ইনসাইড বাংলাদেশ

নাসিক নির্বাচন: এক নজরে আদ্যোপান্ত


প্রকাশ: 16/01/2022


Thumbnail

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র পদে তৃতীয়বারের মত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার (১৬ জানুয়ারি)। এ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে উত্তাপ। বিশেষ করে ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈমুর আলম খন্দকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনকে ঘিরে উত্তেজনা বেড়েছে। ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, কদম রসুল পৌরসভা ও সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার।

প্রথমবার (২০১১) ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে এবং এবার পুরো সিটিতে ভোট হচ্ছে ইভিএমে।

অন্যদিকে, প্রথমবার নির্দলীয় প্রতীকে ভোট হয় এ সিটিতে। দলীয় প্রতীকে এবার দ্বিতীয় নির্বাচন হচ্ছে। দলীয় নির্বাচনের সুযোগ শুধু মেয়র পদে।


নারায়ণগঞ্জ সিটি নির্বাচন - ২০২২

১. রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট চলবে।
২. মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। তাদের মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ; ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
৩. একজন মেয়র, ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ২৭টি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর নির্বাচিত হবেন এ ভোটে।
৪. মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন আছেন ভোটের লড়াইয়ে।
৫. ১৯২ কেন্দ্রের ১৩৩৩টি কক্ষে ভোট প্রদান করবেন ভোটাররা।
৬. গণনা শেষে ফল ঘোষণা হবে রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত ৩০ নভেম্বর এবারের নির্বাচনের তফসিল ঘোষণা করে।

সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ২৭ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হয় ভোটের প্রচার।


মেয়রের লড়াইয়ে ৭ জন

বাংলদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বহিষ্কৃত বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি), খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেওয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) এবং বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), স্বতন্ত্র মো. কামরুল ইসলাম (ঘোড়া)।


ইভিএমে ভোট

১. ইভিএমে ভোট হওয়ায় প্রতিটি ভোটকক্ষে থাকবে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের একটি করে ব্যালট ইউনিট।
২. কেন্দ্রভিত্তিক ভোটগ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি থাকবে কারিগরি টিম। কোথাও কোনো ধরনের প্রযুক্তিগত প্রয়োজনে কারিগরি টিম সহযোগিতা করবে।
৩. ইভিএমে ভোট দেওয়ার আগে আঙ্গুলের ছাপ, ভোটার নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে ভোটার শনাক্ত করা হয়ে থাকে। নির্দিষ্ট কেন্দ্রের ভোটকক্ষে একজন পোলিং অফিসার ভোটার ভেরিফিকেশনের কাজটি করেন।
৪. ডেটাবেইজে ভোটার বৈধ বা অবৈধ হিসেবে শনাক্ত হলে মনিটরের মাধ্যমে তা দেখতে পান পোলিং এজেন্টরা।
৫. ভোটার বৈধ হলে ভোটিং মেশিনে ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।
৬. ভোটার সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে গেলে গোপন কক্ষে থাকা ব্যালট ইউনিটে ব্যালট ইস্যু করা হয়।
৭. গোপনকক্ষে গিয়ে ভোটার পছন্দের প্রার্থী ও প্রতীক বেছে নিয়ে ব্যালট ইউনিটের ডান দিকের সাদা বোতামে চাপ দিলে প্রতীক সিলেক্ট হবে। ওই ব্যালট ইউনিটে সবুজ রংয়ের CONFIRM বোতামে চাপ দিলে তার ভোট দেওয়া হয়ে যাবে।


কর্মী বাহিনী

১. নারায়ণগঞ্জে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার।
২. তার সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে আছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, আব্দুল কাদির, আফরোজা খাতুন, মো. ইউসুফ-উর-রহমান, মোসা. মাহফুজা আক্তার, সুলতানা এলিন, মো. আ. আজিজ ও আল-আমিন।
৩. রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ছাড়াও প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা; ১৩৩৩ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২৬৬৬ জন পোলিং কর্মকর্তা আছেন।
৪. সব মিলিয়ে ভোটের দায়িত্বে আছেন চার সহস্রাধিক কর্মকর্তা।


আইনশৃঙ্খলায় হাজার সদস্য

১. নির্বাচনী এলাকায় ভোটের পরদিন পর্যন্ত পুলিশের ২৭টি স্ট্রাইকিং ফোর্স থাকবে।
২. পুলিশের মোবাইল টিম থাকবে ৬৪টি; প্রতি টিমে ৫ জন করে সদস্য থাকবে।
৩. প্রতি কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে ৫ জন পুলিশ এবং ১২ (৮ জন পুরুষ, ৪ নারী) আনসার সদস্য থাকবে।
৪. বিজিবি থাকবে ১৪ প্লাটুন। আরও ৬ প্লাটুনের চাহিদা দেওয়া হয়েছে।
৫. র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে ৩টি, চেকপোস্ট ৬টি, টহল টিম ৭টি ও স্ট্যাটিক ফোর্স ২টি।
৬. প্রচারের শুরু থেকে ওয়ার্ডগুলোতে ২৭ জন নির্বাহী হাকিম এবং ৯ জন বিচারিক হাকিম দায়িত্ব পালন করে আসছেন। ভোটের দিন আরও ৩৬ জন নির্বাহী ও ১৪ জন বিচারিক হাকিম মাঠে থাকবেন।


নজর রাখবে যারা

ইসির নিবন্ধিত নয়টি পর্যবেক্ষক সংস্থার ৪২ জনকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। পর্যবেক্ষক সংস্থার মধ্যে আছে– জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সমাজ উন্নয়ন প্রয়াস, তৃণমূল উন্নয়ন সংস্থা, তালতলা যুব উন্নয়ন সংগঠন, রিহাফ ফাউন্ডেশন, বিবি আছিয়া ফাউন্ডেশন এবং মানবাধিক ও সমাজ উন্নয়ন সংস্থা (মওসুস)।

পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী, প্রতিটি সংস্থা প্রতি দলে সর্বোচ্চ পাঁচজনের ভ্রাম্যমাণ দল নিয়োগ করতে পারবে। তারা নির্ধারিত ইউনিটের সব ভোটকেন্দ্রের প্রতি বুথে স্বল্প সময়ের জন্য অবস্থান ও কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। ভোটকেন্দ্রের বুথভিত্তিক সার্বক্ষণিক পর্যবেক্ষক নিয়োগ করা যাবে না।

ভোটকেন্দ্রের ভোট গণনার কক্ষে ও রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল একত্রীকরণের সময় একজন করে পর্যবেক্ষক পাঠানো যাবে।

পর্যবেক্ষক ছাড়াও হাজারখানেক স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মী নিয়োজিত থাকবেন ভোটের খবর সংগ্রহে।


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বিগত নির্বাচন

প্রথম নির্বাচন ২০১১: ওই বছরের ৩০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী সাবেক সাংসদ শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী।

১. আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পান ১৮০০৪৮ ভোট; তার প্রতীক ছিল দোয়াত কলম।
২. নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমানের দেয়াল ঘড়িতে জুটেছিল ৭৮৭০৫ ভোট।
৩. বিএনপি সমর্থিত তৈমুর আলম খন্দকারের প্রতীক ছিল আনারস; তিনি পান ৭৬১৬ ভোট।
৪. এছাড়া গরুর গাড়ি প্রতীকে আতিকুর রহমান নান্নু মুন্সী ৬৬১২ ভোট, হাঁস প্রতীকে শরীফ মোহাম্মদ ১৪৯৩ এবং তালা প্রতীকে আতিকুল ইসলাম জীবন ১৮৫৫ ভোট পান।


দ্বিতীয় নির্বাচন ২০১৬ : ওই বছর ২২ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি ভোটে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে ১ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র পদে পুনঃনির্বাচিত হন নৌকা প্রতীকের আইভী।

১. নৌকা প্রতীকে আইভী পান ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত পান ৯৬ হাজার ৪৪ ভোট।
২. মেয়র পদে দুই প্রধান প্রার্থীর পর তৃতীয় সর্বোচ্চ ১৩৯১৪ ভোট পান হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাছুম বিল্লাহ। কোদাল প্রতীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল পান ৬৭৪ ভোট; মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের এজহারুল হকের প্রাপ্ত ভোটসংখ্যা ৯১০।

টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে সেলিনা হায়াৎ আইভী ২০১৭ সালের ৫ জানুয়ারি শপথ নেন। এরপর ৮ ফেব্রুয়ারি কর্পোরেশনের প্রথম সভা হয়। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতার মধ্যেই রোববার ভোট হচ্ছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭