ওয়ার্ল্ড ইনসাইড

পররাষ্ট্রমন্ত্রীকেই বরখাস্ত করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/03/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টেলারসনকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রীর পদে সিআইএ-র ডিরেক্টর মাইক পম্পেকে নিযুক্ত করা হয়েছে।

রেক্স টেলারসন এই পদে মাত্র এক বছর আগেই নিযুক্ত হয়েছিলেন। তাঁকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, নতুন স্টেট সেক্রেটারিও চমৎকার কাজ করবে।

অন্যদিকে গিনা হ্যাসপেলকে সিআইএর নতুন ডিরেক্টর হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হ্যাসপেলকে নিযুক্ত করা হলে তিনিই প্রথম নারী হিসেবে এই পদে বসবেন। ট্রাম্প সবাইকেই অভিনন্দন জানিয়েছেন।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে আসন্ন বৈঠক ও বিভিন্ন ব্যবসায় চুক্তিকে সামনে রেখে নতুন দল গঠন করতে চাইছেন। ’

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭