ইনসাইড বাংলাদেশ

বইমেলা জমেছে শুরু থেকেই, শুধু বইটাই বিক্রি হচ্ছে না


প্রকাশ: 19/02/2023


Thumbnail

অমর একুশে গ্রন্থমেলার আজ চলছে ১৯ তম দিন। দিন যত গড়াচ্ছে মেলায় দর্শনার্থীর সাথে সাথে ক্রেতা-পাঠকের সংখ্যাও বাড়ছে। সাধারণত ১৫ তারিখের পরেই বই বিক্রি বাড়ে বইমেলায়। তবে, অন্যান্য বছরের তুলনায় এবার সেই অর্থে এখনও বিক্রি বাড়ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। 

সময় প্রকাশনীর এক বিক্রেতা বাংলা ইনসাইডারকে বলেন, ‘মেলায় মানুষ আসছেন। তবে সেই তুলনায় ক্রেতার সংখ্যা অনেক কম। সাধারণত ১৫ তারিখের পর মেলা যেভাবে জমে সেভাবে এখনও জমছে না মেলা। মেলায় দর্শনার্থীর অভাব নাই। তবে, বই বিক্রি হচ্ছে না।’
  
প্রকাশকরা বলছেন এবার মেলায় শুরু থেকেই ভীড় থাকলেও সেই অনুপাতে বিক্রি কম। তবে, মেলা শুরুর প্রথম দিকের তুলনায় বিক্রি বেড়েছে ১৫ তারিখের পর। তাঁরা বলছেন, ‘এবার মেলায় শুরু থেকেই অনেক মানুষ আসছে। তবে, প্রকাশকদের কাছে মেলা জমে ওঠা মানে হলো বই বিক্রি। সেই অর্থে এবার বইমেলায় যে পরিমাণ মানুষ ঢুকেছেন সেই পরিমাণ বিক্রি হচ্ছে না। মেলা জমেছে শুরু থেকেই, শুধু বইটাই বিক্রি হচ্ছে না। মূলত ১৫ তারিখের পর মূল ক্রেতা-পাঠক যারা তাঁরা মেলায় ঢোকেন। এবারও প্রথম ১০ দিনের তুলনায় এখন বিক্রি বেড়েছে। তবে যে পরিমাণ লোক মেলায় ঢুকেছেন সেই অনুপাতে বিক্রি কম।’

তবে বইমেলাতে বই বিক্রিটাই আসল নয় বলেও মনে করেন কেউ কেউ। বইমেলাকে বাঙালীর প্রাণের উৎসব বলে উল্লেখ করে এক প্রকাশক বলেন, ‘বইমেলা তো কেবলই বাণিজ্যিক একটি মেলা নয়। এটি বাঙালীর প্রাণের উৎসব। মেলায় মানুষ বই কিনছেন। আবার পরিবার-পরিজন নিয়ে ঘুরছেন, আনন্দ করছেন। যারা বই কেনার তাঁরা কিনবেন, যারা বেড়াবার তাঁরা বেড়াবেন। এটাই বই মেলার প্রাণ।’

বইমেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা মনে করছেন মেলা জমে উঠেছে পুরোদমে। পরিবার নিয়ে বইমেলায় ঘুরতে আসছেন অনেকেই, কিনছেন পছন্দের বইও। কেউ কেউ মেলা শুরুর পর থেকে নিয়ম করে ঘুরে যাচ্ছেন মেলায়, আবার কেউ তালিকা করে নিয়ে এসে একদিনে পছন্দের সব বই কিনে নিয়ে যাচ্ছেন। 

নাজমুন নাহার নামে এক পাঠক বলেন, ‘মেলা শুরুর পর থেকেই খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া থেকে ইন্টেরেস্টিং বইগুলোর নাম ও স্টল নাম্বার টুকে রেখেছি। বন্ধুরাও অনেকে বই লিখেছে। সব এতোদিন লিস্ট করেছি। আজ এসে একে একে সব বই কিনছি।’ হাতে ধরে রাখা বড় বড় দুটো ব্যাগ দেখিয়ে বলেন, ‘দেখতেই পাচ্ছেন কতগুলো কিনেছি। এখনও শেষ হয়নি। আরও কিছু বই কিনবো। তারপর বন্ধুদের সঙ্গে মেলাতেই কিছুক্ষণ আড্ডা দেবো, খাবো। এরপর বাড়ি ফিরবো।’
 
মেলা শেষ হবার দিন যত ঘনিয়ে আসছে মেলা প্রাঙ্গণের আমেজ হয়ে উঠছে তত জমজমাট। গত দিন পর্যন্ত মেলায় নতুন বই এসেছ মোট ২১০৬টি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭