ইনসাইড গ্রাউন্ড

র‍্যাংকিংয়ে শীর্ষে উঠার হাতছানি আর্জেন্টিনার


প্রকাশ: 29/03/2023


Thumbnail

কাতার বিশ্বকাপ জয়ের পর এখনও উৎসবের আমেজ চলছে আর্জেন্টিনায়। ৩৬ বছর পর শিরোপা জয়ের পর প্রীতি ম্যাচে আরো একবার উৎসবে মেতে উঠেছে আর্জেন্টিনাবাসী। বিশ্বকাপ জয়ের আক্ষেপ ঘুচিয়ে উঠতে পারলেও এখন শুধু আক্ষেপ থাকছে র‍্যাংকিংয়ে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর প্রীতি ম্যাচে মরক্কোর কাছেও হেরেছে ব্রাজিল। তবে হারলেও এখনো ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষেই রয়েছে সেলেসাওরা। তবে এপ্রিলের শুরুতেই ফিফার পরবর্তী হালনাগাদ র‍্যাংকিংয়ে ব্রাজিলকে টপকে শীর্ষে ওঠে আসবে আর্জেন্টিনা। এমনটাই দাবি করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’। 

আন্তর্জাতিক বিরতির পর পানামার বিপক্ষে মাঠে নেমে ২-০ গোলে জয় দিয়ে সূচনা করে আর্জেন্টিনা। সেই ম্যাচে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। পানামার পর কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পায় চ্যাম্পিয়নরা। সেই ম্যাচেও আরও একটি মাইলফলকের দেখা পান এই মহাতারকা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ১০০ দিনে নীল-সাদা জার্সি গায়ে মেসি ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন।

ফিফার র‍্যাংকিং স্কোরিং সিস্টেম অন্যান্য র‍্যাংকিংদের তুলনায় অনেকটাই জটিল। অতীতের পারফরম্যান্সের ইতিহাস, র‍্যাংকিংয়ে অবস্থানসব আরও কিছু বিবেচনা করা হয় র‍্যাংকিং স্কোরে। বর্তমানে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে সেলেসাওরা। তবে মরক্কোর সাথে হেরে ব্রাজিল র‍্যাংকিংয়ে ৬.৫পয়েন্ট হারিয়েছে। তাই পরবর্তী র‍্যাংকিং হালনাগাদের ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাংকিং তালিকায় সারির তিনে নেমে যাবে বলে জানায় আর্জেন্টাইন গণমাধ্যমটি। ১৮২৩.৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয়তে থাকা ফ্রান্স ১৮৩৮.৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে চলে আসবে। আর্জেন্টিনা রয়েছে র‍্যাংকিং সারির দ্বিতীয়তে ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে। পানামা ও কুরাসাওয়ের সাথে জয়ে আর্জন্টিনার ২.৫৬ বৃদ্ধি পেয়েছে। পরবর্তী র‍্যাংকিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসার কথা জানায় ক্লারিন। এর আগে সর্বশেষ ২০১৬ সালে আর্জেন্টিনা ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ ছিল। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭