ইনসাইড গ্রাউন্ড

কেমন হলো বিপিএলের ৭টি দল?


প্রকাশ: 06/01/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের নবম আসর শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ৭ দলের লড়াই শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের। আসর শুরু আগে এক নজরে দেখে নেয়া যাক কেমন হলো এবারের বিপিএলের দলগুলো।

কুমিল্লা ভিক্টোরিয়ানস:

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। রেকর্ড ৩টি বিপিএল শিরোপা রয়েছে তাদের ঝুঁলিতে। এবারও শিরোপা ধরে রাখার মিশন নিয়েই মাঠে নামবে দলটি। সে লক্ষ্যে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দলই গড়েছে কুমিল্লা। ইমরুল- লিটন-মোস্তাফিজ-মোসাদ্দেকদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে রয়েছেন তরুণ জাকের আলী-মাহিদুল-মুকিদুল ইসলামরা।

কুমিল্লার বিদেশী ক্রিকেটারদের তালিকাটাও বেশ সমৃদ্ধ। ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের চ্যাডউইক ওয়ালটন, ব্র্যান্ডন কিং, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও আফগানিস্তানের মোহাম্মদ নবি ফজলহক ফারুকির মতো খেলোয়াড়।

দলটির বড় শক্তিমত্তার জায়গা তাদের টপ অর্ডার ব্যাটসম্যান ও পেস বোলিং অ্যাটাক।

ফরচুন বরিশাল:

সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল বিপিএলের সবশেষ আসরের রানার্সআপ। এবারো দলের নেতৃত্ব রয়েছে সাকিবের কাঁধেই। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের হাত ধরে এবার শিরোপার স্বাদ পেতে চায় বরিশাল। বাংলাদেশ জাতীয় দলের একগাদা তারকা ক্রিকেটারের পাশাপাশি বিদেশিদের তালিকাটাও বেশ বড়। সাকিব-মিরাজ-মাহমুদুল্লাহ-ইবাদত-খালেদ-এনামুল হকদের সাথে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ-কুশল পেরেরা-ইব্রাহিম জাদরান-করিম জানাত-মোহাম্মদ ওয়াসিম, কেসরিক উইলিয়ামস-নাভিন-উল-হক, হায়দার আলী-চতুরঙ্গা ডি সিলভা। ফলে কাগজে-কলমে সেরা দল বলা হচ্ছে বরিশালকেই।

তবে পুরো টুর্নামেন্টে বরিশালের বিদেশি রিক্রুটদের পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

দলটির সবচেয়ে বড় ভরসার জায়গা তাদের অফ স্পিন। সাকিব-মিরাজ-কর্নওয়ালদের পাশাপাশি ইবাদত-খালেদ-কেসরিক উইলিয়ামস-নাভিন-উল-হকদের নিয়ে গড়া পেস আক্রমণও ভীতি জাগানিয়া।

রংপুর রাইডার্স:

বিপিএলে বরাবরই শক্তিশালি দল গড়ে রংপুর রাইডার্স। এবারো তার ব্যতিক্রম হয়নি। তরুণ ও অভিজ্ঞদের স্বমন্বয়ে দারুণ এক দল নিয়ে মাঠে নামবে রুংপুর। মিরপুরে নয় নিজেদের মাঠে অনুশীলন করে নিজেদের ঝাঁলিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচে খুলনাকে হারিয়ে আত্নবিশ্বাসীও তারা।

নুরুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেনদের সাথে রয়েছেন শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নেওয়াজ, সিকান্দার রাজা, পাথুম নিশাঙ্কার মতো বিদেশি ক্রিকেটার।

তবে টপ অর্ডারের দুর্বলতা লক্ষ্যণীয়। যা টুর্নামেন্টে ভোগাতে পারে দলটিকে। তবে শক্তিশালী মিডলঅর্ডার এবং বোলিং আক্রমণে আশা দেখছে রংপুর।

সিলেট স্ট্রাইকার্স:

বিপিএলের সর্বশেষ তিন আসরে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলেছে সিলেট। তবে টুর্নামেন্টটিতে তাদের ফল খুব একটা সুখকর নয়। সবশেষ ৩টি আসরই দলটি শেষ করেছে তলানির দিকে থেকে। তবে এবার বিপিএলের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাঁধে সওয়ার হয়ে ভিন্ন ফলের আশা করছে দলটি। রয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও।

সেই সাথে রুবেল হোসেন-নাজমুলদের সাথে বিদেশি কোটায় আছেন বেশ কয়েকটি বড় নাম। মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, কলিন অ্যাকারম্যান, টম মুরস, গুলবদিন নাইবদের নিয়ে আশা করতেই পারে দলটি।

দলটির সবচেয়ে শক্তির জায়গা অলরাউন্ডাররা। একগাদা অলরাউন্ডার থাকায় দলটির ব্যাটিং-বোলিং বেশ ভারসম্যপূর্ণই। তবে টপঅর্ডার আর স্পিন বিভাগে দুর্বলতাও লক্ষ্যণীয়।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:

তারুণ্য ও আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে বিপিএলের এবারের আসর শুরু করবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একঝাঁক স্থানীয় ও বিদেশি তরুণ ক্রিকেটারকে নিয়ে দল সাজিয়েছে চট্টগ্রাম। আগের আসরের চমক দেখানো মৃত্যুঞ্জয় চৌধুরী-আফিফ হোসেন-মেহেদী হাসান রানা ও ইরফান শুক্কুরের মতো দেশিয় ক্রিকেটারের সাথে রয়েছেন বিশ্ব ফার্নান্ডো-আশান প্রিয়াঞ্জন-কার্টিস ক্যাম্ফার-ম্যাক্স ও’ডাউড-উন্মুক্ত চাঁদের মতো বিদেশিরা।

দলটির সবচেয়ে বড় অস্ত্র তাদের পেস আক্রমণ। স্পিন আক্রমণও বেশ ভারসম্যপূর্ণ। তবে সবচেয়ে বড় দুর্বলতার জায়গা দলটির টপ অর্ডার ব্যাটিং।

খুলনা টাইগার্স:

দলটির আইকন ক্রিকেটার তামিম ইকবাল, দলের সবচেয়ে বড় তারকাও তিনি। তরুণ ইয়াসির আলীর কাঁধে দেয়া হয়েছে অধিনায়কের দ্বায়িত্ব। তামিম, সাইফউদ্দিন, ইয়াসির, নাসুম, মুনিমদের সাথে রয়েছেন আজম খান, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, অ্যান্ড্রু বলবার্নি, আভিস্কা ফার্নান্ডো, ফখর জামান ও আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি।

দেশিয় ক্রিকেটারদের নিয়ে দলটি বেশ ভারসম্যপূর্ণ হলেও বিদেশি ক্রিকেটারদের পুরো টুর্নামেন্টে পাবে না দলটি। যা তাদের ভোগাতে পারে।

ঢাকা ডমিনেটরস:

শেষ মুহুর্তে তড়িঘড়ি করে দল সাজিয়েছে ঢাকা ডমিনেটরস। ফলে দলে দেশি ও তরুণ ক্রিকেটারদেরই আধিক্য। তাসকিন আহমেদ দলটির আইকন ক্রিকেটার। এছাড়া মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরীফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেনের মতো পরিক্ষিত ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ঢাকা। বিদেশিদের মধ্যে রয়েছে চামিকা করুনারত্নে, দিলশান মুনাবিরা, , শান মাসুদ, আহমেদ শেহজাদরা। দলটির কোচের ভূমিকায় রয়েছেন লঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাস।

টুর্নামেন্টে সাফল্য পেতে ঢাকা নির্ভর করবে তাদের ফার্স্ট বোলিংয়ের উপর। এটিই দলটির মূল শক্তিমত্তার জায়গা। তবে নিয়মিত রানের মধ্যে থাকা কোন ব্যাটসম্যান না থাকায় ব্যাটিং বিভাগে বিপাকে পড়তে হতে পারে দলটিকে। তবে দলটির ব্যাটসম্যানদের একটি বড় অংশের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে তারা জ্বলে উঠলে স্বস্তিতে থাকবে ডমিনেটরসরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭