ইনসাইড পলিটিক্স

রাজপথ দখলে কার?


প্রকাশ: 28/10/2022


Thumbnail

দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বিএনপি দলগুলো সরকারের পতনের দাবিতে এখন এক সুরে কথা বলছে। বিএনপি ঢাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ শেষে এখন বিভাগীয় গণসমাবেশ করছে। বিভাগীয় সমাবেশ শেষে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহা সমাবেশ করবে দলটি। এর বাইরে সরকারের পতনের দারিতে এক সঙ্গে আন্দোলন করার লক্ষ্যে গঠিত হয়েছে গণতন্ত্র মঞ্চ রাজনৈতিক জোট। বাম গণতান্ত্রিক জোটও সারাদেশ ব্যাপী গণপদযাত্রার কর্মসূচি দিয়েছে। নভেম্বরে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা। এছাড়া অন্যান্য আরও ২২ সমমনা রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সংলাপ করছে। সংলাপ শেষে চূড়ান্ত কর্মসূচি নিয়ে সরকার পতনের যুগপৎ আন্দোলন করবে বলে জানা গেছে। প্রসঙ্গত কারণেই এখন প্রশ্ন উঠছে রাজপথ কার দখলে?

উল্লেখ্য যে, গত প্রায় ১৩ বছরেরও বেশি সময় ধরে সরকারবিরোধী আন্দোলন করছে বিএনপি। ২০১৫ সালে আন্দোলন কিছুটা তীব্র হলেও সে আন্দোলন শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। এরপর বারবার আন্দোলন করার চেষ্টা করেছে দলটি। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। আন্দোলন করতে না পারার কারণে কিছুদিন আগেও বিএনপি নেতাদের তিরস্কার করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। সরকার পতনের দাবিতে আন্দোলনের ব্যর্থতা নিয়ে বিএনপির নেতাদের পদত্যাগ করার আহ্বানও জানিয়েছিল আওয়ামী লীগের নেতারা। সেই বিএনপি এখন রাজপথে সমাবেশ করছে। প্রতিবন্ধকতা থাকা স্বস্তেও সমাবেশ প্রচুর জনসমাগম হচ্ছে। তাদের এই জনসমাগম দেখে সরকার ভীত বলে দাবি করছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ এখন ব্যস্ত সময় কাটাচ্ছে দল গোছাচ্ছে, সন্মেলন করে। দলটি দাবি করছে বিএনপি কিছুটা সক্রিয় হলেও সমাবেশে খুব বেশি জনসমাগম হচ্ছে না। বিএনপির হুংকারে মোটেও বিচলিত নয় আওয়ামী লীগ। বরং আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি ধুলিসাৎ হয়ে যাবে বলে দাবি করছে বিএনপি। পরস্পরের এমন হুংকারের প্রশ্ন উঠছে তাহলে রাজপথ এখন কার দখলে?

রাজপথে আওয়ামী লীগ আছে কিনা জানতে চাইলে দলটির একজন প্রেসিডিয়াম সদস্য, একজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং একজন সাংগঠনিক সম্পাদক বাংলা ইনসাইডারকে বলেন, আওয়ামী লীগের রাজপথ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কারণ আওয়ামী লীগের জন্মই হয়েছে রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামী লীগ সব সময় রাজপথে আছে, থামবে। আমরা আমাদের নিজেদের মতো করে রাজনৈতিক কর্মসূচি পালন করছি। কোনো দলের পাল্টা কর্মসূচি দিচ্ছি না।

বিশ্লেষকরা বলছে, রাজপথ এখন কার দখলে এটি পরিমাপ করা মুসকিল। তবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে, বিএনপি রাজপথে দুর্বল। বিএনপি আগের চেয়ে অনেকটা সংগঠিত এবং তাদের সমাবেশগুলোতে প্রচুর জনসমাগম হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ হয়তো বিএনপির মতো গণসমাবেশ করছে না। কিন্তু দলটি এখন সংগঠিত হচ্ছে, দল গোছাচ্ছে। তবে এটা সত্য যে, আওয়ামী লীগ টানা তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে দলটির মধ্যে অন্তকোন্দাল বেড়েছে। যার সর্বশেষ উদাহরণ হলো জেলা পরিষদ নির্বাচন। তবে রাজপথ কার দখলে সেটার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭