ওয়ার্ল্ড ইনসাইড

বারবার বিমান দুর্ঘটনার সাক্ষী নেপাল


প্রকাশ: 16/01/2023


Thumbnail

আবারও নেপালে বিধ্বস্ত বিমান যদিও, নেপালে এই ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয় ইতিহাস বলছে, শুধুমাত্র ঘরোয়া বিমান নয়, নেপালে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে বহু বিদেশি আন্তর্জাতিক উড়োজাহাজ৷ পরিসংখ্যান ধরলে দেখা যাবে, গত ৩০ বছরেরও বেশি সময় ধরে নেপালে অন্তত ২৭টি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে যার মধ্যে ২০টিকে সাম্প্রতিক সময়ের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান যেমন দুর্ঘটনার কবলে পড়েছে, তেমনই ঘরোয়া বিমান পরিষেবার আওতাভুক্ত তারা এয়ারের বিমানও বিধ্বস্ত হয়েছে নেপালে নেপালে ঘটে যাওয়া ইদানীংকালের সবথেকে ভয়াবহ ১০টি বিমান দুর্ঘটনা হল-

১) রয়্যাল নেপাল এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা

১৯৬২ সালের অগাস্ট এই দুর্ঘটনাটি ঘটে ভারতের তিরুবনন্তপুরম (তৎকালীন গাউচার বিমানবন্দর) থেকে যাত্রা শুরু করা বিমানটির সর্বশেষ গন্তব্য ছিল দিল্লির পালাম বিমানবন্দর (বর্তমানে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর) নেপালের তুলাচান ধুরি এলাকায় ভূপাতিত হয় রয়্য়াল নেপাল এয়ারলাইন্স পরিচালিত ডগলাস ডিসি-৩ নামের বিমানটি প্রাণ যায় বিমানে থাকা ১০ জন যাত্রী এবং চারজন বিমানকর্মীর মধ্যে সকলেরই মৃতদের তালিকায় ছিলেন নেপালে নিযুক্ত ভারতের তৎকালীন রাষ্ট্রদূতও

২) থাই এয়ারওয়েজ বিমান দুর্ঘটনা

১৯৯২ সালের ৩১শে জুলাই থাইল্যান্ড থেকে কাঠমাণ্ডু আসছিল থাই এয়ারওয়েজের ফ্লাইট ৩১১৷ কিন্তু, অবতরণের আগেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি পরে জানা যায়, দুর্ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যে কর্মী ওই বিমানের চালকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, তিনি ভালো ইংরেজি জানতেন না ! ফলে বিমানচালক তাঁর সমস্যার কথা জানালেও কোনও উত্তর দেননি এটিসির ওই কর্মী ! তার জেরেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা এই দুর্ঘটনার পর কর্মীদের ভাষা শিক্ষার উপর আরও জোর দেয় সংশ্লিষ্ট প্রশাসন

) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা

১৯৯২সালেরই ২৮ সেপ্টেম্বর নেপালে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটে কাঠমাণ্ডুতে অবতরণের আগেই বিধ্বস্ত হয়ে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ২৬৮ প্রাণ যায় বিমানে সওয়ার মোট ১৬৭ জনের মধ্যে সকলের এখনও পর্যন্ত এই দুর্ঘটনা পাকিস্তান এবং নেপালের ইতিহাসে সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে

) রয়্যাল নেপাল এয়ারলাইন্স টুইন অটার দুর্ঘটনা

আকারে ছোট এবং হালকা ওজনের টুইন অটার বিমানে দু'টি ইঞ্জিন থাকে কানাডার একটি বিমান সংস্থার তৈরি এমনই একটি বিমান ঘরোয়া উড়ান হিসাবে চালাত রয়্যাল নেপাল এয়ারলাইন্স ২০০০ সালের ২৭ জুলাই সেই বিমানটি নেপালের বাঝাং বিমানবন্দর থেকে আকাশে উড়াল দেয় নেপালেরই ধনগাধি বিমানবন্দরের উদ্দেশে কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় দাদেলধুরা জেলার জগবুধায় মৃত্যু হয় বিমানে সওয়ার ২৫ জনের

) ইয়েতি এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা

ইয়েতি এয়ারলাইন্স এয়ারলাইনার ১০৩ বিমানটিও ছিল নেপালের ঘরোয়া বিমান পরিষেবার অন্তর্ভুক্ত ২০০৮ সালের অক্টোবর পূর্ব নেপালের লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দরে অবতরণের আগেই বিধ্বস্ত হয় সেটি সেসময় মৃত্যু হয় ১৪ জনের প্রাণ বাঁচেন মাত্র একজন তাঁর নাম সুরেন্দ্র কুনওয়ার

) অগ্নি এয়ার বিমান দুর্ঘটনা

অগ্নি এয়ারের এয়ারক্রাফ্ট ১০১ বিমানটিও ছিলো ঘরোয়া নেপালের কাঠমাণ্ডু থেকে যাত্রা শুরু হয়েছিল বিমানটির গন্তব্য ছিল লুকলা তার আগেই ১৪ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে বিমানটি মৃত্যু হয় সকলের দিনটি ছিল ২০১০ সালের ২৪ অগাস্ট

) বুদ্ধা এয়ার বিমান দুর্ঘটনা

বুদ্ধা এয়ারের ফ্লাইট ১০৩ বিধ্বস্ত হয় ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর দুর্ঘটনাটি ঘটে নেপালের ললিতপুরে আবহাওয়া খারাপ থাকায় কাঠমাণ্ডু বিমানবন্দরের কাছে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন বিমানচালক তখনই ঘটে যায় দুর্ঘটনা বিমানে সওয়ার ১৯ জনের সকলেরই মৃত্যু হয়

) সীতা এয়ার বিমান দুর্ঘটনা

২০১২ সালের ২৮ সেপ্টেম্বর সীতা এয়ারের ফ্লাইট ৬০১ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি কাঠমাণ্ডু থেকে লুকলা যাচ্ছিল এই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৯ জনের

) ইউএস-বাংলা এয়ারলাইন্স বিমান দুর্ঘটনা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ২১১ ঢাকা থেকে কাঠমাণ্ডু আসছিল দিনটি ছিল ২০১৮ সালের ১২ মার্চ বিমানে যাত্রী ছিলেন মোট ৭১ জন তাঁদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয় বাকিরা কোনও মতে বেঁচে যান

১০) তারা এয়ার বিমান দুর্ঘটনা

তারা এয়ারের জেট বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে ২০২২ সালের ৩০ মে গন্তব্যে পৌঁছনোর আগেই বিমানটি হঠাৎ উধাও হয়ে যায় পরে সেটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় উদ্ধার হয় বিমানের ২২ যাত্রীর মরদেহ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭