ইনসাইড গ্রাউন্ড

এশিয়াকাপে আফগানিস্তানকে ৩০৯ রানে টার্গেট দিল বাংলাদেশ


প্রকাশ: 18/07/2023


Thumbnail

মাহমুদুল হাসান জয়ের শতকে আর শেষ দিকে শেখ মেহেদির ঝড়ো ব্যাটিংয়ে ৩০৯ রানে আফগানিস্তানকে  টার্গেট দিয়েছে বাংলাদেশ। এর আগে কলম্বোর পাইকিয়াসোথি সারাভানামুত্তু স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল।

শ্রীলঙ্কার সঙ্গে ৪৮ রানের হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ দল। পরে ওমানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সাইফ হাসানের দল, জিতেছে ৮ উইকেটে। আসরে টিকে থাকতে হলে আজ আফগানদের বিপক্ষে জয়টা খুব দরকার বাংলাদেশের।

দুইদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। এবার আবার বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি।

ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। জাকির হোসেন রাজু করেন ৬২ রান। সৌম্য সরকার ৪৮ রানে আউট হন। টাইগারদের হয়ে মাহমুদুল হাসান জয় করেন ১১৪ বলে করেন ১০০ রান।

আর আফগানদের হয়ে মোহাম্মদ সেলিম ৪টি উইকেট নেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭