাস বাকি থাকা সত্ত্বেও বছরটিকে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করার জন্য যথেষ্ট। এমনকি বিষয়টি কপ-২৮ সম্মেলনের আলোচকদের জন্যেও কঠোর সতর্কতা বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, এবছর কপ-২৮ সম্মেলনে বৈশ্বিক প্রায় ৭ হাজার নেতা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আমিরাতের সুলতান আল-জাবের বলেছেন, এই সম্মেলন হতে হবে প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মেলন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে ১০ হাজার কোটি ডলারের তহবিল সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও পূরণ হওয়া চাই।
সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দুর্বল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ সংক্রান্ত তহবিল চালু করতে সম্মত হয়েছেন সম্মেলনের নেতারা। জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য গঠিত তফবিলে ইতোমধ্যে বেশ কিছু দেশ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। শুরুর দিনেই দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করাকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছেন তারা।
বিশ্ব ইতিহাস উষ্ণতম বছর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
মন্তব্য করুন
সরকারি চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়ার সমান। তবে এ সরকারি চাকরি পাওয়া যদি কারও জন্য বিপদের কার হয়ে দাড়ায়! এমনই পরিস্থিতি দাড়িয়েছে ভারতের বিহার রাজ্যে। এ রাজ্যে সরকারি চাকরি প্রাপ্তদের অপহরণ করা হয়। এরপর জোর করে দেওয়া হয় বিয়ে।
সরকারি চাকরি পাওয়া যুবকদের তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা আবার শুরু হয়েছে বিহার রাজ্যের বেশ কিছু অঞ্চলে। শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
বিহারে এই ধরনের জোর করে বিবাহ দেওয়াকে ‘পাকদওয়া বিবাহ’ বলে। পাকদওয়া বিবাহ হলো এমন এক প্রথা যেখানে অবিবাহিত ছেলেদের মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়।
সম্প্রতি সরকারি কর্মকমিশনের পরীক্ষায় পাস করে শিক্ষক হিসেবে যোগদান করেন গৌতম কুমার। অন্যান্য দিনের মতো গত বুধবারও স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেলেন তিনি। ক্লাসের মধ্যে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি জোর করে ঢুকে গৌতমকে তুলে নিয়ে যান। অপহরণের পর রাজেশ রায় নামে এক ব্যক্তির বাড়িতে গৌতমকে রাখা হয়। ‘বিয়ে না করলে পরিণতি ভালো হবে না’ বলেও হুমকি দেন তাকে। গৌতম প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। এমনকি অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেন এক অপহরণকারী।
গত বছর এক পশু চিকিৎসককে অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য ডেকে প্রথমে তিন ব্যক্তি অপহরণ করেন। এরপর তাকে এক মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। কয়েক বছর আগে বিহারের এক প্রকৌশলীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, গত বুধবার বিহারের বৈশালী জেলায় এই অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গৌতম কুমার পাতেপুরের রেপুরার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন। এ ঘটনায় তার পরিবার বুধবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপরই নিখোঁজ শিক্ষকের সন্ধানে অভিযানে নামে পুলিশ।
গৌতমের পরিবারের অভিযোগ, রাজেশ রায় নামে এক ব্যক্তি গৌতমকে জোর করে তুলে নিয়ে যান। এরপর রাজেশের মেয়ে চাঁদনীর সঙ্গে জোর করে বিয়ে দেন। এমনকি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।
এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিহার পুলিশ। এ ছাড়া অপহরণকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চলছে।
ভারত বিহার সরকারি কর্মকমিশন শিক্ষক সরকারি চাকরিজীবী
মন্তব্য করুন
এবারের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৮ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। ১৩ দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। বহু বছর পর মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বারের মতো এ রকম বড় কোনো সম্মেলন হতে যাচ্ছে। এর আগে কাতারে ২০১২ সালের জলবায়ু সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ১৪০টির বেশি দেশের রাজা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা শুক্রবার এবং শনিবার দুবাই কমপ্লেক্সে ভাষণ দেবেন। জলবায়ু ইস্যুর সঙ্গে এবারের সম্মেলনে জলবায়ু সংকটের পাশাপাশি গাজার সংঘাতের এজেন্ডাও থাকবে।
এবারের সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দুর্বল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ সংক্রান্ত তহবিল চালু করতে সম্মত হয়েছেন সম্মেলনের নেতারা। প্রতিনিধিরা জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ থেকে শুরু করে দীর্ঘ জলবায়ু আলোচনার বিষয়সমূহ নিয়ে আগামী দুই সপ্তাহ আলোচনা করবেন। এছাড়া বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখার এজেন্ডার পাশাপাশি এবারের সম্মেলনে আলোচনায় থাকবে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব।
শুরুর দিনেই দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করাকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। দরিদ্র দেশের জন্য জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কপ-২৮ এর প্রেসিডেন্ট সুলতান আল-জাবের বলেন, দুবাইয়ের এই পদক্ষেপ বিশ্বের কাছে একটি ইতিবাচক সংকেত।
সম্মেলনের শুরুতেই জাতিসংঘপ্রধান সতর্ক করে বলেছেন, ২০২৩ সাল বিশ্বের উষ্ণতম বছর হতে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য পূরণ হবে না।
জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য গঠিত তফবিলে ইতোমধ্যে বেশ কিছু দেশ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের মধ্যে কপ-২৮ সম্মেলনের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত ১ হাজার লাখ ডলার, জার্মানি ১ হাজার লাখ ডলার, ব্রিটেন কমপক্ষে ৫১০ লাখ ডলার, মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৫ লাখ ডলার এবং জাপান ১০০ লাখ ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এদিকে, হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য একটি কূটনৈতিক চাপের জন্য হারজোগ কপ-২৮ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসেরও ভাষণ দেওয়ার কথা থাকলেরও তার কার্যালয় বলেছে, তিনি আর সম্মেলনে যাচ্ছেন না। তার পরিবর্তে তার পররাষ্ট্রমন্ত্রী দুবাই যাবেন।
ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, তিনি তার সম্পূর্ণ রাজনৈতিক দক্ষতা কাজে লাগিয়ে আমিরাতি প্রতিপক্ষের কাছে আবেদন করেছেন যেন জিম্মিদের স্বদেশে প্রত্যাবর্তনের গতি বাড়ানো যায়।
এবার কপ-২৮ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ইসরায়েল-হামাস সংঘর্ষের বিষয়ে আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার বলেছেন, সংঘাতের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর ভূমিকা রাখছে এবং এটি চালিয়ে যাওয়া উচিত।
কপ-২৮ জলবায়ু সম্মেলন দুবাই আরব আমিরাত কাতার জাতিসংঘ
মন্তব্য করুন
চীনে পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক সাংবাদিক। হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টে কর্মরত এ সাংবাদিকের নাম মিনি চ্যান। জাপানি সংবাদমাধ্যম বরাতে আল-জাজিরার শুক্রবারের (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টে কর্মরত এ সাংবাদিক চীনা প্রতিরক্ষা ও কূটনীতিতে বিশেষজ্ঞ ও পুরস্কার বিজয়ী সাংবাদিক। ২০০৫ সাল থেকে তিনি সাউথ চায়না মর্নিং পোস্টে কর্মরত আছেন।
আশঙ্কা করা হচ্ছে, তার নিখোঁজ হওয়ার খবর সামনে আসতেই তাকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ ।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে কিয়োডো জানিয়েছে, নিরাপত্তাবিষয়ক জিয়াংশান ফোরামে যোগ দিতে বেইজিং সফরে যান মিনি চ্যান। তবে ৩১ অক্টোবর তিন দিনের এই নিরাপত্তা সম্মেলন শেষ হওয়ার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।
এ প্রতিবেদনের বিষয়ে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্টের সঙ্গে আলজাজিরা যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি।
তবে কিয়োডো জানিয়েছে, সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, ব্যক্তিগত ছুটিতে আছেন মিনি চ্যান। গোপনীয়তাজনিত উদ্বেগের কারণে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি গণমাধ্যম প্রতিষ্ঠানটি।
চ্যানের একজন ফেসবুক বন্ধু আলজাজিরাকে বলেছেন, চ্যানের সবশেষ ফেসবুক পোস্ট ১১ নভেম্বরের। সেখানে তিনি ছুটি কাটানোর কয়েকটি ছবি শেয়ার করেছেন। যদিও সচরাচর ফেসবুকে তিনি সাংবাদিকতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পোস্ট করেন। তার সাম্প্রতিক ফেসবুক কার্যক্রমও ‘খুবই অদ্ভুত’। ওই পোস্টে তিনি কোথায় আছেন জিজ্ঞেস করা হলেও কোনো জবাব দেননি সাংবাদিক চ্যান। তাকে সবশেষ গত ২ নভেম্বর হোয়াটসঅ্যাপে একটিভ দেখিয়েছিল।
চীন সফর হংকং সাংবাদিক নিখোঁজ সাউথ চায়না মর্নিং পোস্ট গণমাধ্যম
মন্তব্য করুন
ভারতের বেঙ্গালুরুর ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ই-মেইলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পাঠানো ই-মেইলে দাবি করা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে। এমন মেইল পেয়েই সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানায় স্কুল কর্তৃপক্ষ। এরপর ‘সন্দেহজনক বস্তুর’ খোঁজে স্কুলগুলোতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এবার বছর শেষ হওয়ার এক মাস আগেই জলবায়ু সম্মেলন কপ-২৮ এ বিশ্ব আবহাওয়া সংস্থা চলতি বছরকে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর বলে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কপ-২৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জলবায়ু সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বৈশ্বিক এ উষ্ণায়ন বিশ্বনেতাদের শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেয়ার মত অবস্থা। আমরা বৈশ্বিক জলবায়ু ভেঙে পড়ার বাস্তব চিত্র চোখের সামনে দেখতে পাচ্ছি।’
এবারের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৮ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। ১৩ দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। বহু বছর পর মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বারের মতো এ রকম বড় কোনো সম্মেলন হতে যাচ্ছে। এর আগে কাতারে ২০১২ সালের জলবায়ু সম্মেলন হয়েছে।বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ১৪০টির বেশি দেশের রাজা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা শুক্রবার এবং শনিবার দুবাই কমপ্লেক্সে ভাষণ দেবেন। জলবায়ু ইস্যুর সঙ্গে এবারের সম্মেলনে জলবায়ু সংকটের পাশাপাশি গাজার সংঘাতের এজেন্ডাও থাকবে।