ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ মঞ্চে খেলার স্বপ্ন মারিয়া মান্দার


প্রকাশ: 24/12/2021


Thumbnail

ময়মনসিংহের কালসিন্দুর বিদ্যালয় থেকে শুরু তার যাত্রা। সেখানে থেকে এখন পর্যন্ত বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিরোপা অর্জনে নের্তৃত্ব দিয়েছেন। সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে পরশু (২২ ডিসেম্বর) তার দল জিতেছে আরেকটি শিরোপা। সময়টা স্বপ্নের মতোই যাচ্ছে মারিয়া মান্দার। তবে স্বপ্নটা আরো বড় বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের এই ক্যাপ্টেনের। বিশ্বকাপ মঞ্চে খেলতে চান তিনি। 

‘আমি গত কয়েক বছরে আমার খেলায় অনেক উন্নতি করেছি। কিন্তু এখানেই থেমে যেতে চাইনা। আমি আরও নতুন উচ্চতায় যেতে চাই, দেশের ফুটবলে আরও ভুমিকা রাখতে চাই। আমার লক্ষ্য বিশ্বকাপ ফুটবল খেলা’, মিডিয়াকে বলেছেন এক সাক্ষাৎকারে। 

শিরোপা জয়ের পিছনে নিজেদের কঠোর পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন এই সেন্টার মিডফিল্ডার। বলেছেন কোচ এবং খেলোয়াড়দের সমন্বিত প্রচেষ্টার ফসল এই অর্জন। 

অধিনায়ক হিসেবে দলকে কিভাবে উজ্জীবিত রাখেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সবাইকে একত্রিত করে রাখা এবং সবাইকে আত্নবিশ্বাসী করে তোলা যে আমরা জিততে পারি। কোনো ভুল বুঝাবুঝি হলে আমি সেটা ঠিক করার চেষ্টা করি। কোচের বার্তা বাকি খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি।’’

দেশবাসীকে অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মারিয়া। সবাইকে ধন্যবাদ জানাতেও ভুললেন না তারকা। ‘মাঠে খেলা দেখতে এসে তারা আমাদের উৎসাহিত করেছেন। উৎসাহ পেয়ে আমরা আরও উজ্জীবিত হয়েছি। ভালো পারফরম্যান্স করতে পেরেছি। তারা যদি সবসময় আমাদের এভাবে উৎসাহিত করেন, পাশে থাকেন, তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারব,’ বলেন তিনি।

তিনি ২০১৫ সালে নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ – দক্ষিণ ও মধ্যাঞ্চল ও ২০১৬ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ – দক্ষিণ ও মধ্যাঞ্চল -এ বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের সদস্য ছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭