ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ মঞ্চে খেলার স্বপ্ন মারিয়া মান্দার

প্রকাশ: ০৬:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২১


Thumbnail বিশ্বকাপ মঞ্চে খেলার স্বপ্ন মারিয়া মান্দার

ময়মনসিংহের কালসিন্দুর বিদ্যালয় থেকে শুরু তার যাত্রা। সেখানে থেকে এখন পর্যন্ত বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিরোপা অর্জনে নের্তৃত্ব দিয়েছেন। সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে পরশু (২২ ডিসেম্বর) তার দল জিতেছে আরেকটি শিরোপা। সময়টা স্বপ্নের মতোই যাচ্ছে মারিয়া মান্দার। তবে স্বপ্নটা আরো বড় বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের এই ক্যাপ্টেনের। বিশ্বকাপ মঞ্চে খেলতে চান তিনি। 

‘আমি গত কয়েক বছরে আমার খেলায় অনেক উন্নতি করেছি। কিন্তু এখানেই থেমে যেতে চাইনা। আমি আরও নতুন উচ্চতায় যেতে চাই, দেশের ফুটবলে আরও ভুমিকা রাখতে চাই। আমার লক্ষ্য বিশ্বকাপ ফুটবল খেলা’, মিডিয়াকে বলেছেন এক সাক্ষাৎকারে। 

শিরোপা জয়ের পিছনে নিজেদের কঠোর পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন এই সেন্টার মিডফিল্ডার। বলেছেন কোচ এবং খেলোয়াড়দের সমন্বিত প্রচেষ্টার ফসল এই অর্জন। 

অধিনায়ক হিসেবে দলকে কিভাবে উজ্জীবিত রাখেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সবাইকে একত্রিত করে রাখা এবং সবাইকে আত্নবিশ্বাসী করে তোলা যে আমরা জিততে পারি। কোনো ভুল বুঝাবুঝি হলে আমি সেটা ঠিক করার চেষ্টা করি। কোচের বার্তা বাকি খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি।’’

দেশবাসীকে অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মারিয়া। সবাইকে ধন্যবাদ জানাতেও ভুললেন না তারকা। ‘মাঠে খেলা দেখতে এসে তারা আমাদের উৎসাহিত করেছেন। উৎসাহ পেয়ে আমরা আরও উজ্জীবিত হয়েছি। ভালো পারফরম্যান্স করতে পেরেছি। তারা যদি সবসময় আমাদের এভাবে উৎসাহিত করেন, পাশে থাকেন, তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারব,’ বলেন তিনি।

তিনি ২০১৫ সালে নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ – দক্ষিণ ও মধ্যাঞ্চল ও ২০১৬ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ – দক্ষিণ ও মধ্যাঞ্চল -এ বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের সদস্য ছিলেন।

মারিয়া মান্দা   বাফুফে   বাংলাদেশ নারী ফুটবল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

পাপুয়া নিউগিনিকে উড়িয়ে বিশ্বকাপে শুভসূচনা করল ক্যারিবীয়ানরা

প্রকাশ: ১২:০৮ এএম, ০২ জুন, ২০২৪


Thumbnail

চলছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই আসরের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। যেখানে টস হেরে আগে ব্যাট করে ক্যারিবীয়দের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছিল পাপুয়া নিউগিনি।

জবাবে লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছেছে ক্যারিবীয়ানরা।


পাপুয়া নিউগিনি   ওয়েস্ট ইন্ডিজ   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

‘গ্রুপ অব ডেথে পড়ায় সুপার এইটে যাওয়া সহজ হবে না বাংলাদেশের’

প্রকাশ: ১১:৫৫ পিএম, ০২ জুন, ২০২৪


Thumbnail

বিশ্বমঞ্চে শুরু হয়েছে চার-ছক্কার লড়াই। আইসিসি টি-২০ বিশ্বকাপের নবম আসরে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে আয়োজক দেশ দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইডিন্জও। আর এই দুই দেশের ৯ ভেন্যুতে চলবে বৈশ্বিক ক্রিকেটের এই মেগা ইভেন্ট।

কুড়ি ওভারের এই আসরকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা ও বিচার-বিশ্লেষণ। কোন দলের স্কোয়াড কেমন হবে, সেমিফাইনালে যাবে কোন দলগুলো এবং কারা হবে বিশ্বচ্যাম্পিয়ন, এ নিয়ে চলছে কাটা-ছেঁড়া।

প্রথমবারের মতো ২০ দলের বিশ্বকাপ হওয়ায় এবারের লড়াইটাও হয়েছে কঠিন। পাঁচ দলের প্রতিটি গ্রুপ থেকে মাত্র দু’টি করে দল যাবে সুপার এইটে।

বাংলাদেশের গ্রুপ ডি। যেখানে অন্য চার দল দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। গ্রুপে অপেক্ষাকৃত শক্তিশালী দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করছেন, বাংলাদেশের এবারের বিশ্বকাপে মৃত্যুকূপে পড়েছে। বাংলাদেশের পরের পর্বে যাওয়ার সুযোগ থাকলেও কাজটা কঠিন বলে মনে করছেন আকাশ।

আকাশ চোপড়া বলেন, বাংলাদেশের সুযোগ আছে। তবে অনেক কঠিন এক গ্রুপে পড়েছে বাংলাদেশ। যদি এই গ্রুপ থেকে তারা বের হতে পারে, তাহলে সুপার এইটে সহজ হবে। এ বিষয়টা মাথায় রাখতে হবে। তবে এই দল সামনে যেতে পারবে কিনা আমি বলতে পারব না। এটাও বলতে পারব না, এই দলটা সুপার এইট পর্যন্ত যেতে পারবে কি না। গ্রুপ অব ডেথে এই দলটা পড়েছে। কাজটা সহজ হবে না।

সম্প্রতি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা বলেছিলেন, পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেবে আয়ারল্যান্ড। এবার আবারও অঘটনের ভবিষ্যদ্বাণী করলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যানের ধারণা, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অঘটনের জন্ম দিতে পারে নেপাল ও নেদারল্যান্ডস।

অ্যাডাম গিলক্রিস্ট বলেন, আমি মনে করি, নেপালের কিছু একটা করে ফেলার সামর্থ্য আছে। ডাচদের দেখেও সব সময়ই মনে হয়, তারা কোনো অঘটন ঘটাবে। তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে পড়েছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে তারা দক্ষিণ আফ্রিকাকে হতাশ করেছিল। তাই এবারও ডাচরা এমন কিছু করতেই পারে। টি-টোয়েন্টি সংস্করণে এই দেশগুলোর অঘটন ঘটানোর সুযোগ আছে। বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সিরিজের ফলই দেখুন, যুক্তরাষ্ট্র কিন্তু অঘটন ঘটিয়েছে।

৮ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় ডালাসে শুরু হবে ম্যাচ।


বাংলাদেশ   ভারত   ক্রিকেট   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ক্যারিবীয় বোলিং তোপে পাপুয়া নিউগিনির মামুলি সংগ্রহ

প্রকাশ: ১০:১০ পিএম, ০২ জুন, ২০২৪


Thumbnail

চলছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই আসরের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। যেখানে টস হেরে আগে ব্যাট করে ক্যারিবীয়দের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছে পাপুয়া নিউগিনি।

এদিন ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাঁড়াতেই পারবে না পাপুয়া নিউগিনি। কিন্তু তারা হাল ছাড়ার পাত্র নয়। লড়াই করলেন। ঘুরে দাঁড়ালেন। শেষ পর্যন্ত মাঝারি মানের একটি পুঁজিও করে ফেলেছে নিউগিনি। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৩৭ রান।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউগিনি। ২ বলে ৫ রান করে রোমারিও শেফার্ডের বলে উইকেটরক্ষক নিকোলাস পুরানের হাতে ক্যাচ হন ওপেনার টনি উরা। দলীয় স্কোরকার্ডে ২ রান যোগ না করতেই আকিল হোসেইনের বলে আউট হয়ে যান লেগা সিয়াকা (২ বলে ১)।

দলকে কিছুটা এগিয়ে অধিনায়ক আসাদ ভালাও (২২ বলে ২১) আউট হয়ে যান। দলীয় ৩৪ রানের মাথায় আলজারি জোসেফের শিকার হন তিনি। হিরি হিরিকে ২ রানের বেশি করতে দেননি গুদাকেশ মোতি।

দলকে মোটামোটি মানের পুঁজি এনে দিতে লড়তে শুরু করেন সিসি বাও। চার্লস আমিনির সঙ্গে ৪৪ রানের জুটি করেন তিনি। তবে আমিনি বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১২ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হয়ে সাজঘরে ফেরত যান তিনি।

বাও হাঁকান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি (৪৩ বলে ৫০)। জোসেফের বলে বোল্ড হন তিনি। শেষদিকে ১৭ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন কিপলিন দোরিগো। এতে নিউগিনির সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩৬ রান।

ওয়েস্ট ইন্ডিজ: জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোস্টন চেজ,  রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও গুদাকেশ মতি।

পাপুয়া নিউগিনি: টনি উরা, আসাদ ভালা (অধিনায়ক), সেসে বাউ, হিরি হিরি, চার্লস আমিনি, কিপলিং ডোরিগা, আলেই নাও, চাদ সোপার, কাবুয়া মোরিয়া ও জন করিকো।


পাপুয়া নিউগিনি   ওয়েস্ট ইন্ডিজ   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

অবশেষে সান্তিয়াগো বার্নাবুতে আসছেন এমবাপ্পে

প্রকাশ: ০৯:২৭ পিএম, ০২ জুন, ২০২৪


Thumbnail

পিএসজি থেকে আনুষ্ঠানিক বিদায় অনেক আগেই সেরে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তার পরবর্তী গন্তব্য কোথায় হবে এ নিয়ে ছিলো নানা জল্পনা-কল্পনা। কেননা এর আগেও কয়েকবার স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত প্যারিসেই থেকে গেছেন তিনি।

এবারও দল বদলের এই মৌসুমে তাকে ঘিরে কম জল-ঘোলা হয়নি। পরবর্তী মৌসুমে তাকে কোথায় দেখা যাবে এনিয়ে ছিল ধোঁয়াশা। তবে, এর মাঝেও এটি এক প্রকার নিশ্চিত ছিলো যে শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাবুতে আসবেন তিনি। অবশেষে এই ফরাসি তারকা যে শেষ পর্যন্ত রিয়ালে যাচ্ছেন সেটি এখন কেবলই অপেক্ষা মাত্র।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার সূত্র মতে, চ্যাম্পিয়ন্স লিগের পর পরই রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কথা এমবাপ্পের। 

আর শনিবার (১ জুন) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ১৫ তম শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এর ঠিক পরদিনই ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বললেন, এমবাপেকে এখন থেকেই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ই বলা যায়।

রোববার (২ জুন) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন রোমানো। আর সেখানে তিনি লেখেন চুক্তি হয়ে গেছে। এখন রিয়াল মাদ্রিদে যোগ দিতে প্রস্তুত কিলিয়ান এমবাপ্পে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম এমবাপ্পেকে নিয়ে আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ। তবে সেই সময় মোনাকো থেকে পিএসজিতে যান এমবাপ্পে। এর পরে গত কয়েক মৌসুম এমবাপ্পের রিয়ালে যোগ দেয়া নিয়ে কয়েক দফা ধোঁয়াশাও তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত পিএসজিতে থেকে গেছিলেন তিনি। পিএসজির হয়ে ৪টি ফ্রেঞ্চ কাপসহ লিগ শিরোপা রয়েছে ৬টি।


কিলিয়ান এমবাপ্পে   রিয়াল মাদ্রিদ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

পাপুয়া নিউগিনির বিপক্ষে টসে জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ: ০৮:৩১ পিএম, ০২ জুন, ২০২৪


Thumbnail

শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই আসরের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। যেখানে টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে উইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল।

রোববার (২ জুন) প্রোভিডেন্সে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।

ওয়েস্ট ইন্ডিজ: জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোস্টন চেজ,  রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও গুদাকেশ মতি।

পাপুয়া নিউগিনি:
টনি উরা, আসাদ ভালা (অধিনায়ক), সেসে বাউ, হিরি হিরি, চার্লস আমিনি, কিপলিং ডোরিগা, আলেই নাও, চাদ সোপার, কাবুয়া মোরিয়া ও জন করিকো।


পাপুয়া নিউগিনি   ওয়েস্ট ইন্ডিজ   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন