ইনসাইড গ্রাউন্ড

নতুন কোচের সাথে আড্ডায় মশগুল হলেন জামাল ভূঁইয়া


প্রকাশ: 25/01/2022


Thumbnail

আবাহনী ও উত্তর বারিধারা ক্লাবের পর জাতীয় ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরা এবার গিয়েছিলেন সাইফ স্পোর্টিং ক্লাবে। এই ক্লাবেই আছেন ফার্নান্দেজের সবচেয়ে বড় অস্ত্র, অধিনায়ক জামাল ভূঁইয়া। ফার্নান্দেজের ক্লাব পরিদর্শনে আবার সাক্ষাত হলো নতুন কোচ ও অধিনায়কের।

আজ (মঙ্গলবার) ক্যাবরেরা ক্লাব পরিদর্শনে যান। সেখানে কোচ ও অধিনায়কের আলাপ হয়েছে দীর্ঘ সময়। যে আলাপে ছিল ক্লাব এবং জাতীয় দলের বিষয়। জামাল ভূঁইয়াই জাতীয় দলের নতুন কোচের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন তার ক্লাব সতীর্থদের।

এক এক করে তিন ক্লাব পরিদর্শন করেছেন কোচ। কেমন দেখলেন তিন ক্লাব? এমন প্রশ্নের জবাবে নতুন কোচ বলেছেন, ‘সাইফ এসসির অনুশীলনে আসতে পেরে আমি আনন্দিত। দেখলাম যে সাইফ ক্লাবটি খুবই গোছালো এবং অবকাঠামো দিক দিয়েও উন্নত। ক্লাবটির টেকনিক্যাল টিমও ভালো। অনুশীলন দেখলাম। খেলোয়াড়রা বেশ ভালোই অনুশীলন করছে এবং তারা খুবই পরিশ্রমী।’

অধিনায়ক জামালের সঙ্গে আলাপ প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেছেন, ‘সে খুব ভালো খেলোয়াড়। সাইফ স্পোর্টিংয়ের প্রাণভোমরা। সামনে জাতীয় দলের পারফরম্যান্স উন্নত করতে জামালকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। খেলোয়াড়দের দেখে আমি মুগ্ধ। বিশেষ করে তাদের টেকনিক্যাল সক্ষমতা। আশাকরি এসবের ভেতর দিয়ে ভালো একটা জাতীয় দল গড়তে পারবো।’

নতুন কোচ আরো বলেছেন, ‘যে কোন দলের জন্যই অধিনায়ক খুবই গুরুত্বপূর্ণ। সে মূলত টেকনিক্যাল স্টাফ এবং প্লেয়ারদের মধ্যে সংযোগ সিঁড়ি হিসেবে কাজ করে থাকে। সে দলে এবং খেলোয়াড়দের মধ্যে উৎসাহ যোগানোর কাজটি করে। এ ধরনের গুণাবলী অধিনায়কই আমি প্রত্যাশা করি।’

কোচের সঙ্গে এটাই কী প্রথম দেখা কিনা সেই প্রশ্নে অধিনায়ক জামাল বললেন, ‘কোচের সঙ্গে আমার আগেও দেখা হয়েছে, কথা হয়েছে। সে কী চায়, কিভাবে কোচিং করাবে তা শুনেছি। কী চায়, সেটা বোঝার চেষ্টা করেছি। ওর ভিশন কী এবং সামনে ও কিভাবে কাজ করবে সেসব নিয়েই মূলত কথা হয়েছে।’

জেমি ছিলেন ইংলিশ, ক্যাবরেরা স্প্যানিশ। নতুন কোচের সঙ্গে কাজ করতে কোনো ধরনের অসুবিধা হবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘স্প্যানিশ কোচরা ইংলিশদের চেয়ে কিছুটা ব্যতিক্রম হয়ে থাকেন। ওরা পায়ে বেশিক্ষণ বল রাখতে চায়। বল পজিশন নিজেদের অধীনে রেখে খেলতে চায়। বল পজিশন এবং গোল স্কোরিংটাই মূল কথা। কারণ আমরা কম গোল করি।’

সাইফ এসসি ক্লাব নিয়ে কি বলেছে? ‘আসলে কোচ দেখেছেন আমরা কিভাবে অনুশীলন করি এবং কোন স্টাইলে খেলি মূলত সে সবই। ক্যাবরেরার সঙ্গে এখনো আমরা মাঠের অনুশীলন শুরু করিনি। ও স্প্যানিশ। অস্কার কিংবা লেমসের মতোই। ও নিজস্ব স্টাইল প্রতিস্থাপনের চেষ্টা করবে। আমরা ওর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি’ -বলছিলেন জামাল ভূঁইয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭