ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী রুশ সাংবাদিক আটক


প্রকাশ: 18/07/2022


Thumbnail

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে আটক হয়েছেন রুশ সাংবাদিক মেরিনা ওভস্যানিকোভা। রবিবার ৪৪ বছর বয়সী এই নারী সাংবাদিকের আইনজীবী তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ক্রেমলিন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

টিভিতে লাইভ অনুষ্ঠান চলাকালীন সময় রুশ-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদকারী মেরিনা ওভস্যানিকোভাকে আটক করে রুশ পুলিশ। এ বিষয়ে তার সহকর্মীরা মেরিনার টেলিগ্রাম অ্যাকাউন্টে আটকের বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেছেন এবং তিনি এখন কোথায় আছেন তা এখনও জানা যায়নি বলেও জানিয়েছে।

টেলিগ্রাম পোস্টে ৩টি ছবিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সাইকেল চালানোর সময় দু’জন পুলিশ অফিসার সাংবাদিক মেরিনাকে একটি সাদা ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে।

তার আইনজীবী দিমিত্রি জাখভাতভ, রিয়া-নভোস্তি  তার আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, "ওভস্যানিকোভাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানেন না। " 

তিনি জানান, গ্রেফতারের বিষয়টি কোনোভাবে তার যুদ্ধের প্রতিবাদের সাথে সম্পৃক্ত।


সূত্র: গার্ডিয়ান



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭