ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি নাগরিকদের ১৬ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা


প্রকাশ: 22/05/2022


Thumbnail

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৌদি আরব ১৬ টি দেশে তাদের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা করেছে।

সৌদি পাসপোর্ট অফিসের ডিরেক্টর জানিয়েছে, ১৬টি দেশে সৌদি আরবের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে সেগুলি হল: 

লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, রাশিয়া বেলারুশ, এবং ভেনিজুয়েলা।

পাসপোর্ট অধিদপ্তর আরও স্পষ্ট করেছে যে বৈধ পাসপোর্টে আরব দেশগুলিতে ভ্রমণের সময় তিন মাসের বেশি এবং অন্যান্য দেশে ছয় মাসের বেশি হওয়া উচিত। 

অন্যদিকে, বেইজিং শনিবার বিকালে ৬৩ টি নতুন অভ্যন্তরীণ কোভিড-১৯ সংক্রমণের খবর জানিয়েছেন চীনের রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা। 

সূত্রঃ গালফ টুডে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭