ইনসাইড বাংলাদেশ

‘ম্যাডাম এখন ল বোঝেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2018


Thumbnail

পুরান ঢাকার বকশী বাজারের অস্থায়ী আদালতে বেগম জিয়া তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদকে বলেন, ‘আপনি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন কেন? ল পয়েন্ট নিয়ে কথা বলেন।’ গত বৃহস্পতিবার নবম দিনের মতো বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয়। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের পর যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। যদিও আসামি পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য যে তালিকা দেয়া হয়েছিলো, সেই তালিকায় ব্যারিস্টার মওদুদ আহমেদের নাম ছিলো না। কিন্তু আদালতের বিশেষ অনুমতি নিয়ে তিনি যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। মধ্যাহ্ন ও নামাজের বিরতি পর্যন্ত ব্যারিস্টার মওদুদ এই বিচারকে ‘ক্যামেরা ট্রায়াল’ এবং সামরিক আদালতে বিচারের সঙ্গে তুলনা করে বক্তব্য দেন। মধ্যাহ্ন বিরতিতে বেগম জিয়া ব্যারিস্টার মওদুদ আহমেদকে ডেকে বলেন, ‘আপনি ল পয়েন্ট বলছেন না কেন। আমার স্বাক্ষরে টাকা উঠে নি। জাল দলিল হয়েছে। ব্যাংকে টাকাও আছে এসব বলুন।’ ব্যারিস্টার মওদুদ বলেন, ‘ম্যাডাম আামি বলবো।’ ঘটনার সাক্ষী একজন জুনিয়র আইনজীবী পরে মন্তব্য করেন, ‘মওদুদ স্যার এবার আর ক্যান্টনমেন্টের বাড়ির মামলার খেলা খেলতে পারবেন না। ম্যাডাম এখন ল’ বোঝে।’ উপস্থিত অন্যান্য বিএনপি পন্থী আইনজীবীরা এ কথায় হেসে উঠেন।

 

বাংলা ইনসাইডার/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭