কালার ইনসাইড

ভালোবাসার ব্যাখা কী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/02/2018


Thumbnail

ভালোবাসা কারে কয়? ভালোবাসা কী? নাটক চলচ্চিত্রে যে প্রেম দেখানো হয়, তার নাম কী ভালোবাসা? নাকি গানের কথায় মনে যে ঢেউ খেলে কারও জন্য, সেটার নাম ভালোবাসা? ভালোবাসার রং, রূপ সবার কাছেই অজানা এক বক্তব্য, তবুও সবাই ভালবাসে। ভালবাসতে চায়। ভালোবাসার মানে খোঁজে। ভালোবাসা নিয়ে দেয় নিজের মত করে কোনো উক্তি। সেই ভালোবাসার ব্যাখ্যা খুঁজতেই তারকাদের শরণাপন্ন হতে হলো:

কুমার বিশ্বজিৎ

`যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই

কোনো দিন...চলে যাই...

তুমি সাদা শাড়ি পরোনা কখনো...

যে রঙ্গিন

সাজে তুমি সাজো প্রতিদিন...সে সাজে সেজো গো তখনো...’

এই গানটার পেছনের গল্প বলি। তখন বুঝাতে পারবো ভালোবাসা কী? আমার স্ত্রী তখন দেশের বাইরে। আইডিয়াটা এলো সেখান থেকেই। বুলবুল ভাইয়ের সঙ্গে একটা অ্যালবাম করছিলাম তখন। তাঁকে বললাম, আমরা তো পৃথিবী ছেড়ে একদিন সবাই চলে যাব, প্রিয়জনদের জন্য যদি এমন কিছু গান রেখে যেতে পারি...! তখন এ গানটা করলেন তিনি। গানটা করার পর আমার মনে আছে যারাই সেদিন স্টুডিওতে ছিল সবার চোখে পানি এসে গেছে। মানাম ছিল কিবোর্ডে, রিদমে লিটন ডি-কস্টা। সবার চোখে পানি দেখেছি। এটা আমার জন্য একটা বড় পাওয়া। অনেক গানে ওরা বাজিয়েছে। এ ধরনের ইমোশন বা পরিবেশ কখনো তৈরি হয়নি। যখন কোনো প্রিয়জন কাছে না থাকে। তখনই বোঝা যায় ভালোবাসাটা কী। আমরা সবাই কাউকে না কাউকে ভালোবাসি। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না।

হাবিব ওয়াহিদ

ভালোবাসার অপর নাম বদঅভ্যাস। বদঅভ্যাস বলার কারণ, মানুষ অভ্যাসের চেয়ে বদঅভ্যাসের প্রতি আসক্ত বেশি থাকে। বদঅভ্যাস ত্যাগ করতে চায়। কিন্তু পারে না। আমার কাছে ব্যাখ্যা এখন তেমনই। তাছাড়া ভালোবাসা মানে, কাউকে আপনার সহ্য করতে হবে। যতদিন তার সবকিছু সহ্য করতে পারবেন। ততদিন ভাববেন তাকে আপনি ভালোবাসেন। যদি সেই ক্ষমতা না থাকে, তখন বুঝবেন কাউকে ভালোবাসার মত শক্তি আপনার নেই। মানুষের মধ্যে ভালো- খারাপ দুটোই আছে। যখন কেউ আসলেই ভালোবাসার মধ্যে থাকে। তখন দেখা যায় ভালোবাসার মানুষটির কোনো খারাপই তার চোখে পড়ে না। যখন এর মাত্রা কমতে থাকে। তখনই বিপরীতের মানুষটা খারাপ হতে থাকে। আরেকটি ব্যাপার হলো কাউকে ভালবাসেন এটা বলবেন না। দূর থেকে ভালোবাসার আবার আরেকটা মজা আছে। বলতে গেলেই দায়িত্বের মধ্যে পড়ে যেতে হয়। আর দায়িত্ব যখন আসে। তখনই সেটা বিরক্তীতে রূপ নেয়। (হাসি) কাউকে ভালবাসতে নিষেধ করছি না। ভালোবাসায় বাঁচুন, ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখুন।

অপূর্ব

ভালোবাসা বলতে আমি যত্নটাকেই বুঝি। সন্তানের প্রতি ভালোবাসা। বন্ধুর প্রতি ভালোবাসা। স্ত্রীর প্রতি ভালোবাসা। বাবা মায়ের জন্য ভালোবাসা। সবই আসলে যত্নেরই একটা রুপ। আমি তোমাকে ভালবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার জন্য চাই একটা সুন্দর মন। যে মন দিয়ে সবকিছু সুন্দরভাবে দেখা সম্ভব।

মেহজাবিন

ভালোবাসা একটা অনুভূতি। এটাকে সংজ্ঞা দেওয়াটা ঠিক হবে না। তবে এটা ঠিক, যদি পর্দায় দেখাতে হয়, তখন অনেক অনুষঙ্গ চলে আসে। মনের মধ্যের ব্যাপারটাকে ভিজ্যুয়ালি প্রকাশ করার ক্ষেত্রে হয়তো ফুল দেয়া, প্রিয় মানুষটির হাতে হাত রেখে হাটা। তার জন্য গান গাওয়া, কবিতা আবৃত্তি। তবে এসব কিছুই মূলত অনুভুতি প্রকাশের এক একটা ধরন। তবে এটা মূলত একটা অনুভূতি একে বলে প্রকাশ করা সম্ভব না।

বুবলী

ভালোবাসা দিবসটা খুবই স্পেশাল হত যদি আমার জীবনে ভালোবাসার মানুষ থাকতো। কিন্তু আমার জীবনে কখনও কোনো ভালোবাসার মানুষ ছিল না। তবে আমি মনে করি যেখানে শান্তি সেখানেই ভালোবাসা। সেই শান্তি মানুষের সর্ম্পক কিংবা কাজ যেখানেই হোক। আমার কাছে ভালোবাসা মানেই শান্তি।

বাংলা ইনসাইডার/এমআরএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭