ইনসাইড এডুকেশন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২ এপ্রিল


প্রকাশ: 30/03/2022


Thumbnail

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২২ এপ্রিল জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। চলতি সপ্তাহে এ বিষয়ে নির্দেশনা জারি করার কথা রয়েছে বলে জানা গেছে।

ডিপিই থেকে জানা গেছে, আগামী ২২ এপ্রিল থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে। দেশের ৬১ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলায় নীতিমালা অনুযায়ী জেলা পরিষদের তত্ত্বাবধানে এ পরীক্ষা আয়োজন করা হবে।

এদিকে দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে গতকাল মঙ্গলবার ২৯ মার্চ এক ভার্চুয়াল সভায় প্রাথমিকের মহাপরিচালক পরীক্ষা নিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আজ বুধবার ৩০ মার্চ সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ১৫ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, আগামী ৮ এপ্রিল থেকে সরকারি প্রাথমিকের ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী ১৩ মে শেষ হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭