ক্লাব ইনসাইড

ঢাবিতে ডুসারের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা


প্রকাশ: 11/04/2022


Thumbnail

রোববার (১০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরার (ডুসার) নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে একই উপজেলার ২৬ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও স্মারক দিয়ে বরণ করা হয়। পাশাপাশি স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে মেধাস্থান অর্জন করায় তিন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। একই সঙ্গে নতুন চাকরিতে প্রবেশ করা সংগঠনের তিন সদস্যকে শুভেচ্ছা জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ভাষাবিদ অধ্যাপক ড. মনিরুজ্জামান। এসময় তিনি বলেন, সৃষ্টিশীল কাজ করে প্রথম শ্রেণির মানুষ। বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত জায়গা। এখানে জ্ঞানের যেমন অবারিত ক্ষেত্র আছে, তেমনি নিজেকে গড়ার কাজও করতে হবে। নরসিংদীর রায়পুরার একটা ঐতিহ্য আছে। শামসুর রাহমান, আলাউদ্দিন আল আজাদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম সেখানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এলাকার সেই ঐতিহ্যগুলো সংরক্ষণ করার চেষ্টা করতে হবে। রায়পুরার যে ঐতিহ্য রয়েছে সেটাকে ধারণ ও সংরক্ষণ করতে হবে। ডুসার সেটি নিয়ে কাজ করবে বলে আশা করি।

সারা দেশে উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের নিয়ে কাজ করা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও পে ইট ফরওয়ার্ড, বাংলাদেশের নির্বাহী সভাপতি মোহাম্মদ ওয়াহিদ হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক দ্বার উন্মোচন করে দেয়। এই সময়টা তোমাদের জন্য মজা করারও! মজা করবে, উপভোগ করবে, তবে লক্ষ্যচ্যুত হবে না। একটা লক্ষ্য যদি ঠিক থাকে এবং সে অনুযায়ী যদি কাজ করো তবেই সফল হবে। বর্তমান সময়ে শুধু বিসিএস ক্যাডার হতে হবে তা নয়। কেউ শিক্ষক, কেউ আমলা, কেউ ব্যবসায়ী, কেউ সাংবাদিক বা অন্য যাই হোক লক্ষ্যটা স্থির করো। তবে বিশেষ হতে হবে এমনটি নয়। সবাই যদি বিশেষ হয় তাহলে বিশেষের মর্যাদা থাকে না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি জায়গায় আজ ঘুরেছি। ছাত্রজীবনের নানা স্মৃতি মনে পড়েছে এখানে এসে। এই বিশ্ববিদ্যালয় অনেক আবেগের জায়গা। এখান থেকে শিক্ষাগ্রহণ করে কর্মজীবনে প্রবেশ করার চেষ্টা অব্যাহত রাখবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত জায়গা। এখানে নানা পথ খুঁজে পাবে। তবে জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায় এমন পথের অনুসন্ধান করবে। তোমাদের অগ্রজদের কাছে সেই পরামর্শ নিবে এবং তারাও তোমাদের সেই পরামর্শ দিবে বলেই প্রত্যাশা করি।


এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনে রায়পুরা উপজেলা থেকে ভর্তি হওয়া ২৬ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও স্মারক দিয়ে বরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে অনার্সে প্রথম স্থান অর্জন করায় ডুসারের সাবেক সহ-সভাপতি নাহিদা আক্তার, বাংলা বিভাগে অনার্সে ষষ্ঠ স্থান অর্জন করায় সাবেক সহ-সভাপতি সূচনা ইসলাম এবং মনোবিজ্ঞান বিভাগে অনার্সে ষষ্ঠ স্থান অর্জন করায় মাহফুজা আক্তার সুপাকে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়াও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সহকারী পরিচালক পদে যোগ দেওয়ায় ডুসারের সাবেক সভাপতি মো. আল-আমিন, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগ দেওয়ায় ডুসারের ছাত্র উপদেষ্টা জয়নাল আবেদীন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের কন্সালটেন্ট (জুনিয়র) পদে যোগ দেওয়ায় মো. সিরাজুল ইসলাম মিলনকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

ডুসারের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া, বাংলা ভিশনের প্রধান সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিক, সিগমা বাংলাদেশের সিইও মো. আনোয়ার হোসেন, ডুসারের ছাত্র উপদেষ্টা ও সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসাইন, সাইফুল ইসলাম, বিদায়ী সভাপতি ছগির আহমাদ, বিদায়ী সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া প্রমুখ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭